IPL 2025: ২০২২ থেকে আইপিএলে (IPL) অংশ নিচ্ছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। শুরুটা খারাপ করে নি তারা। প্রথম দুই মরসুমে পেয়েছিলো প্লে-অফের টিকিট। তৃতীয় মরসুম অর্থাৎ ২০২৪-এ খানিক হোঁচট খেতে হয়েছিলো লক্ষ্ণৌকে। ২০২৫-এ পরিস্থিতি বদলাতে স্কোয়াডে বড়সড় রদবদলের পথে হাঁটে টিম ম্যানেজমেন্ট। কে এল রাহুলকে (KL Rahul) ছেঁটে ফেলে ঋষভ পন্থকে (Rishabh Pant) বসানো হয় অধিনায়কের আসনে। দিল্লীর উইকেটরক্ষক-ব্যাটারকে দলে সামিল করতে ২৭ কোটি খরচ করতেও পিছপা হয় নি নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজি। তবে সেই বিশাল টাকার বাজি সাফল্য আনতে পারে নি দলে। এখনও অবধি ব্যাটিং ও অধিনায়কত্ব-দুই বিভাগেই হতাশ করেছেন ঋষভ। তবে তিনি একা নন, লক্ষ্ণৌর ১১ কোটির বিনিয়োগ মায়াঙ্ক যাদব’ও (Mayank Yadav) দলকে ফেলেছেন বড়সড় বিপদের মুখে।
Read More: “ওকে বাদ দেওয়া হয়েছে…” বিরাট কোহলির অবসর নিয়ে বিস্ফোরক মন্তব্য মহম্মদ কাইফের !!
চোটপ্রবণ মায়াঙ্ককে নিয়ে বিড়ম্বনায় লক্ষ্ণৌ-

২০২৩ থেকে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG) শিবিরে রয়েছেন মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর নিজে পছন্দ করে দলে সামিল করেছিলেন তাঁকে। কিন্তু সেবার মরসুম শুরুর ঠিক আগে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন মায়াঙ্ক। তাঁর বদলে দলে সামিল করা হয় অর্পিত গুলেরিয়াকে। ২০২৪-এ অবশেষে মাঠে নামার সুযোগ পান দিল্লীর ফাস্ট বোলার। তাঁর এক্সপ্রেস গতি চ্যালেঞ্জের মুখে ফেলেছিলো প্রতিথযশা ব্যাটারদের। নিয়মিত ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বা তাঁর বেশী গতিতে বোলিং করে জাতীয় নির্বাচকদেরও নজরে পড়েছিলেন তিনি। কিন্তু বিধি বাম। ২০২৪-এর আইপিএলে (IPL) তাঁর দাপট দীর্ঘস্থায়ী হয় নি। ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েই থামতে হয় তাঁকে। ফের চোট পেয়ে ছিটকে যান তরুণ স্পিডস্টার। তারপরও অবশ্য মায়াঙ্কে আস্থা রেখেছিলো লক্ষ্ণৌ। ১২ কোটি টাকায় রিটেন করা হয় তাঁকে।
প্রতিভা থাকলেও চোট-আঘাত বারবার পিছনে টেনে ধরেছে মায়াঙ্ককে (Mayank Yadav)। ২০২৪-২৫ মরসুমে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন নি পিঠের চোটের দরুণ। বেঙ্গালুরুর এনসিএ-তে গিয়েছিলেন রিহ্যাবের জন্য। কিন্তু সেখানে থাকাকালীন পায়ের আঙুলে সংক্রমণের কারণে পিছিয়েছিলো তাঁর প্রত্যাবর্তনের তারিখ। শেষমেশ বহু প্রতিকূলতা পেরিয়ে ২০২৫-এর আইপিএলে (IPL) যখন মাঠে ফেরেন তিনি, তখন আর আগের ছন্দে পাওয়া যায় নি তাঁকে। ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টা থেকে তাঁর বোলিং-এর গড় গতি নেমে এসেছিলো ১৪০ কিলোমিটার প্রতি ঘন্টারও নীচে। গতি কমিয়েও অবশ্য চোট-আঘাত এড়াতে পারেন নি ডান হাতি পেসার। মাত্র দুটি ম্যাচ খেলার পরেই ফের পিঠে আঘাত পেয়েছেন তিনি। এবারও ছিটকেই গিয়েছেন টুর্নামেন্টের বাকি অংশ থেকে। যে আস্থা তাঁর উপর দেখিয়েছিলো লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি, দিতে পারেন নি তার প্রতিদান।
বদলি খুঁজে নিলো সুপারজায়ান্টসরা-

তিন মরসুমে লক্ষ্ণৌ জার্সিতে মাত্র ৬টি ম্যাচ খেলতে পেরেছেন মায়াঙ্ক যাদব (Mayank Yadav)। তিনি ছিটকে যাওয়া য় এই মরসুমের বাকি ম্যাচগুলির জন্য লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি বদলি হিসেবে বেছে নিয়েছে নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রোর্ক’কে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নতুন বল হাতে নজর কেড়েছিলেন তিনি। ৩ কোটি টাকায় ও’রোর্ক’কে দলে নিয়েছে লক্ষ্ণৌ। ৩৮টি টি-২০তে কিউই পেসারের ঝুলিতে রয়েছে ৩৭টি উইকেট। ইকোনমি রেট ৭.৮০। গড় ২৭-এর কাছাকাছি। চোটের জন্য পাঞ্জাব কিংস শিবির ছেড়েছিলেন লকি ফার্গুসন। তাঁর বদলে প্রীতি জিন্টাদের ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিচ্ছেন কাইল জেমিসন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ থাকায় মাঝপথে আইপিএল (IPL) ছাড়ছেন গুজরাতের জস বাটলার ও মুম্বইয়ের উইল জ্যাকস’ও। তাঁদের বদলি হিসেবে নেওয়া হয়েছে কুশল মেন্ডিস ও জনি বেয়ারেস্টোকে।
Also Read: IPL 2025: নাইটদের চিন্তা বাড়িয়েছেন এই ক্যারিবিয়ান তারকা, খেলবেন না আইপিএলের বাকি ম্যাচগুলি !!