এশিয়ার মধ্যে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। তবে এখনও তারা কোনো আইসিসি (ICC) ট্রফি বা এশিয়া কাপ জয় করতে পারেনি। তবে এই বছর এশিয়া কাপে (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মাঠে নামতে চলেছে টাইগার বাহিনী। তারা এই টুর্নামেন্টের গ্রুপ ‘বি’তে আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কার সঙ্গে অবস্থান করছে। এর মধ্যেই এবার বাংলাদেশের অন্যতম সেরা স্পিনার মেহেদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) নিজের পছন্দের বোলার বাছাই করলেন যিনি আন্তর্জাতিক ক্রিকেটে ৫০ টিও উইকেট নিতে পারেননি।
Read More: ‘প্রিয়’ ফর্ম্যাটে ফিরলেন পৃথ্বী শ, এশিয়া কাপের আগেই শুরু করলেন অনুশীলন !!
মেহেদী হাসানের প্রিয় বোলার-

মেহেদী হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) স্পিনার হিসাবে আন্তর্জাতিক মঞ্চে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। তিনি ব্যাট হাতেও গড়েছেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। এখনও পর্যন্ত দেশের হয়ে মেহেদী ৫৪ টি টেস্ট ম্যাচে ২০৫ টি উইকেট সংগ্রহ করেছেন এবং ১০৮ টি ওডিআই ম্যাচে তুলে নিয়েছেন ১১৩ টি উইকেট। এবার ২৭ বছর বয়সী এই তারকা নিজের পছন্দের বোলারের নাম প্রকাশ করে রীতিমতো আলোচনায় উঠে এলেন।
অনেকেই মনে করেছিলেন তার পছন্দের বোলার হবেন মুত্তিয়া মুরলিধররন (Muttiah Muralidharan) বা রবিচন্দ্রন আশ্বিনের (Ravichandran Ashwin) মতো তারকা স্পিনার। কিন্তু তিনি সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়ে এক সাক্ষাৎকারে বলেন, “যার কথা বলবো হয়তো অনেকেই মনে করবে এটা কীভাবে সম্ভব। সবাই হয়তো অবাক হয়ে যাবেন। কিন্তু এটাই সত্যি যে আমার পছন্দের বলার হলেন রমেশ পাওয়ার (Ramesh Powar)।” উল্লেখ্য ডানহাতি অফ স্পিনার রমেশ ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে একেবারেই সফল নন। তিনি দেশের হয়ে মাত্র ৪০ টি উইকেট সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
এই কারণে পছন্দ রমেশ পাওয়ারকে-

তবে বিষয়টি মজা করে নয় সত্যিই ক্রিকেট জীবনে মেহেদী হাসানের (Mehidy Hasan Miraz) বোলিংয়ে প্রভাব ফেলেছেন রমেশ পাওয়ার (Ramesh Powar)। এই বিষয়ে তিনি বিস্তারিত উল্লেখ করে বলেন, “২০০৬ সালে আমি যখন ক্রিকেট খেলা শুরু করি তখন সাইড আর্ম অ্যাকশনে বোলিং করতাম। কিন্তু এই অ্যাকশনে বোলিং করতে আমার অসুবিধা হতো। কষ্ট পেতাম। এই রকম সময় ২০০৭ সালের বিশ্বকাপের পর ভারত বনাম বাংলাদেশের (IND vs BAN) একটি ম্যাচ চলছিল।
এই ম্যাচে আমি দেখি একটি মোটা মানুষ চশমা পরে কী সুন্দর অ্যাকশনে বল করছেন। তাতে বড়ো টার্নও হচ্ছে। ওনার বোলিং দেখে আমার ভালো লেগেছিল। তখন থেকেই আমি রমেশ পাওয়ারের (Ramesh Powar) মতো বোলিং করব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম।” উল্লেখ্য ভারতের অন্যতম অভিজ্ঞ এই স্পিনার আন্তর্জাতিক মঞ্চে সফল না হলেও প্রথম শ্রেণীর ক্রিকেটে তার ১৪৮ ম্যাচে ৪৭০ টি উইকেট সংগ্রহে আছে।