mega-auction-ahead-of-ipl 2025

IPL 2025: ক্রিকেটজনতার চর্চার কেন্দ্রে এখন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নয়া মরসুম। আয়োজক সংস্থা বিসিসিআই-এর পক্ষ থেকে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে ২২ মার্চ থেকে শুরু হবে প্রতিযোগিতা। প্রতিবারের মত এই বার অবশ্য সম্পূর্ণ মরসুমের নির্ঘন্ট প্রকাশ করা সম্ভব হয় নি বোর্ডের পক্ষে। নেপথ্যে দেশের সাধারণ নির্বাচন। নিরাপত্তাজনিত সমস্যা এড়ানোর জন্য আইপিএলের (IPL 2024) প্রথম ১৭ দিনের সূচি আপাতত প্রকাশ করা হয়েছে। থাকছে ২১টি ম্যাচ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশ্যে এলে সেই অনুযায়ী সূচির বাকি অংশটুকু প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। সম্পূর্ণ সূচি সামনে না এলেও আইপিএল নিয়ে উৎসাহে ভাটা পড়ে নি বিন্দুমাত্র। মাঠে বসে ব্যাট-বলের দ্বৈরথ দেখতে মুখিয়ে রয়েছে ক্রিকেটজনতা।

২০২৪-এর আইপিএল (IPL) নিয়ে উদ্দীপনা শুরু হয়েছিলো গত বছরের নভেম্বর থেকেই। গত ২৬ নভেম্বর নিজেদের রিলিজ ও রিটেনশন তালিকা প্রকাশ করেছিলো ফ্র্যাঞ্চাইজিগুলো। যেভাবে গুজরাত টাইটান্সের রিটেনশন তালিকায় নাম থাকা সত্ত্বেও ট্রেডিং উইন্ডো ব্যবহার করে বিপুল অর্থের বিনিময়ে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) দলে ফিরিয়েছিলো মুম্বই ইন্ডিয়ান্স, তা চমকে দিয়েছিলো সকলকে। ১৯ ডিসেম্বরের মিনি নিলামে দুবাইয়ের কোকা-কোলা এরিনাতে তৈরি হয় রেকর্ড। প্রথম ক্রিকেটার হিসেবে ২০কোটি টাকার গণ্ডী পেরোন প্যাট কামিন্স (Pat Cummins)। যান সানরাইজার্সে। তাঁর রেকর্ড মিনিটখানেকের মধ্যেই ভাঙেন, কামিন্সের স্বদেশীয় মিচেল স্টার্ক (Mitchell Starc)। অজি পেসারের জন্য ২৪ কোটি ৭৫ লক্ষ খরচ করে কলকাতা নাইট রাইডার্স।

Read More: বেটিংয়ের সঙ্গে জড়িয়ে গেল এই বিখ্যাত ক্রিকেটারের বোনের নাম, গারদের পিছনে এবার কাটবে সময় !!

নতুন করে দল গড়তে হবে দশ ফ্র্যাঞ্চাইজিকে-

IPL Trophy | Image: Getty Images
IPL Trophy | Image: Getty Images

২০২৪ মরসুমের নিয়ে উন্মাদনার মাঝেই ২০২৫ আইপিএল (IPL 2025)নিয়েও বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো বিসিসিআই। গত দুই বছরে দেখা গিয়েছে মিনি নিলাম। স্বল্পসংখ্যক ক্রিকেটারের মধ্যে থেকে পছন্দের তারকাদের বেছে নিয়ে দল গড়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কিন্তু ২০২৫-এ মিনি নয়, বরং মেগা অকশন আয়োজন করা হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধূমল (Arun Dhumal)। এর আগে ২০২২ সালে শেষ মেগা অকশন হয়েছিলো। তার তিন বছর পর আবার মেগা অকশন দেখা যাবে ভারতের ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগের আসরে। গত দুটি মিনি নিলাম আয়োজিত হয়েছিলো যথাক্রমে কোচি ও দুবাইতে। এই মেগা নিলাম দেশে আয়োজিত হবে নাকি দেশের বাইরে তা নিয়ে কোনো তথ্য মেলে নি এখনও। জানা যায় নি স্যালারি ক্যাপের উর্দ্ধসীমাও।

আইপিএলের (IPL) নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ২৫ জন ক্রিকেটার থাকতে পারেন একটি দলে। এর মধ্যে বিদেশী স্লট থাকে ৮টি। মিনি নিলামে দলগুলি যতখুশি সংখ্যক ক্রিকেটারকে ‘রিটেন’ বা ধরে রাখতে পারে। কিন্তু মেগা অকশনের ক্ষেত্রে সেই সুযোগ পাচ্ছে না তারা। সাক্ষাৎকারে আইপিএল (IPL) চেয়ারম্যান অরুণ ধূমল (Arun Dhumal) স্পষ্ট করে দিয়েছেন যে দলগুলি চারজন করে ক্রিকেটারকে রিটেন করার সুযোগ পাবে। বাকিদের নাম লেখাতে হবে নিলামের যুদ্ধে। ২০২৩-এর ডিসেম্বর মাসে সবাইকে পিছনে ফেলে সর্বোচ্চ মূল্য পেয়েছিলেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। আগামী মেগা অকশনে তাঁর রেকর্ড ভেঙে কেউ নয়া নজির স্থাপন করতে পারেন কিনা নজর থাকবে সেই দিকে। মেগা অকশনের আগে ফ্র্যাঞ্চাইজিরা কাদের ধরে রাখার সিদ্ধান্ত নেয়, তা নিয়েও ইতিমধ্যেই আগ্রহ জন্মেছে ক্রিকেটজনতার মধ্যে।

Also Read: IPL 2024: ট্রফি জিততে পাঁচজন খেলোয়াড়কে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বানাবেন হার্দিক, ব্যাটে-বলে করবে কিস্তিমাত !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *