IPL 2025: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এর ৩৮তম ম্যাচে, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) নেতৃত্বাধীন মুম্বাই ইন্ডিয়ান্স মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে ৯ উইকেটে পরাস্ত করলো। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জয়ের হ্যাটট্রিক করলো মুম্বই পল্টন। হার্দিক পান্ডিয়া টস জিতে চেন্নাইকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানান। প্রথমে ব্যাটিং করে, চেন্নাই সুপার কিংস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৬ রান বানিয়েছিল। রবীন্দ্র জাদেজা এবং শিবম দুবের লড়াকু অর্ধশতরানের ইনিংসের সুবাদে, মুম্বই ইন্ডিয়ান্স (MI) তাদের ঘরের মাঠে সহজেই জয় অর্জন করে।
আজ ওয়ানখেড়েতে জ্বলে উঠলো প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ব্যাট। দুরন্ত একটি অর্ধশতরান হাঁকিয়ে নিজের শ্রেষ্ঠত্বের প্রমান দিলেন হিটম্যান। রোহিতের সঙ্গে ওপেনিং করতে আসা রিয়ান রিকেলটনও ছন্দ দেখিয়েছিলেন আজকে। আবার একবার মুম্বই ইন্ডিয়ান্স ফ্রাঞ্চাইজি রোহিত শর্মাকে (Rohit Sharma) ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে পাঠিয়েছিল। প্রথম ওভার থেকেই দুই ওপেনার আগ্রাসী মেজাজে ব্যাটিং চালিয়ে যেতে থাকেন। মুম্বইয়ের দুই ওপেনারের মধ্যে ৪০ বলে ৬৩ রানের একটি দুর্দান্ত ওপেনিং জুটি গড়ে উঠেছিল। শেষমেষ রবীন্দ্র জাদেজার বলে ১৯ বলে ২৪ রান করে বাউন্ডারি লাইনে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন রিয়ান।
Read More: IPL 2025 KKR vs GT Match Preview: ইডেন গার্ডেন্সে জয়ে ফিরতে মরিয়া কলকাতা, পরিসংখ্যানে এগিয়ে এই দল মারবে বাজি !!
টানা তৃতীয় ম্যাচ জিতলো মুম্বই ইন্ডিয়ান্স

তিনে রোহিত শর্মার সঙ্গ দিতে আসেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। রোহিতের সাথে তাল মিলিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন স্কাই। রোহিত চির প্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪৫ বলে অপরাজিত ৭৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। রোহিতের ইনিংসে চারটি চার ও ছয়টি ছক্কা দেখতে পাওয়া গিয়েছিল। অন্যদিকে সূর্যকুমার যাদব ৩০ বলে ৬টি চার ও ৫টি ছক্কার সহযোগে ঝড়ো ৬৮ রান করেন। যার ভিত্তিতে মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটি খুব সহজেই ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে নেয়। চেন্নাইয়ের একমাত্র বোলার হিসেবে রবীন্দ্র জাদেজা উইকেট পান। এক মুম্বাই টানা তিন ম্যাচে জয় সুনিশ্চিত করে পয়েন্ট তালিকায় আট পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের আজকের পরাজয়ের পর নেট রানরেটে আরও প্রভাব দেখতে পাওয়া গিয়েছে এবং তারা তালিকায় শেষের স্থানেই বহাল রয়েছে। দুর্দান্ত অর্ধশতরানের ইনিংস খেলার জন্য রোহিত ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন।