বিশ্বকাপ শেষ হতেই বড় সিদ্ধান্ত তারকা অলরাউন্ডারের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিলেন বিদায় !! 1

গতকাল নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের ঐতিহাসিক ১৩তম আসরের ফাইনাল ম্যাচ। রুদ্ধশ্বাস সেই লড়াইয়ে মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা। দুই দলের কাছে এটি ছিল প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। ভারতীয় দল আগে দুই বার বিশ্বকাপ ফাইনালে পৌঁছিয়েও জয় সুনিশ্চিত করতে হয়েছিল ব্যার্থ। গতকাল ম্যাচের কথা বলতে গেলে, ভিজে আউটফিল্ডের কারণে ম্যাচ শুরু হতে দুই ঘণ্টা বিলম্ব হয়েছিল। ওভার সংখ্যা না কমিয়েই শুরু হয়েছিল উইমেন্স ওয়ার্ল্ড কাপের ফাইনাল। টস জিতে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্ট বোলিং করার সিদ্ধান্ত নেন। প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৯৮ রানের বড় স্কোর তুলেছিল।

প্রথম বিশ্বকাপ জয় টিম ইন্ডিয়ার

হারমানপ্রীত কৌর, বিশ্বকাপ
Team India | Image: Twitter

ভারতের পক্ষে ওপেনার শেফালি ভার্মা অসাধারণ ব্যাটিং করে ৮৭ রান করেন, আর অলরাউন্ডার দীপ্তি শর্মা করেন ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। দক্ষিণ আফ্রিকার হয়ে আয়াপং কাকা নেন ৩ উইকেট। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৫.৩ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৬ রানে গুটিয়ে যায়। ভারতের পক্ষে স্পিনার দীপ্তি শর্মা ৫টি ও শেফালি ভার্মা ২টি উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার একমাত্র উজ্জ্বল দিক ছিলেন অধিনায়ক ওলভার্ট, যিনি লড়াকু সেঞ্চুরি (১০১ রান) করেন। শেষ পর্যন্ত ভারত ৫২ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপের মুকুট জয় করে।

Read More: “স্বার্থপর ছাড়া কিছুই নয়..”, হরমনপ্রীত কৌররা বিশ্বকাপ জেতার পর সমালোচনার মুখে সৌরভ গাঙ্গুলী !!

অবসরের পথে তারকা খেলোয়াড়

বিশ্বকাপ শেষ হতেই বড় সিদ্ধান্ত তারকা অলরাউন্ডারের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিলেন বিদায় !! 2
Marizanne Kapp | Image: Getty Images

এই ঐতিহাসিক জয়ের পর দেশজুড়ে শুরু হয় উৎসবের ঢেউ। তাছাড়া, ম্যাচ শেষে এক হৃদয়স্পর্শী মুহূর্ত দেখা যায়। পরাজয়ের কষ্টে কেঁদে ফেলেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার মারিজান কাপ। তখন ভারতের রাধা যাদব ও জেমিমা রদ্রিগেজ এগিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দেন। দক্ষিণ আফ্রিকার সবথেকে অভিজ্ঞ খেলোয়াড় হলেন এই মারিজান কাপ। ২০০৯ সাল থেকে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলছেন তিনি। একেরপর এক বিশ্বকাপে অংশ নিয়েছেন তিনি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ম্যাচে অংশ নিয়ে পরাজয় দেখতে হয়েছে তাঁকে। সূত্রের দাবি, মারিজান কাপ গতকাল দক্ষিণ আফ্রিকার হয়ে শেষ ওডিআই ম্যাচটি খেলে ফেলেছেন। ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই ক্যারিয়ার শেষ করতে চলেছেন তিনি।

Read Also: “মেয়েদের ক্রিকেট খেলার কোনো দরকার নেই…” হারমান-স্মৃতিদের নিয়ে বিতর্কিত বয়ানে শিরোনামে সৌরভ গাঙ্গুলি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *