ভারতীয় ক্রিকেট নিয়ে যখন চারিদিকে হইচই তখন বাংলার ক্রিকেট থেকে এক লজ্জাজনক ঘটনা সামনে আসছে। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন সিএবি পরিচালিত ক্রিকেটে কারচুপির (Match Fixing) গুরুতর অভিযোগ উঠেছে। সুপার ডিভিশন লিগের ম্যাচে বড় মাপের ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে। সল্টলেক করুণাময়ী স্টেডিয়ামে টাউন বনাম মহামেডান ক্লাবের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। তিনদিনের এই ম্যাচে প্রথম ইনিংসে লিড থাকায় টাউন পেয়েছে ৭ পয়েন্ট। তবে এই ম্যাচ ঘিরে এক সময়ের বিরাট কোহলির সতীর্থ যে অভিযোগ তুলেছেন তা নিয়ে শুরু হয়েছেল সিএবিও এই নিয়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।
কী আভিযোগ করেন শ্রীবৎস গোস্বামী?
তার সোশ্যাল মিডিয়া পেজ, শ্রীবৎস সেই গড়াপেটায় ঘেরা ম্যাচেই দুই আউটের ভিডিও পোস্ট করেছেন। ভিডিও পোস্ট করার সময় তিনি লিখেছেন, “এটি কলকাতা ক্লাব ক্রিকেট সুপার ডিভিশনের ম্যাচ। এই ভিডিওতে কি ঘটছে দেখুন? যা দেখা যাচ্ছে তাতে আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমি ক্রিকেট পছন্দ করি, আমি বাংলার জন্য ক্রিকেট খেলেছি। ক্লাব ক্রিকেট হল বাংলার ক্রিকেটের ঘর। ভিডিওতে যে বাহ্যিক দৃশ্য দেখা যাচ্ছে তাতে আমার মনে হয় এটাকে ‘গট আপ’ বলা হয়।”
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের একজন সদস্য শ্রীবৎস গোস্বামীর শেয়ার করা সেই ভিডিওতে একজন ব্যাটসম্যানকে সোজাসুজি উইকেটে করা বল ছেড়ে দিয়ে বোল্ড আউট হতে দেখা যাচ্ছে। তিনি সেই বলটি খেলার চেষ্টাই করেননি। অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে অন্য একজন বাঁ-হাতি ব্যাটসম্যানকে উইকেটের বাইরে বলকে ইচ্ছাকৃতভাবে এগিয়ে গিয়ে খেলার ছলে বোল্ড হতে দেখা যায়। এই দুই ভিডিও ম্যাচ গড়াপেটার ইঙ্গিত দিচ্ছে।
কঠোর সিদ্ধান্ত নিতে পারে সিএবি
এই বিষয়ে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এক সংবাদমাধ্যমকে বলেন, “এই ম্যাচ গড়াপেটার বিষয়টা নিয়ে যা শোনা শুনেছি। ওই দিন সেই ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা পর্যবেক্ষক ও আম্পায়ারদের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ২ মার্চ, অর্থাৎ শনিবার টুর্নামেন্ট কমিটির বৈঠক ডেকেছি। সব কিছু খতিয়ে দেখে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সিএবি এই গড়াপেটার ব্যাপরে খুবই কঠোর। যদি কিছু নিয়মবিরুদ্ধ কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই কঠিন সিদ্ধান্ত নেওয়া হবে”