শুভমন গিলের থেকে এই প্রশ্নের উত্তর নিয়েই ছাড়বেন, বড় বার্তা মার্নাস লাবুশানের 1

চলতি টেস্ট সিরিজে ব্যাট ও বলের লড়াই ছাড়াও অত্যন্ত আকর্ষণীয় বিষয় হিসেবে দেখা গিয়েছে স্লেজিং ও মৌখিক লড়াই। দুই দলের খেলোয়াড়রাই কার্যত মজার ছলে একে অপরকে নিয়ে কথা বলেই চলেছে। উত্তেজক মুহুর্ত তৈরি না হলেও বেশ মজার মুহুর্ত গড়ে উঠছে এই টেস্ট সিরিজে তা বলাই যায়।

শুভমন গিলের থেকে এই প্রশ্নের উত্তর নিয়েই ছাড়বেন, বড় বার্তা মার্নাস লাবুশানের 2

দ্বিতীয় টেস্টে এই বিষয়ে যদি শিরোনাম কেড়ে নিয়ে থাকেন ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। আর চলতি সিডনি টেস্টে সমস্ত আকর্ষণ নিয়ে নিয়েছেন মার্নাস লাবুশানে। প্রথম ইনিংসে দুরন্ত ৯১ রানের ইনিংস খেলার পর ফিল্ডিংয়ের সময় একের পর এক মন্তব্য করে গিয়েছেন ভারতের দুই ওপেনারকে নিয়ে, যা শুনে হাসিতে লুটিয়ে পড়েছিলেন ধারাভাষ্যকাররা।

ആരാണ് ഇഷ്‌ടതാരം ? ക്വാറന്റെെനിൽ എന്തായിരുന്നു പരിപാടി ? വേറിട്ടൊരു  സ്ലെഡ്‌ജിങ്, വീഡിയോ- Marnus Labuschagne Sledging India vs Australia Test  Gill and Rohit Sharma

ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্ককে ব্যাট করেন শুভমন গিল। আর সেই সময় শর্ট লেগে দাঁড়িয়ে থাকা মার্নাস লাবুশানে গিলকে জিজ্ঞাসা করেন, “পছন্দের খেলোয়াড়? কে তোমার পছন্দের খেলোয়াড়?” আর সেই সময় এর জবাবে শুভমন গিল বলেন, “আমি তোমায় ম্যাচের পর বলব।” কিন্তু তা সত্ত্বেও দমে যাননি লাবুশানে, আবারও তিনি এই প্রশ্নটি খোঁচা দিয়ে বলেন গিলকে, “ম্যাচের পরে? শচিন? নাকি বিরাট?” 

কিন্তু প্রশ্ন এটিই ছিল, ম্যাচের পর আদৌ শুভমন গিল নিজের পছন্দের খেলোয়াড়ের নাম বলেছিলেন? অর্ধশতরান করার পরে আউট হওয়ার পর সেভাবে কথা হয়নি দুজনের মধ্যে। কিন্তু শুভমন গিলের থেকে এই বিষয়ে উত্তর নিয়েই ছাড়বেন, তা নিশ্চিত করলেন লাবুশানে। পাশাপাশি নিজেদের মধ্যেকার বার্তালাপকে মজার বলে দাবি করলেন মার্নাস।

Marnus Labuschagne Teases Shubman Gill, Asks His Favourite Player Between  Virat Kohli And Sachin TendulkarMarnus Labuschagne Teases Shubman Gill, Asks His Favourite Player Between  Virat Kohli And Sachin Tendulkar

দ্বিতীয় দিনের খেলার শেষে এই বার্তালাপ নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন লাবুশানে। তিনি বলেছেন, “আমি শুধু ওনাকে কিছু বন্ধুত্বমূলক প্রশ্ন করেছিলাম। কিন্তু উনি আমায় উত্তর দেননি। তো, এটা খুবই হতাশাজনক। আমি মাঠের মধ্যে উপভোগ করি। আমি রেগে গিয়ে কিছুই বলিনি। আমি শুধু ওনাকে প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, যেমন কে ওনার প্রিয় খেলোয়াড়। কিন্তু তাঁর উত্তর দেননি উনি, যদিও আমি ওনার সাথে কথা বের করে আনব, চিন্তা করবেন না।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *