IPL 2025: টানা চার ম্যাচ জিতে একানা স্টেডিয়ামে পা রেখেছিলো গুজরাত টাইটান্স (GT)। কিন্তু পরপর পাঁচ জয়ের স্বপ্ন সফল হলো না তাদের। লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিরুদ্ধে হারতে হলো ৬ উইকেটের ব্যবধানে। টসে জিতে প্রথম বোলিং-এর সিদ্ধান্ত নিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। সাই সুদর্শন ও শুভমান গিলের জোড়া অর্ধশতকের সৌজন্যে শুরুটা বেশ ভালো করেছিলো টাইটান্স শিবির। কিন্তু চাপ ধরে রাখতে পারে নি তারা। লক্ষ্ণৌ’র অনবদ্য ডেথ বোলিং-এ তাদের ১৮০তেই আটকে থাকতে হয়। রান তাড়া করতে নেমে অনবদ্য ক্রিকেট উপহার দেন এইডেন মার্করাম (Aiden Markram) ও নিকোলাস পুরান। দু’জনেই পেরোন অর্ধশতকের গণ্ডী। শেষমেশ আয়ুষ বাদোনির ২৮ রানের ঝোড়ো ইনিংস তিন বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে দেয় নবাবের শহরের ফ্র্যাঞ্চাইজিকে।
Read More: ঝকঝকে আলোয় বল হারিয়ে ফেললেন ঈশান কিষান, ভিডিও ভাইরাল !!
মাঝ পথেই দেশে ফিরলেন মিচেল মার্শ
তারকা ওপেনার মিচেল মার্শকে (Mitchell Marsh) ছাড়াই লক্ষ্ণৌ সুপারজায়ান্টস হারিয়ে দিলো গুজরাত টাইটান্সকে (GT)। চলতি আইপিএলে (IPL) দারুণ ছন্দে রয়েছেন অস্ট্রেলীয় তারকা। ইতিপূর্বে পাঁচটি ম্যাচ খেলেছেন তিনি। দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএলের (IPL) প্রথম ম্যাচে ৭২ করেছিলেন তিনি। সানরাইজার্সের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ৫২। পাঞ্জাবের বিরুদ্ধে তৃতীয় ম্যাচটিতে খাতা খোলার আগেই ফিরতে হয়েছিলো ঠিকই কিন্তু মুম্বই ও কলকাতার বিপক্ষে এরপরের দুটি ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৬০ ও ৮১। আজ টসের সময় অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant) জানান যে কন্যাসন্তানের অসুস্থতার কারণে মাঠে নামতে পারছেন না মার্শ। অসুস্থতা ঠিক কতটা গুরুতর তা নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য সামনে আনে নি লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজি। ফলে উদ্বেগ বেড়েছে সমর্থকদের মধ্যে। দেশে ফিরবেন মার্শ? আশঙ্কায় অনেকে।
ইনিংসের শুরুয়ারে নামেন পান্থ
মার্শ না খেলায় আজ ওপেনার হিসেবে মাঠে নামেন ঋষভ পন্থ। ২৭ কোটি খরচ করে তাঁকে দলে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কারা। আইপিএলের প্রথম কয়েকটি ম্যাচে চার নম্বরে ব্যাট করে আহামরি রান পান নি তিনি। আজ ওপেন করেও পেলেন না উল্লেখযোগ্য সাফল্য। আগাগোড়াই নড়বড়ে লেগেছে তাঁকে। মহম্মদ সিরাজের বিরুদ্ধে র্যাম্প শট খেলতে গিয়ে স্টাম্পের পিছনে ক্যাচ দিয়ে বসেছিলেন। জস বাটলার তা ফস্কানোয় দ্বিতীয় জীবন পান। তবুও পারেন নি ইনিংস দীর্ঘায়িত করতে। অতি আগ্রাসী হতে গিয়ে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ধরা পড়েন ওয়াশিংটন সুন্দরের হাতে। ১৮ বলে ২১ করে থামতে হয় তাঁকে। মার্শ (Mitchell Marsh) যদি মরসুমের বাকি ম্যাচগুলিতে খেলতে না পারেন তাহলে নিঃসন্দেহে বিকল্প ওপেনারের সন্ধান করতে হবে লক্ষ্ণৌকে। এই মুহূর্তে পন্থের পক্ষে তাঁর বিকল্প হয়ে ওঠা সম্ভব নয় বলেই মত বিশেষজ্ঞদের।