শক্তি বাড়লো ক্যাপ্টেন ঋষভ পন্থের, LSG দলে যোগ দিলেন শোয়েব আখতারের গুরু !! 1

IPL 2025: চলতি মরশুমে যত এগিয়ে চলেছে ততই জানো হাই ভোল্টেজ ম্যাচে পরিসংখ্যা বেড়ে চলেছে ইতিমধ্যেই আইপিএলের ৩১ ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে। পয়েন্ট তালিকার বিচারে শীর্ষস্থান দখল করে রয়েছে গুজরাট টাইটান্স। বাঁকি দলগুলিও বেশ ভালো প্রদর্শন দেখাচ্ছে এবারের আইপিএলের মঞ্চে। এবারের আইপিএলে ঋষভ পন্থকে (Rishabh Pant) ২৭ কোটি টাকা দিয়ে কিনে খবরের শিরোনামে উঠে এসেছিল লখনৌ সুপার জায়ান্টস (LSG) দলটি। আপাতত তিনটি জয় রয়েছে পন্থদের দখলে। এখনও পর্যন্ত লখনৌয়ের সেরা একাদশ মাঠে নামেনি, তবুও দলের খেলোয়াড়রা ক্রমাগত ভালো প্রদর্শন দেখিয়ে তিনটি জয় ছিনিয়ে নিয়েছে তাঁরা।

চোটের কারণে ছিটকে গিয়েছিলেন তারকা স্পিনের

Ipl 2025
Mayank Yadav | Image: Getty Images

টুর্নামেন্ট শুরুর আগে থেকেই চোট সমস্যায় ভুগছে লখনৌ সুপার জায়ান্টস। আবেশ খান, আকাশ দীপদের পেলেও প্রথম দিকের কয়েকটি ম্যাচে তাদেরকে দলে পায়নি LSG ব্রিগেড। পাশাপশি, দলের তারকা দুই লেসর মহসিন খান এবং মায়াঙ্ক যাদবের চোট নিয়ে ছিল সংশয়। মহসিন খানের বদলি হিসাবে লখনৌ দলে শার্দূল ঠাকুরকে (Shardul Thakur) পরিবর্তিত খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছিল লখনৌ। তবে, কামব্যাকের অপেক্ষা ছিল গতিদানব ‘মায়াঙ্ক যাদবের’। এ বার ঘটলো অপেক্ষার অবসান। অবশেষে মঙ্গলবার রাতে দলের সঙ্গে যোগ দিলেন ১১ কোটির তারকা পেসার মায়াঙ্ক যাদব।

লখনৌয়ের পক্ষ থেকে একটি ভিডিয়ো পোস্ট করে জানানো হয়েছে এই খুশির খবর। লখনৌ তাদের পরবর্তী ম্যাচটি আগামী ১৯ তারিখ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে চলেছে। এই ম্যাচে প্রথম বারের জন্য নামার সুযোগ পেতে পারেন মায়াঙ্ক। যদিও তার আগে তাঁকে কয়েকটা ফিটনেস টেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। সূত্রের খবর, এই পরীক্ষাগুলিতে উত্তীর্ণ হলে তবেই ম্যাচে নামার সবুজ সঙ্কেত পাবেন তিনি। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ২০২৪ সালে অক্টোবর মাসে ভারতীয় দলের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন মায়াঙ্ক।

লখনৌ দলে যোগ দিয়েছেন মায়াঙ্ক

Ipl 2025
Mayank Yadav | Image: Getty Images

তবে সেই সিরিজেই চোট পেয়েছিলেন এই তারকা পেসার। যে কারণে এতদিন ব্যাঙ্গালুরুর NCA-তে সময় কাটাচ্ছিলেন তিনি। সবে মাত্র বোর্ডের পক্ষ থেকে ছাড়পত্র পেয়েছেন তিনি। গত দুই বছরের মধ্যেই পাঁচবার পিঠে চোট পেয়েছেন মায়াঙ্ক। আপাতত লখনৌয়ের পেস আক্রমণকে এখন নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ পেসার শার্দূল ঠাকুর (Shardul Thakur), নিয়মিত ব্যাবধানে দলকে সাফল্য এনে দিতে সক্ষম হয়েছেন তারকা পেসার। তবে মায়াঙ্কের (Mayank Yadav) যোগদানের পরে, আরও শক্তিশালী হবে ঋষভ পন্থের দলের বোলিং আক্রমন।

Read Also: IPL 2025: চলতি ম্যাচে গুরুতর চোট পেলেন সঞ্জু স্যামসন, অনির্দিষ্টকালের জন্য আইপিএল থেকে পড়লেন বাদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *