বাংলাদেশ

ফের ম্যাচ ফিক্সিং-এর কালো ছায়া বাংলাদেশের ক্রিকেটে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট বিপিএল’কে ঘিরে ঘনিয়েছিলো গড়াপেটার মেঘ। বিসিবি’র দুর্নীতিদমন শাখারে রেডারে ছিলেন দশ জন ক্রিকেটার। সেই দশজনের মধ্যে ছয়জনের বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে বলেও খবর মিলেছিলো স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে। ফেব্রুয়ারিতেই ম্যাচ ফিক্সিং ও সতীর্থদের গড়াপেটাতে উৎসাহিত করার অভিযোগ ওঠে নারী ক্রিকেটার সহেলি আখতারের (Shohely Akhter) বিরুদ্ধে। আইসিসি’র কোড অফ কন্ডাক্টের পাঁচটি ধারা (২.১.১, ২.১.৩, ২.১.৪, ২.৪.৪ ও ২.৪.৭) লঙ্ঘনের অপরাধে সব ধরণের ক্রিকেট থেকে ৫ বছরের জন্য নির্বাসিত করা হয়েছে তাঁকে। পদ্মাপাড়ের ক্রিকেটে পরিস্থিতি যে গত কয়েকমাসে বিশেষ পালটায় নি তার প্রমাণ মিললো ঢাকা প্রিমিয়ার লীগে। ফের গড়াপেটায় জড়িয়ে নির্বাসিত হলেন এক ব্যাটার।

Read More: ভক্তদের জন্য দারুণ খবর, টিকিট ছাড়াই দেখা যাবে এশিয়া কাপের ম্যাচ !!

সাব্বিরকে নিষিদ্ধ করলো ACU-

Minhazul Abedin Sabbir | Image: Twitter
Minhazul Abedin Sabbir | Image: Twitter

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লীগে অংশ নিয়েছিলেন মিনহাজুল আবেদীন সাব্বির (Minhazul Abedin Sabbir)। গুলশন ক্রিকেট ক্লাবের বিরুদ্ধে একটি ম্যাচে ব্যাটিং করার সময় স্টাম্পড হন তিনি, তা জায়গা করে নিয়েছিলো চর্চার কেন্দ্রে। ইনিংসের ৪৪তম ওভারে স্টেপ আউট করে ক্রিজ থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। সাব্বিরের কাছে সুযোগ ছিলো ক্রিজে ফিরে আসার। কিন্তু ব্যাট ক্রিজের ভিতরে নিয়েও ফের বের করে নেন তিনি। গুলশন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনকে সুযোগ করে দেন স্টাম্পিং-এর। সাব্বির যে ইচ্ছাকৃত আউট হয়েছেন তা স্পষ্ট ধরা পড়েছিলো ক্যামেরায়। ম্যাচ ফিক্সিং-এর গন্ধ পেয়ে তদন্তে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যান্টি-করাপশন ইউনিট। সম্প্রতি রিপোর্ট প্রকাশ করেছে তারা। তথ্যপ্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত হয়েছেন সাব্বির। ঘটনায় বিদেশী যোগের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রিপোর্টে অ্যান্টি-করাপশন ইউনিট (ACU) জানিয়েছে, “তথ্যপ্রমাণ অনুযায়ী আমরা অন্তত ৫ বছরের নিষেধাজ্ঞার প্রস্তাব করছি। এই সময়সীমা বাড়িয়ে ৮ বা ১০ বছরও করা যেতে পারে। এই শাস্তির ফলে অপরাধের গুরুত্ব টের পাওয়া যায়। ভবিষ্যতে এই শাস্তি সতর্কবার্তা হিসেবে কাজ করবে। এর সাথে মহম্মদ আশরাফুলের ৮ বছরের নিষেধাজ্ঞার বিষয়টিও তুলনা করা যায়।” তদন্তে জানা গিয়েছে যে ঢাকা প্রিমিয়ার লীগ চলাকালীন একটি বিদেশী নম্বরের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন মিনহাজুল আবেদীন সাব্বির (Minhazul Abedin Sabbir)। ঐ নম্বরটি কোনো বুকি’র হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ঘটনায় কোনো আন্তর্জাতিক বেটিং সিন্ডিকেটের হাত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে অ্যান্টি-করাপশন ইউনিট। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমসহ মাঠের অন্যান্য জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পরামর্শো দিয়েছে তারা।

অনূর্দ্ধ-১৫ দলের বিরুদ্ধে হারলেন মেয়েরা-

Bangladesh U15 Cricket Team | Image: Twitter
Bangladesh U15 Cricket Team | Image: Twitter

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপ। যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশও। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই প্রশ্ন উঠে গেলো নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন টাইগ্রেসদের পারফর্ম্যান্স নিয়ে। প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি তিন দলীয় একটি টুর্নামেন্ট আয়োজন করেছিলো বিসিবি (BCB)। মেয়েদের ভাগ করা হয়েছিলো বাংলাদেশ গ্রিন ও বাংলাদেশ রেড দলে। এছাড়া অংশ নিয়েছিলো ছেলেদের অনূর্দ্ধ-১৫ দল। সম্মুখসমরে বাংলাদেশ রেড’কে ৮৭ রানে ও গ্রিন’কে ৪৭ রানে হারিয়ে দিয়েছে অনূর্দ্ধ-১৫ দলের কিশোররা। এই ‘অঘটনে’ কার্যত মাথায় হাত বোর্ড কর্তাদের। ব্যর্থতা স্বীকার করে সংবাদসংস্থা ক্রিকবাজকে এক কর্তা জানিয়েছেন “অনুর্দ্ধ-১৫ দলের বিরুদ্ধে হার চিন্তার বিষয় অবশ্যই। আর সত্যি বলতে আমাদের নারী দলের তুলনায় অন্যান্য ক্রিকেটীয় দেশগুলি অনেকখানি এগিয়ে।”

Also Read: এশিয়া কাপের আগেই আশার খবর, ভারতীয় দলের টাইটেল স্পন্সর হতে চলেছে এই বিখ্যাত সংস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *