GT vs MI: গুজরাটের বিপক্ষে একাদশে জোড়া বদল, হার্দিককে ভরসা দিতে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা !! 1

IPL 2025: এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিপক্ষে হারের সম্মুখীন হয়েছে। শনিবার চলমান টুর্নামেন্টে মুম্বাই দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নামবে। ঘরের মাঠে প্রথম ম্যাচে পরাজিত হওয়ার পর শুভমান গিল (Shubman Gill) দ্বিতীয় ম্যাচে আহমেদাবাদের মাটিতে জয় তুলে নিতে চাইছেন। তবে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে নিষিদ্ধ থাকার পর দলে প্রত্যাবর্তন করে নতুন চমক দিতে প্রস্তুত। ফলে একাদশে আনতে পারেন একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

GT vs MI: গুজরাটের বিপক্ষে একাদশে জোড়া বদল, হার্দিককে ভরসা দিতে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা !! 2
Mumbai Indians | Image: Getty Images

গুজরাট টাইটান্স (GT) বনাম মুম্বাই ইন্ডিয়ান্স (MI)

ম্যাচ নং- ০৯

তারিখ- ২৯/০৩/২০২৫

ভেন্যু- নরেন্দ্র মোদী স্টেডিয়াম, আহমেদাবাদ

সময়- সন্ধ্যা ৭:৩০ (ভারতীয় সময়)

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

GT vs MI: গুজরাটের বিপক্ষে একাদশে জোড়া বদল, হার্দিককে ভরসা দিতে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা !! 3
Narendra Modi Stadium | Image: Getty Images

ব্যাটসম্যানরা নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে ব্যাটিং করতে পছন্দ করেন‌। আইপিএলে এই মাঠে বড়ো রানের ইনিংস লক্ষ্য করা যায়। নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে এই টুর্নামেন্টের শেষ ম্যাচে পাঞ্জাব কিংস (PBKS) প্রথমে ব্যাটিং করে গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে ২৪৩ রান সংগ্রহ করেছিল। রান তাড়া করতে নেমে ২৩২ রান পর্যন্ত পৌঁছায় শুভমান গিলের দল। আইপিএলে এখনও পর্যন্ত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মোট ৩৭ টি ম্যাচ আয়োজন করা হয়েছে। তার মধ্যে প্রথমে ব্যাটিং করা দল ১৬ বার জয় লাভ করেছে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা জয় লাভ করেছে ২০ বার। এই মাঠের প্রথম ইনিংসের গড় রান ১৬৯।

আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস-

GT vs MI: গুজরাটের বিপক্ষে একাদশে জোড়া বদল, হার্দিককে ভরসা দিতে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা !! 4
Image: Google Weather

শনিবার আহমেদাবাদের তাপমাত্রা ৩৬ ড্রিগি সেলসিয়াসে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে। তবে ম্যাচ চলাকালীন সন্ধ্যের দিকে তাপমাত্রা ২৭ থেকে ২৫ গ্ৰিডি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের (GT vs MI) ম্যাচের সময় বৃষ্টির সম্ভাবনা নেই বলে আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে। এই সময় বাতাস বইবে গড়ে ১১ কিমি বেগে। ম্যাচ চলাকালীন গড়ে ১৩ শতাংশ থাকবে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা। সন্ধ্যায় শিশির পড়ার সম্ভাবনা আছে।

ইনজুরি আপডেট-

GT vs MI: গুজরাটের বিপক্ষে একাদশে জোড়া বদল, হার্দিককে ভরসা দিতে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা !! 5
Jasprit Bumrah | Image: Getty Images

জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) বর্ডার গাভাস্কার ট্রফির শেষ টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে পিঠে চোট পান‌। তারপর থেকে তিনি মাঠের বাইরে রয়েছেন। এমনকি চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্সের এই তারকা পেসার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়েও অংশগ্রহণ করতে পারেননি। বর্তমানে তিনি বিসিসিআইয়ের চিকিৎসকদের পরামর্শে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তবে কবে মুম্বাই শিবিরে যোগ দেবেন তিনি তা এখনও জানা যায়নি। অন্যদিকে চোটের কারণে মুম্বাই ইন্ডিয়ান্স শিবির থেকে দক্ষিণ আফ্রিকান পেসার লিজাড উইলিয়ামস (Lizaad Williams) এবং আফগান স্পিনার আল্লাহ গাজানফর (Allah Ghazanfar) ইতিমধ্যেই বাইরে চলে গেছেন।

GT vs MI ম্যাচের লাইভ স্ট্রিমিং-

চলমান আইপিএলের ম্যাচগুলি টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। টুর্নামেন্টের নবম তম গুজরাট টাইটান্স বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচটিও এই চ্যানেলগুলোতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অনলাইনে শুভমান গিল বনাম হার্দিক পান্ডিয়ার মহারণ জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে সরাসরি সম্প্রচারিত করা হবে।

মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-

GT vs MI: গুজরাটের বিপক্ষে একাদশে জোড়া বদল, হার্দিককে ভরসা দিতে এন্ট্রি নিচ্ছেন এই তরুণ তারকা !! 6
Mumbai Indians | Image: Getty Images

ওপেনার: উইল জ্যাকস, রায়ান রিকেলটন

মিডল অর্ডার: সূর্যকুমার যাদব, তিলক বর্মা, নমন ধীর

ফিনিশার: হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রবিন মিঞ্জ,

বোলার: মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অর্জুন তেন্ডুলকর

উইকেটকিপার: রায়ান রিকেলটন

ইম্প্যাক্ট প্লেয়ার: রোহিত শর্মা, ভিগনেশ পুথুর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *