গত বছরের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) এই বছর আইপিএলও (IPL 2026) অনেক প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল। কিন্তু আজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) নেতৃত্বে একের পর এক ম্যাচে হারের সম্মুখীন হয়ে প্লে অফেই পৌঁছাতে পারেনি তারা। এর ফলে আগামী মরসুমে মাঠে নামার আগে শক্তিশালী দল প্রস্তুত করতে তৈরি কর্মকর্তারা। তারা ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer), আন্দ্রে রাসেলের (Andre Russell) মতো তারকাদের ছেড়ে দিয়ে রীতিমতো চমক দেয়। এবার মিনি নিলামে ঝড় তুলল কেকেআর। লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) সঙ্গে টক্কর দিয়ে বিদেশি তারকাকে দলে নিল কলকাতা।
Read Also: টিম ইন্ডিয়ার জন্য খারাপ খবর, ব্যক্তিগত কারণে দল ছাড়লেন জসপ্রীত বুমরাহ !!
LSG’এর সঙ্গে টক্কর কলকাতার-

আজ কলকাতা নাইট রাইডার্স (KKR) পার্সে ৬৪.৩০ কোটি টাকা নিয়ে মাঠে নেমেছে। ফলে তারা মিনি নিলামে একাধিক চমক দেবে বলেই বিশেষজ্ঞরা মনে করছিলেন। রেকর্ড দামে তাড়া প্রথমেই ক্যামেরন গ্ৰিনকে (Cameron Green) দলে তুলে নেয়। অন্যদিকে মিনি নিলামে যখন শ্রীলঙ্কান তারকা পেসার মাথিশা পাথিরানার (Matheesha Pathirana) নাম আসে তখন দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে। কিন্তু লখনউ সুপার জায়ান্টস (LSG) দ্রুত লড়াইয়ে অবতীর্ণ হয়।
মুহূর্তেই পাথিরানার দাম ১০ কোটি টাকা ছাপিয়ে যায়। তাও দিল্লিকে টক্কর দিয়ে সঞ্জিব গোলেঙ্কা (Sanjiv Goenka) অকুতোভয়ে দাম বাড়িয়ে চলেছিলেন। ১৫.৮০ কোটি টাকায় পৌঁছানোর পর ডিসি নিজেদের হাত তুলে নেয়। এরকম সবাই চমক দিয়ে এন্ট্রি নেয় কলকাতা নাইট রাইডার্স (KKR )। এলএসজি ভেবেছিল তারা সহজেই পাথিরানাকে পেয়ে যাবে। কিন্তু তাদের পার্সে অর্থের পরিমাণ বাকি ছিল ২০.৯৫ কোটি টাকা। কেকেআর ১৮ কোটি টাকা পর্যন্ত লড়াইয়ে পৌঁছে গেলে সঞ্জীব গোয়েঙ্কার মুখ বন্ধ হয়ে যায়। তিনি আর বিডিং এগিয়ে নিয়ে যাওয়ার সাহস দেখাননি।
কলকাতায় মাথিশা পাথিরানা-

কলকাতা নাইট রাইডার্স ২০২৬ আইপিএলের আগে এনরিখ নোকিয়ার (Anrich Nortje) মতো তারকা পেসারকে ছেড়ে দিয়েছিল। ফলে সেই শূন্যতা পূরণ করার জন্য এবার মাথিশা পাথিরানাকে (Matheesha Pathirana) দলে নিয়ে এল নাইট বাহিনী। চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আইপিএলে আত্মপ্রকাশ করার পর দুরন্ত ফর্মে ছিলেন পাথিরানা। আইপিএলের (IPL 2026) এই সফল দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে জ্বলে উঠতে দেখা গিয়েছিল।
আইপিএলে তার ৩২ টি ম্যাচে মোট ৪৭ টি উইকেট সংগ্রহে আছে। জাতীয় দলের হয়েও তার অংশগ্রহণ করার অভিজ্ঞতা রয়েছে। ফলে এবার কলকাতার হয়ে এই শ্রীলঙ্কান তারকা কতটা জ্বলে উঠতে পারেন এখন সেটাই দেখার বিষয়।