IPL 2025: "টুক টুক একাডেমীর হেড.."CSK'এর ব্যর্থতায় MS ধোনিকে কটাক্ষ করলেন ম্যাথু হেইডেন !! 1

IPL 2025: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) মতো জনপ্রিয় দলকে নিয়ে প্রতি বছর ক্রিকেটপ্রেমীদের মধ্যে উন্মাদনা লক্ষ্য করা যায়। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৪৩ বছর বয়সেও চেন্নাইয়ের হয়ে মাঠে নেমে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাচ্ছেন। সম্প্রতি এই তারকা ব্যাটসম্যান আবারও চেন্নাইয়ের অধিনায়ক হিসেবে ফিরে এসেছেন। কিন্তু দলের ধারাবাহিকভাবে ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছে ৫ বারের চ্যাম্পিয়নরা। ধোনির স্লো ব্যাটিং নিয়ে এবার কটাক্ষ করলেন ম্যাথু হেইডেন (Matthew Hayden)।

ধোনিকে কটাক্ষ ম্যাথু হেইডেনের-

IPL 2025: "টুক টুক একাডেমীর হেড.."CSK'এর ব্যর্থতায় MS ধোনিকে কটাক্ষ করলেন ম্যাথু হেইডেন !! 2
MS Dhoni | Image: Getty Images

গতকাল আইপিএলে চেন্নাই সুপার কিংস প্রথম ইনিংসে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে মাত্র ১০৩ রান সংগ্রহ করতে পেরেছিল। একের পর এক উইকেট হারিয়ে ধীর গতির ব্যাটিং শুরু করে ধোনি (MS Dhoni) বাহিনী। ম্যাচে ৬১ টি ডট বল খেলে চেন্নাই। এমনকি দলের প্রত্যাবর্তনকারী অধিনায়ক নিজেও ব্যাট করতে নেমে আগ্ৰাসী মনোভাব দেখাননি। ধোনি মাত্র ৪ বলে ১ রান করে মাঠ ছাড়েন। এই সময় ম্যাচের ধারাভাষ্যকার ম্যাথু হেইডেন (Matthew Hayden) এই তারকার ব্যাটিংকে ‘টুক টুক ব্যাটিং’ বলে কটাক্ষ করেন। এমনকি তিনি মজা করে বলেন “ধোনি (MS Dhoni) ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু তিনি টেস্ট ক্রিকেটের অভ্যাস বদলাতে পারছেন না।”

Read More: চলতি আইপিএলে সবচেয়ে বড়ো কামব্যাক করেও ছন্দ হারালেন তারকা খেলোয়াড়, পড়বেন দল থেকে বাদ !!

ব্যাট হাতে ধারাবাহিকভাবে ব্যর্থ ধোনি-

IPL 2025: "টুক টুক একাডেমীর হেড.."CSK'এর ব্যর্থতায় MS ধোনিকে কটাক্ষ করলেন ম্যাথু হেইডেন !! 3
MS Dhoni | Image: Getty Images

চেন্নাই সুপার কিংস (CSK) চলতি আইপিএলে ৬ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে লজ্জাজনক হারের সম্মুখীন হয়েছে। মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ৬ ম্যাচে করেছেন মাত্র ১০৪ রান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যাচ বেশিরভাগ সময় চেন্নাইয়ের হাতের বাইরে চলে গেলে তিনি ব্যাট করতে আসছেন‌। ফলে ধোনি (MS Dhoni) ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারছেন না। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিপক্ষে ২৬ বলে অপরাজিত ৩০ রান করেছিলেন। এটাই চলতি আইপিএলে এখনও পর্যন্ত এই তারকা ব্যাটসম্যানের করা সর্বোচ্চ রান। অন্যদিকে রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর বাকি মরসুমে ধোনি এখন চেন্নাইকে নেতৃত্বে দেবেন‌।

Read Also: IPL 2025: “সবার আগে বিদায় নেবে…”পরপর ৫ ম্যাচে হেরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়লো CSK !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *