IPL 2025: আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন মায়াঙ্ক যাদব, চিন্তার ভাঁজ LSG শিবিরে !! 1

IPL 2025: ২০২২ সালে আত্মপ্রকাশ করার পর লখনউ সুপার জায়ান্টাস (Lucknow Super Giants) টুর্নামেন্টে নিজেদের প্রভাব বিস্তার করেছে। এখনও পর্যন্ত ট্রফি না জয় করতে পারলেও পরপর দুবার প্লে অফে জায়গা করে নিয়ে নতুন দল হিসেবে চমক দিয়েছিল। কিন্তু গত বছর আইপিএলে লখনউ শেষ চারে নিজেদের জায়গা করতে নিতে পারেনি। ফলে এই বছর দলের কর্মকর্তারা মেগা নিলামকে কাজে লাগিয়ে নতুন করে দল সাজিয়েছেন। এর সঙ্গেই ২০২৪ আইপিএলে দুরন্ত পারফর্মেন্স করা মায়াঙ্ক যাদবের (Mayank Yadav) মতো পেসারকে তারা ধরে রেখেছে। কিন্তু আইপিএলে প্রথমার্ধে খেলতে পারবেন না এই ক্রিকেটার।

আইপিএলের প্রথমার্ধে নেই মায়াঙ্ক যাদব-

IPL 2025: আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন মায়াঙ্ক যাদব, চিন্তার ভাঁজ LSG শিবিরে !! 2
Mayank Jadav | Image: Getty images

এই বছর লখনউ সুপার জায়ান্টাস (LSG) ১১ কোটি টাকার বিনিময়ে মায়াঙ্ক যাদবকে (Mayank Yadav) দলে ধরে রেখেছে। কিন্তু সূত্র অনুযায়ী ২২ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএলের (IPL 2025) প্রথমার্ধে তিনি চোটের কারণে অংশগ্রহণ করতে পারবেন না। ফলে চিন্তায় রয়েছে লখনউ দল। উল্লেখ্য এই তরুণ তারকা পেসার গত বছর অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে অভিষেক করার পর চোট পান। তারপর থেকে তিনি বিসিসিআইয়ের (BCCI) চিকিৎসকদের পরামর্শে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এছাড়াও ২০২৪ আইপিএল চলাকালীনও মায়াঙ্ক চোট পেয়ে দলের বাইরে চলে গিয়েছিলেন। পিঠের নিচের দিকে চোট পেয়েছিলেন তিনি। তবে বর্তমানে এই তরুণ পেসার অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের (BCCI) সেন্টার অফ এক্সিলেন্সে এই ডানহাতি পেসার বোলিং শুরু করেছেন। ফলে এই বছর আইপিএলের দ্বিতীয়ার্ধে মায়াঙ্কের (Mayank Yadav) ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

সম্পূর্ণ ফিট মায়াঙ্ককে চায় লখনউ-

IPL 2025: আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন মায়াঙ্ক যাদব, চিন্তার ভাঁজ LSG শিবিরে !! 3
Mayank Jadav | Image: Getty images

দিল্লি ক্রিকেটার মায়াঙ্ক যাদব (Mayank Yadav) ২০ লক্ষ টাকার বিনিময়ে ২০২২ সালে লখনউ সুপার জায়ান্টাসে (LSG) যোগ দিয়েছিলেন। গত বছর আইপিএলে (IPL) অভিষেক করেই তিনি পাঞ্জাব কিংসের (PBKS) বিপক্ষে ২৭ রান দিয়ে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করে নেন। এর সঙ্গেই এই ডানহাতি পেসার ধারাবাহিকভাবে ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে হইচই ফেলে দিয়েছিলেন। ফলে মায়াঙ্ক জাতীয় নির্বাচকদেরও নজরে আসেন। বাংলাদেশের বিপক্ষে দেশের হয়ে সুযোগ পেয়েও ৩ টি টি-টোয়েন্টি ম্যাচে ৪ টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। ফলে এইরকম গুরুত্বপূর্ণ বোলারকে সম্পূর্ণরূপে ফিট হিসাবে পেতে চাইছে এলএসজি (LSG)। লখনউ দলের অন্যতম পরিচালক জাহির খান (Zahir Khan) জানিয়েছিলেন ফ্রাঞ্চাইজি বিসিসিআইয়ের চিকিৎসক দলের সাথে মায়াঙ্কের প্রত্যাবর্তন বিষয়ে আলোচনা করেছে। প্রাক্তন তারকা পেসার বলেন, “আমরা যতটা চাই মায়াঙ্ক (Mayank Yadav) আইপিএল খেলুক ততটাই চাই ও ১০০ শতাংশ নয় ১৫০ শতাংশ ফিট হয়ে উঠুক। তাই সেই পরিস্থিতিতে পৌঁছানোর জন্য আমরা মায়াঙ্ককে সবরকমভাবে সাহায্য করবো।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *