IPL 2025: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে জয় তুলে নিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। কিন্তু অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ওপর অনেক মুম্বাই সমর্থক ভরসা রাখতে পারছেন না। একের পর এক হারের সম্মুখীন হয়ে এই তারকা অলরাউন্ডার চলতি আইপিএলে সমালোচনার মুখে পড়েছিলেন। এবার এক সমর্থক সরাসরি মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন নিতা আম্বানির (Nita Ambani) কাছে রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার আবেদন করলেন।
Read More: ক্রিকেট প্রশাসনে প্রত্যাবর্তন সৌরভ গাঙ্গুলী’র, আইসিসি’র অন্দরেও এবার চলবে দাদাগিরি !!
রোহিতকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার আবেদন-

আইপিএলের ইতিহাসে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। রোহিত শর্মা (Rohit Sharma) এই দলকে অধিনায়ক হিসেবে ৫ টি ট্রফি এনে দিয়েছেন। তবে গত বছর হিটম্যানকে সরিয়ে দিয়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেন কর্মকর্তারা। কিন্তু এই তারকা অলরাউন্ডার মুম্বাইকে গত বছর আইপিএলের প্লে অফে জায়গা করে দিতে পারেননি। এমনকি এই বছর আইপিএলেও হার্দিকের নেতৃত্বে ৫ বারের চ্যাম্পিয়নরা একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়েছে। এর মধ্যেই রোহিত শর্মাকে (Rohit Sharma) অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার জন্য এক ভক্তের কাতর আবেদন সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। সমর্থকটি নিতা আম্বানিকে (Nita Ambani) সামনে পেয়ে হাত জোড় করে বলেন, “রোহিতকে ক্যাপ্টেন করুন ম্যাডাম।”
প্লে অফের দৌড়ে পিছিয়ে পড়েছে মুম্বাই-

এই বছর আইপিএলের প্রথম ম্যাচে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিয়েছিলেন। সেই ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হারের সম্মুখীন হন তারা। অন্যদিকে হার্দিক পান্ডিয়া (Hardik PandyaL অধিনায়কের দায়িত্বে এসে কলকাতার বিপক্ষে ৮ উইকেটে জয় পেলেও একের পর এক ম্যাচে পরাজিত হয়ে সমালোচনার মুখে পড়ে ৫ বারের চ্যাম্পিয়নরা। গুজরাট টাইটান্সের (GT) বিপক্ষে ৩৬ রানে লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিপক্ষে ১২ রানে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিপক্ষে ১২ রানে হারের সম্মুখীন হন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। তবে দিল্লি ক্যাপিটালসকে ১২ রানে পরাজিত করে নতুন করে ঘুরে দাঁড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (MI)। পরবর্তী ম্যাচে তারা ১৭ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামবে।