"টপ লেভেলের খেলা..", মুস্তাফিজুরকে বাদ দেওয়ার বিষয়ে জানতেন না খোদ BCCI'এর কর্তারাও !! 1

বিদেশি ক্রিকেটাররা ভারতে আইপিএলের (IPL 2026) মতো টুর্নামেন্ট খেলতে এসে এই দেশের সংস্কৃতির সঙ্গেও নিজেদের যুক্ত করার চেষ্টা করেন। ফলে তারা ভক্তদের অনেক কাছের হয়ে ওঠেন। একমাত্র পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হওয়ার কারণে এই দেশের কোনো ক্রিকেটার বিশ্বের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশগ্রহণ করতে পারেন না। এবার বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকেও (Mustafizur Rahman) আইপিএল থেকে বাদ দেওয়া হল। কিন্তু এই সিদ্ধান্তের কথা বিসিসিআইয়ের (BCCI) একাধিক গুরুত্বপূর্ণ সদস্যরাও জানতেন না বলেই এবার খবর সামনে এসেছে।

Read More: TOP 5: জাদেজা থেকে ওয়ার্নার, মুস্তাফিজুর ছাড়াও এই ৫ ক্রিকেটার IPL থেকে নিষিদ্ধ হয়েছিলেন !!

মুস্তাফিজুরকে নিয়ে বিতর্ক-

Ipl 2026, মুস্তাফিজুর রহমান bcci, bcb
Mustafizur Rahman | Image: Twitter

গত বছর মেগা নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তবে টুর্নামেন্ট চলাকালীন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে পরিবর্ত ক্রিকেটার হিসেবে মাঠে নেমেছিলেন। এই বছর মিনি নিলামে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) তাকে দলে নিয়ে আসার জন্য আগ্রহ প্রকাশ করে। তবে সবাইকে টক্কর দিয়ে শেষ পর্যন্ত কেকেআর ৯ কোটি ২০ লক্ষ টাকার বিনিময়ে মুস্তাফিজুরকে দলে তুলে নেয়। এরপরই শাহরুখ খান ভক্তদের ক্ষোভের মুখে পড়েছিলেন।

আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটারদের বয়কট করার জন্য আ‌ওয়াজ তোলেন ভারতীয় সমর্থকরা। বর্তমানে এই দেশের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যে রয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম অত্যাচারের ছবি ইতিমধ্যেই আন্তর্জাতিক মঞ্চেও সমালোচনার মুখে পড়েছে। এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়ার (Devjit Saikia) বিজ্ঞপ্তি সামনে আসে। তিনি কলকাতা নাইট রাইডার্সকে (KKR) এই তারকা পেসারকে বাদ দেওয়ার জন্য নির্দেশ দেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবজিৎ সাইকিয়া বলেছিলেন, “সাম্প্রতিক পরিস্থিতিকে মাথায় রেখে কেকেআরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। তবে বিসিসিআই এটাও বলেছে যে প্রয়োজন হলে তারা বিকল্প ক্রিকেটার নিতে পারবে। এই বিষয়ে আমাদের অনুমতি রয়েছে।”

জানতেন না কর্মকর্তারা-

Kkr ipl
Mustafizur Rahman | Image: Getty Images

মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিশ্ব ক্রিকেটে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিসিবির (BCB) পক্ষ থেকে ইতিমধ্যেই স্পষ্ট করে দেওয়া হয়েছে যে তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) জন্য ভারতে ক্রিকেটারদের পাঠাবে না। এই বিষয়ে আইসিসির কাছেও আবেদন করা হয়েছে। ফলে এইরকম অস্থির পরিস্থিতির মধ্যে কিছুটা হলেও চাপের মুখে রয়েছে বিসিসিআই (BCCI)। এর মধ্যে বোর্ডের এক গুরুত্বপূর্ণ কর্মকর্তা জানালেন তারা অনেকেই মুস্তাফিজুরকে বাদ দেওয়ার বিষয়ে কিছুই জানতেন না।

সম্পূর্ণ বিষয়টি ওপর মহলের কয়েকজন সিদ্ধান্তে সংঘটিত হয়েছে বলেই দাবি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যাক্তি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আমরা তো মিডিয়ার মাধ্যমে পুরো বিষয়টা জানতে পেরেছিলাম। কোন‌ও আলোচনা করা হয়নি। কেউ আমাদের মতামত জানতে চাননি। কীভাবে পরবর্তী পরিস্থিতি সামলানো যায় সেই বিষয়েও কোনো আলোচনা হয়নি।”

Read Also: “অপমান সহ্য করব না..”, মুস্তাফিজুরকে বাদ দেওয়ার পর IPL নিয়ে এবার বড়ো সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *