ক্রিকেটের সঙ্গে আর্থিক সম্পর্ক বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্বজুড়ে বেটিং চক্রের রমরমা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। সহজে বড়লোক হওয়ার নেশায় সর্বস্বান্ত হচ্ছেন সাধারণ মানুষ। ফলে ফ্যান্টাসি অ্যাপের নিয়ন্ত্রণের জন্য ভারতীয় সরকার নতুন আইন পর্যন্ত পাশ করেছে। এর ফলে ড্রিম ইলেভেন’এর মতো জনপ্রিয় বেটিং অ্যাপ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তবে এর মধ্যেই এবার ভারতীয় ক্রিকেটে আবারও ম্যাচ গড়াপেটার কালো ছায়া পড়লো। এশিয়া কাপের (Asia Cup 2025) আগে যা নিয়ে ক্রিকেট মহলে রীতিমতো হইচই পড়ে গেছে।
Read More: “যুবরাজকে ধোনিও ভয় পেতো..”, যোগরাজ সিং’এর বিস্ফোরক মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল !!
ভারতীয় ক্রিকেটে বেটিংয়ের ছায়া-

আইপিএলের (IPL 2025) ধাঁচে ভারতের বিভিন্ন রাজ্যে সাম্প্রতিক সময় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ অনুষ্ঠিত হচ্ছে। তার মধ্যে উত্তরপ্রদেশ টি-টোয়েন্টি লিগও (UP T20 League 2025) জনপ্রিয়তা লাভ করেছে। এই টুর্নামেন্টে সাম্প্রতিক সময় রিঙ্কু সিং (Rinku Singh) দুরন্ত ফর্মে ছিলেন। এবার এই টি-টোয়েন্টি টুর্নামেন্টেই ম্যাচ গড়াপেটার খবর সামনে এলো। কাশী রুদ্রাস (Kashi Rudras) ফ্র্যাঞ্চাইজি দলের ম্যানেজার অরুণ চৌহান (Arun Chauhan) সম্প্রতি বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন।
তিনি দাবি করেছেন যে সম্প্রতি লখনউয়ের এক ব্যক্তি ইনস্টাগ্রামে ম্যাচ ফিক্সিং করার জন্য এক কোটি টাকা প্রস্তাব দেন। যার মাধ্যমে একটি নির্দিষ্ট প্লেয়ার যাতে বুকির পরামর্শ মতো পারফর্মেন্স করেন। এইভাবে সেই রহস্যময় ব্যক্তি ম্যাচ নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন। মার্কিন ডলারে অনলাইনের মাধ্যমে অর্থ পাঠানোর কথাও উল্লেখ করা হয়। যেই অ্যাকাউন্টের মাধ্যমে এই প্রস্তাব দেওয়া হয়েছিল তার নাম ভিপস নাকরানি। তিনি নিজেকে বেশ বড়ো বুকি বলেও দাবি করেছেন।
তদন্ত শুরু করেছে পুলিশ-

সূত্র অনুযায়ী ম্যাচ ফিক্সিং’এর জন্য কাশী রুদ্রাসের (Kashi Rudras) ম্যানেজার অরুণ চৌহানকে অতিরিক্ত ৫০ লক্ষ টাকা দেওয়ার লোভনীয় প্রস্তাব দেয় অভিযুক্ত ব্যক্তি। ফ্রাঞ্চাইজি দলের ম্যানেজার সঙ্গে-সঙ্গে লিগ কর্তৃপক্ষ ও বিসিসিআইয়ের (BCCI) দুর্নীতি দমন বিভাগে জানান। এরপরই সুশান্ত গল্ফ সিটি পুলিশ স্টেশনে এফআইআর করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে নড়ে চড়ে বসেছে প্রশাসন।
খুব তাড়াতাড়ি অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে এই বুকি অরুণ চৌহানকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ কল বা মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখতে বলেছিল। ফলে অন্য কোন দলের সঙ্গেও এই রহস্যময় অভিযুক্ত যোগাযোগ করেছিল কিনা তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রসঙ্গত এর আগে আইপিএলের (IPL 2025) মঞ্চের স্পট ফিক্সিংয়ের কলঙ্কিত ইতিহাস হিসেবে রয়ে গেছে।