আবারও প্রতারণার শিকার শ্রেয়াস আইয়ার, পেলেন না মুম্বই দলের ক্যাপ্টেন্সি !! 1

সপ্তাহের শুরুতেই এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছিল বিসিসিআই (BCCI)। এশিয়া কাপের জন্য প্রকাশিত হওয়া স্কোয়াডে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer)। ভারতীয় দলের মিডল অর্ডারের প্রতিভাবান ক্রিকেটার হলেন শ্রেয়াস। গত ২ বছরে ঘরোয়া ক্রিকেটে, আইপিএলে ও দেশের হয়েও একাধিক রান বানিয়েছেন। তবুও, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ও এশিয়া কাপের মঞ্চে জায়গা হলো না আইয়ারের। শ্রেয়াসকে এশিয়া কাপের দলে সুযোগ না দেওয়ায় টিম ম্যানেজমেন্টকে বেশ প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। বিসিসিআইয়ের সাথে মুম্বই ক্রিকেট এসোসিয়েশনও প্রতারণা করলো শ্রেয়াসের সাথে।

মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন রাহানে

শ্রেয়াস আইয়ার
Ajinkya Rahane | Image: Getty Images

গতকাল, সমাজ মাধ্যমে বার্তা দিয়ে মুম্বাইয়ের অধিনায়িকত্ব ছেড়েছেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। দীর্ঘদিন ধরে মুম্বাই দলের নেতৃত্বে থাকা রাহানে ব্যাটে রান না পাওয়ায় জাতীয় দলে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এবার, ভবিষ্যতের কথা ছেড়েই ক্যাপ্টেন্সি ছাড়লেন রাহানে। আর রাহানের অবসরের পর ধরে নেওয়া হয়েছিল যে, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা হিসেবে শ্রেয়াস আইয়ারকেই (Shreyas Iyer) মুম্বাই দলের অধিনায়ক করা হবে। কিন্তু মুম্বই ক্রিকেট এসোসিয়েশনের (MCA) অবাক করার মতো সিদ্ধান্তে তাঁকে এড়িয়ে ক্যাপ্টেন বানানো হলো শার্দুল ঠাকুরকে (Shardul Thakur)। ক্যাপ্টেন্সি না পেতেই উঠছে প্রশ্ন।

Read More: এশিয়া কাপের আগে বড় পরিবর্তন, প্রধান নির্বাচকের পদে বসছেন MS ধোনির পরম বন্ধু !!

প্রথমে বিসিসিআই, আর এবার MCA’এর কাছে প্রতারিত শ্রেয়াস। ভারতীয় দলে বহুবার উপেক্ষিত হয়েছেন শ্রেয়াস। চোটের কারণে ক্যারিয়ারের বেশিরভাগ সময় দলের বাইরে থাকতে হয়েছে তাঁকে। তবে, ধারাবাহিক ভাবে সুযোগ তাকে দেওয়া হয়নি। এমনকি, তাকে বিসিসিআইয়ের বার্ষিক চুক্তির থেকেও বাদ দেওয়া হয়েছিল। অনেকের মতে, বোর্ডের সিদ্ধান্তে বারবার ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। আর এবার মুম্বই ক্রিকেটের সিদ্ধান্তর উপর প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ক্যাপ্টেনসি পেলেন না শ্রেয়াস আইয়ার

Shreyas iyer, team india
Shreyas Iyer | Image: Getty Images

শার্দুল ঠাকুর প্রতিভাবান অলরাউন্ডার হলেও নেতৃত্বের অভিজ্ঞতায় শ্রেয়াস অনেক এগিয়ে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে জয়ী করানোর সাথে, দিল্লি ও পাঞ্জাব কিংসের মতন দলকে ফাইনালে তুলেছিলেন শ্রেয়স। ২০২৫’এর আইপিএলে তাঁর ব্যাটিং ও ক্যাপ্টেন্সি দুটোই ছিল একদম ‘পিকচার পারফেক্ট’। তবুও, শ্রেয়াসকে দায়িত্ব দিতে চাইলো না মুম্বই ক্রিকেট। BCCI- এর সাথে সাথে মুম্বই ক্রিকেটে শ্রেয়াসকে এভাবে উপেক্ষা করার পর নেটিজেনদের মনে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে- শ্রেয়াস আইয়ারের সঙ্গে প্রতারণা কতদিন চলবে?

Read Also: ৬,৬,৬,৬,৬,৪..’, এশিয়া কাপের আগে বিধ্বংসী রিঙ্কু সিং, দুরন্ত শতরানে দিলেন সমালোচনার জবাব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *