আগামী মাস থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফি (Champions Trophy 2025)। পাকিস্তানের মাটিতে এই ট্রফির আসর বসতে চলেছে। যদিও ভারতীয় দলের কারণে শুধু পাকিস্তান নয় বরং দুবাই এর কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে। কেবলমাত্র ভারতীয় দলের ম্যাচগুলোই দুবাইতে খেলা হবে। অন্যদিকে বাকি ম্যাচগুলি পাকিস্তানের তিনটি ভেন্যুতে অনুষ্ঠিত হতে চলেছে। ইতিমধ্যেই পাকিস্তান মাঠের পরিকাঠামো তৈরিতে ব্যস্ত দেশের ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির অবহে অবসর ঘোষণা করেছেন দেশের কিংবদন্তি খেলোয়াড়। দেশের এই তারকা খেলোয়াড় দেশের জার্সিতে ৩৬৭ টি ম্যাচ খেলেছেন পাশাপশি বিশ্বকাপ ইতিহাসের অনন্য রেকর্ড তার নামেই নামাঙ্কিত রয়েছে।
প্রসঙ্গত, ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে অভিষেক হয়েছিল কিউই তারকা ক্রিকেটার মার্টিন গুপ্তিলের (Martin Guptill)। ২০১৬ সালের পর টেস্ট দলে জায়গা না পেলেও তিনি ২০২২ সাল পর্যন্ত কিউই দলের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৯ সালের শুরুতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে অভিষেক হয়েছিল তার। এরপর সিডনিতে ফেব্রুয়ারির দিকে টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছিল তার। একই বছরের মধ্যেই ভারতের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল তার। এমনকি গুপ্তিল ভারতের বিরুদ্ধেই ২০১৬ সালে তার শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন। ২০২২ সালের সেপ্টেম্বরে নিজের শেষ ওডিআই ম্যাচ খেলেন গুপ্তিল।
অবসর ঘোষণা করলেন তারকা খেলোয়াড়
এরপর ২০২২ সালে অক্টোবরে মাসে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছিলেন। তার অবসরের ফলে এক বর্ণময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। গুপ্তিলের ক্যারিয়ারের কথা বলতে গেলে, ৪৭টি টেস্টে তিনটি শতরান ও ১৭টি অর্ধ-শতরানের বিনিময়ে ২৫৮৬ রান বানিয়েছেন, ১৯৮ টি ওডিআই ম্যাচে ১৮টি সেঞ্চুরি ও ৩৯টি অর্ধ-শতরান সহ ৭৩৪৬ রান বানিয়েছেন। পাশাপশি, টি-টোয়েন্টি ফরম্যাটে ১২২ ম্যাচে ২টি শতরান ও ২০টি অর্ধ-শতরান সহ ৩৫৩১ রান বানিয়েছেন। কিউই ব্যাটসম্যানদের মধ্যে ওডিআই ফরম্যাটে গুপ্তিল রস টেলর ও স্টিফেন ফ্লেমিংয়ের পর তৃতীয় সর্বাধিক রান বানিয়েছেন। এমনকি টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি কিউইদের হয়ে সর্বাধিক রান বানিয়েছেন। একমাত্র কিউই ব্যাটসম্যান হিসেবে ডবল হান্ড্রেড হাঁকানোর রেকর্ড তার নামেই রয়েছে। ২০১৫ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩৭ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন তিনি বিশ্বকাপের মঞ্চে এটি সর্বাধিক স্কোর। পাশাপশি, টি২০ আন্তর্জাতিকে সবচেয়ে বেশি ছয় মারার নিরিখেও হিটম্যান রোহিত শর্মার ২০৫টি ছক্কার পর দ্বিতীয় স্থানে হয়েছেন গুপ্তিল। এই ফরম্যাটে ১৭৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।
অবসর নেওয়ার সময় বিবৃতিতে গুপ্তিল জানিয়েছেন, “দেশের হয়ে খেলার স্বপ্ন ছোটবেলা থেকেই ছিল, দেশের জার্সিতে ৩৬৭টি ম্যাচ খেলতে পেরে আমি কৃতজ্ঞ। আমি গর্বিত। আমার সহকর্মী ও এসময় যারা আমাকে নানান ভাবে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদজ্ঞাপন করতে চাই।”