martin-guptill-stormy-century-in-llc

২০১৫-র বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একাই ২৩৭* করেছিলেন মার্টিন গাপ্টিল (Martin Guptill)। কিউই তারকার বিক্রমে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সেদিন পড়েছিলো মুখ থুবড়ে। ১৬৩ বলে ২৪টি চার ও ১১টি ছক্কায় সাজানো সেই ইনিংসকে আজও বিশ্বকাপের মঞ্চে টপকে যেতে পারেন নি কেউই। রেকর্ডের মুকুট রয়েছে গাপ্টিলের মাথাতেই। ২০২২-এর পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেন নি তিনি। ঘরোয়া ক্রিকেটেও অংশ নেন না নিয়মিত। কিন্তু ব্যাট হাতে আজও যে হতে পারেন বিধ্বংসী তার প্রমাণ তিনি রাখলেন সুরাতের মাঠে। ভারতে আয়োজিত লেজেন্ডস ক্রিকেট লীগে সাদার্ন সুপারস্টারসের হয়ে খেলছেন তিনি। গতকাল কোণার্ক সুরিয়াসের সাথে ম্যাচ ছিলো গাপ্টিলের (Martin Guptill) দলের। কিউই ক্রিকেটের ঝোড়ো ইনিংসে ১৯৩ রানের লক্ষ্যমাত্রা’ও ১৬ ওভারেই ছুঁয়ে ফেলে সুপারস্টারসরা।

Read More: IPL 2025: “KL রাহুলকে যদি ছেড়ে দেয়…” লক্ষ্ণৌ সুপারজায়ান্টসে’কে বিশেষ পরামর্শ আকাশ চোপড়া’র !!

দুর্ধর্ষ ইনিংস খেললেন মার্টিন গাপ্টিল-

Martin Guptill | Image: Getty Images
Martin Guptill | Image: Getty Images

সরে দাঁড়িয়েছেন দীনেশ কার্তিক। ফলে সাদার্ন সুপারস্টারসের নেতৃত্ব আপাতত সামলাচ্ছেন বাংলার শ্রীবৎস গোস্বামী (Shreevats Goswami)। গতকাল গাপ্টিলের সাথে ওপেন করতে নেমেছিলেন তিনিই। ১৫ বলে ১৮ করে ফিরে যান। তিনে নামা হ্যামিল্টন মাসাকাদজা’ও স্থায়ী হন নি বেশীক্ষণ। ১৭ বলে ২০ রান করে প্রবীণ তাম্বে’র শিকার হন তিনি। ২ উইকেট তুলে নিতে পারলেও কিউই ওপেনারকে টলাতে পারে নি কোণার্ক সুরিয়াস। সুরাতের বাইশ গজে মহীরুহ হয়ে ওঠেন তিনি। স্ট্রোকের ফুলঝুড়ি দেখা গেলো নিউজিল্যান্ড তারকার ব্যাটে। প্রবীণ তাম্বে, শাহবাজ নাদীম, বিনয় কুমার, বেন লাফলিনদের মত বোলার গতকাল মাঠে নেমেছিলেন কোণার্ক সুরিয়াসের জার্সিতে। কিন্তু গাপ্টিলের (Martin Guptill) ‘অ্যান্টিডোট’ খুঁজে পান নি কেউই। ক্রিকেটের পরিভাষায় ‘ব্যাট ক্যারি’ করেন তিনি। অর্থাৎ ওপেন করতে নেমে ইনিংসের শেষ অবধি থাকেন নট-আউট।

গাপ্টিল (Martin Guptill) ঝড়ে গতকাল খড়কুটোর মত উড়ে গেলেন কোণার্ক সুরিয়াসের বোলার নবীন স্টূয়ার্ট। একবার নয়, দু’বার কিউই তারকার ‘রোষের’ শিকার হলেন তিনি। ইনিংসের ষষ্ঠ ওভারে নবীন’কে পাঁচটি ছক্কা হাঁকান গাপ্টিল। কেবল চতুর্থ ডেলিভারিটি আছড়ে পড়ে নি গ্যালারিতে। তবে সেটিতেও বাউন্ডারি মেরেছিলেন প্রাক্তন ‘ব্ল্যাক ক্যাপস’ ওপেনার। ১৫তম ওভারে ফের মুখোমুখি হন গাপ্টিল ও স্টুয়ার্ট (Naveen Stuart)। এবারও বাজিমাত ব্যাটিং কিংবদন্তির’ই। নন-স্ট্রাইকার পবন নেগি প্রথম বলে সিঙ্গল নিয়ে গাপ্টিলকে স্ট্রাইক রেট। পরের তিনটি বল উড়ে যায় মাঠের বাইরে। চতুর্থটিতে চার মারেন গাপ্টিল। আবার তার পরের ডেলিভারিটিতে ফের হাঁকান ছক্কা। হতদ্যম স্টুয়ার্ট ২ ওভারে গতকাল খরচ করেন ৬৩ রান। ইকোনমি রেট ৩১.৫০। ক্রিকেট ইতিহাসে এহেন ইকোনমি রেট আগে দেখা গিয়েছে কিনা তা নিয়ে হতে পারে চর্চা।

দেখুন গাপ্টিলের ধুন্ধুমার ব্যাটিং-

মার্টিন গাপ্টিলের কেরিয়ার পরিসংখ্যান-

Martin Guptill | Image: Getty Images
Martin Guptill | Image: Getty Images

মার্টিন জেমস গাপ্টিল (Martin Guptill) নিউজল্যান্ডের হয়ে প্রথম মাঠে নামেন ২০০৯ সালে। টেস্ট খেলেছেন ২০১৬ অবধি। ওডিআই ও টি-২০তে কালো জার্সিতে তাঁকে দেখা গিয়েছে ২০২২ অবধি। কেরিয়ারে ৪৭ টেস্ট ম্যাচে ২৯.৩৮ ব্যাটিং গড়ে তিনি করেছেন ২৫৮৬ রান। শতকের সংখ্যা ৩, অর্ধশতক ১৭টি। ‘হোয়াইট বল স্পেশ্যালিস্ট’ হিসেবে পরিচিত গাপ্টিল খেলেছেন ১৯৮টি ওয়ান ডে। ৪১.৭৩ গড়ে তিনি করেছেন ৭৩৪৬ রান। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেছেন ১৮ বার। অর্ধশতকের সংখ্যা ৩৯টি। নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ ওডিআই রান সংগ্রাহক তিনি। টি-২০তে দেশের প্রতিনিধিত্ব করেছেন ১২২টি ম্যাচে। ৩১.৮১ গড়ে করেছেন ৩৫৩১ রান। কালো জার্সিতে তাঁর চেয়ে বেশী রান নেই কারও। ২০ টি অর্ধশতক করেছেন। শতকের মাইলস্টোন ছুঁয়েছেন ২ বার।

Also Read: কোচ গম্ভীরের পরিকল্পনা প্রকাশ্যে, সূর্যের অনুপস্থিতিতে হার্দিক নয়, বরং এই খেলোয়াড় সামলাবেন নেতৃত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *