WPL ফাইনাল হেরে ভেঙে পড়লো দিল্লি ক্যাপিটালস দলের তারকা, মাঠের মধ্যেই অঝোরে ঝরালেন জল !! 1

গতকাল সমাপ্ত হয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগের (WPL 2025) মেগা ফাইনাল। আবার একবার ফাইনালের মঞ্চে পৌঁছে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস। টানা তৃতীয়বারের জন্য মহিলা দের প্রিমিয়ার লিগে পৌঁছে যায় মেগ ল্যানিং-এর (Meg Lanning) দিল্লি ফ্রাঞ্চাইজি। WPL ইতিহাসে ফাইনাল পৌঁছানোর হ্যাটট্রিক করেও এখনও পর্যন্ত ট্রফির মুখ দেখলো না দিল্লি ফ্রাঞ্চাইজি। অন্যদিকে তিন বারের মধ্যে দুইবার ফাইনালে পৌঁছে দুবারেই ট্রফি জয় করে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। অবশ্য দুই বারেই মুম্বাইয়ের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালসই ছিল। শুধুমাত্র ২০২৪ সালের ডব্লিউপিএল এর ফাইনালে মুম্বাই এর জায়গায় ফাইনাল খেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের মহিলারা। সেবারেও ট্রফির মুখ দেখেনি ফ্রাঞ্চাইজিটি।

দ্বিতীয় WPL শিরোপা জিতলো মুম্বই

Wpl
Mumbai Indians | Image: Getty Images

মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে, দিল্লি ক্যাপিটালস টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল। যার ফলে প্রথমেই ব্যাটিং করতে এসেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ৪৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেন যার মধ্যে ৯টি চার এবং ২টি ছক্কা ছিল। পাশাপশি, ইংলিশ সুপারস্টার ন্যাট সিভার-ব্র্যান্ট ৩০ রানের অবদান রাখেন। এর ফলে, মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান বানিয়ে ফেলেছিল। দিল্লি ক্যাপিটালস দলের হয়ে অসাধারণ বোলিং প্রতিভা দেখিয়েছেন মেরিজান কাপ।

Read More: IPL-এর আগেই শক্তি বাড়লো বিরাট কোহলির, কেকেআরের এই অস্ত্রকে নিলেন ছিনিয়ে !!

শুরুতেই ৪ ওভার বোলিং করেন তিনি এবং মাত্র ১১ রান দিয়ে ২ উইকেট তুলে নেন তিনি। ২০ ওভারে ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি ক্যাপিটালস প্রত্যাশিত শুরু করতে পারেনি। তারা মাত্র ৬৬ রানের মাথায় অর্ধেক দলকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। এই পর্যায়ে, ৬ নম্বরে ব্যাটিং করতে নেমে মারিজান ক্যাপ দুর্দান্ত ব্যাটিং দেখিয়েছিলেন। মাত্র ২৬ বলে ৫টি চার এবং ২টি ছক্কায় ৪০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন।

মাঠেই ভেঙে পড়লেন মারিজান কাপ

Marizanne Kapp, wpl
Marizanne Kapp | Image: Twitter

১৮তম ওভারে নিজের উইকেট হারিয়ে ফেলেন কাপ, এরপর শেষ ওভারে দিল্লিকে জেতার জন্য প্রয়োজন ছিল ১৪ রানের। ফাইনাল ওভার বোলিং করতে আসা ন্যাট সিভার-ব্রান্ট মাত্র ৫ রান খরচ করে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৮ রানের জয় এনে দেন। ফলস্বরূপ মুম্বাই ইন্ডিয়ান্স দ্বিতীয়বারের মতন মহিলা প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল হারার পর মারিজান কাপ, যিনি মেগা ফাইনালে দুর্দান্ত অলরাউন্ড পারফর্ম্যান্স দেখিয়েছিলেন। তিনি একেবারে কান্নায় ভেঙে পড়েন। প্রসঙ্গত, তিনবার উইমেন্স প্রিমিয়ার লিগের ফাইনালে ওঠা দিল্লি ক্যাপিটালস তিনবারই হেরেছে। প্রথম মরশুমে মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যাওয়া দিল্লি দ্বিতীয় মরশুমে আরসিবির কাছে হোঁচট খায়। এবার গতকাল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে পরাজিত হতে হলো দিল্লিকে।

Read Also: ফের স্বপ্নভঙ্গ দিল্লির, দ্বিতীয় বারের মতন WPL জয় মুম্বইয়ের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *