সবেমাত্র শুরু করেছিলেন ক্রিকেট ক্যারিয়ার ইতিমধ্যেই স্বপ্ন ভেঙে চুরমার হল সারফারাজ খানের ভাই মুশির খানের (Musheer Khan)। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্ম হলেন মুশির। ২০২৩ সালে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন তিনি। ১লা অক্টোবর থেকে শুরু হতে চলেছে ইরানি কাপ ২০২৩-২৪ সালের বিজেতা রঞ্জি ট্রফির দল মুম্বাই খেলতে চলেছে রেস্ট অফ ইন্ডিয়া দলের বিরুদ্ধে। এবারে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত প্রদর্শন করেছিলেন মুশির খান (Musheer Khan)। যে কারণে মুম্বাই দলের হয়ে তাকে ইরানি কাপের দলে সুযোগ দেওয়া হয়েছিল, রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে দ্বিশত রান এবং ফাইনালে শতরান হাঁকিয়ে মুম্বাইয়ের ৩৬ তম রঞ্জি রফি জয়ে মস্ত বড় ভূমিকা রাখলেন মুশির।
ইরানি কাপে অংশ নিতে লখনৌ যাওয়ার পথে ঘটে গেল ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। মুম্বইয়ের তারকা ক্রিকেটার মুশির খান (Musheer Khan) দুর্ঘটনায় ঘাড়ে চোট পেয়েছেন এবং ফ্র্যাকচারও হয়েছে বলে জানা গিয়েছে। তড়িঘড়ি নিকটবর্তী মেদান্ত হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ভরতি করা হয় মুশিরকে। প্রাথমিকভাবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে বা মুশিরের চোট কতটা গুরুতর, সেই বিষয়ে কিছু জানা যায়নি। ১৯ বছর বয়সী তরুণ ক্রিকেটারের শারীরিক পরিস্থিতি নিয়ে আপডেট দিল মুম্বই ক্রিকেট সংস্থা।
Read More: চিরতরে বাংলাদেশ ছাড়ছেন শাকিব আল হাসান, খেলতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রে !!
মুশিরের শারীরিক অবস্থা নিয়ে বিজ্ঞপ্তি জারি করলো MCA

MCA-র তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, মুশির খানের (Musheer Khan) শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি এখন সচেতনে অবস্থাতেই রয়েছেন এবং ভয়ের কোনও কারণ নেই। তাঁর ঘাড়ের কাছে হাড় ভেঙেছে বলে জানিয়েছে সংস্থা। বিসিসিআই ও মুম্বই ক্রিকেট সংস্থার মেডিক্যাল টিম মুশিরের শরীরিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। মুম্বই দলের সঙ্গে ইরানি কাপ খেলতে লখনউয়ের পথে রওনা দেননি মুশির, বরং তিনি তাদের জন্মস্থান আজমগড় থেকে তার বাবা নৌশাদের সঙ্গে লখনউয়ের পথে রওনা হন তিনি। পথে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে মুশিরের এসইউভি দুর্ঘটনার কবলে পড়ে। ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়ি।
मुशीर खान की कार का एक्सीडेंट वीडियो आया सामने
◆ एक्सीडेंट में पूरी तरह से चकनाचूर हुई Fortuner कार
◆ इसी कार में सवार होकर जा रहे थे मुशीर #sarfarazkhan #musheerkhan #caraccident | Musheer khan Car Accident pic.twitter.com/oFuFuMqtfl
— News24 (@news24tvchannel) September 28, 2024
মুশিরের (Musheer Khan) ক্যারিয়ারের কথা বলতে গেলে, তিনি ৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন, ১৫ ইনিংসে ৫১.১৪ গড়ে ৭১৬ রান বানাতে সক্ষম হয়েছেন তিনি। ক্যারিয়ার জুড়ে তিনটি শতরান সহ একটি অর্ধশতরান হাকিয়েছেন তিনি।