কি চিন্তা ভাবনা করছেন নিজের একদিবসীয় ক্রিকেট কেরিয়ার সম্পর্কে। সেই বিষয়ে পাকাপাকি সিদ্ধান্ত নিতে বোর্ডের থেকে মাস দুয়েক সময় চাইলেন বাংলাদেশের একদিবসীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি মোর্তাজা। এর আগে মোর্তাজা জানিয়েছিলেন ২০১৯ এর বিশ্বকাপের পর ক্রিকেট কে বিদায় জানাবেন তিনি।কিন্ত বিশ্বকাপের পরের বছর গোটা বিষয়টি থেকে ইউ টার্ন নেন এই পেসার। জানান এখনই এবিষয়ে কোনও রকম পাকাপোক্ত সিদ্ধান্ত নিতে চাননা ।
বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক মাশরাফি।তার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট এক অন্যমার্গে পৌছায়।শুধুমাত্র তাই নয় ২০১৫ এর বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলে বাংলাদেশ তার নেতৃত্বে।এছাড়াও একাধিক সাফল্য এনে দিয়েছেন তিনি দেশকে। এমনকি বিশ্বকাপ শুরুর আগে আয়ারল্যান্ডের মাটিতে প্রথম বার মাল্টি ন্যাশনাল ট্রফি জেতার সুযোগ লাভ করে বাংলাদেশ তার নেতৃত্বে।আয়ারল্যান্ড এবং বাংলাদেশ ছাড়া এই সিরিজে খেলেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
অন্যদিকে বিশ্বকাপে দারুণ ভাবে শুরু করলেও শেষ অবধি সেমিফাইনালে পৌছাতে ব্যার্থ হয় বাংলাদেশ।এমনকি দলের স্বার্থে বিশেষ কিছু করে উঠতে পারেনি মোর্তাজা।আট ম্যাচে তিনি নিয়েছিলেন মাত্র একটি উইকেট।এছাড়া গোটা বিশ্বকাপে তিনি ভুগেছেন ফিটনেস সমস্যায়। সম্প্রতি বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে মোর্তাজার কাছে জানতে চাওয়া হয়েছিল তার পরবর্তী সিদ্ধান্ত সম্পর্কে।কারন ইতিমধ্যে ২০২৩ এর বিশ্বকাপের কথা মাথায় রেখে দল গড়ার কাজ শুরু করেছে বাংলাদেশ।
সম্প্রতি এবিষয়ে তাদের সাথে কথা হয়েছে মোর্তাজার।বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসানের মতে মোর্তাজা তাকে অনুরোধ করে দুই মাস সময় দেওয়ার জন্য।এমন কি তা মন্জুর করেছে বোর্ড।
প্রসঙ্গত, বিশ্বকাপের পর তিন ম্যাচের একদিবসীয় সিরিজ খেলেছে বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে।সেখানে খেলতে দেখা যায়নি মোর্তাজা কে। আসছে মাসে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ ছাড়াও আফগান এবং জিম্বাবোয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে তারা।শোনা যাচ্ছ জিম্বাবোয়ের বিপক্ষে একটি ম্যাচেই হয়তো ফেয়ারওয়েল দেওয়া হতে পারে মোর্তাজাকে।