"চক্রান্ত চলছে..", রোহিত শর্মাকে সতর্ক করে বিস্ফোরক গোপন তথ্য প্রকাশ করলেন মনোজ তেওয়ারি !! 1

গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে আসার পর একাধিক পরিবর্তন ঘটিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ভারতীয় (IND vs ENG) লাল বলের দলকে নতুনভাবে সাজিয়েছিল বিসিসিআই (BCCI)। এর পিছনে গম্ভীরের হাত রয়েছে বলে অনেকেই সন্দেহ প্রকাশ করেছিলেন। সেই সময় হঠাৎ করেই রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলিকে (Virat Kohli) আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে দেখা গিয়েছিল। এরপর বর্তমানে এই দুই তারকা ২০২৭ সালের বিশ্বকাপে (ODI WC 2027) ভারতীয় ওডিআই দলের অংশ থাকবেন কিনা তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই নতুন ফিটনেস নির্ধারণ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বিস্ফোরক মন্তব্য করলেন মনোজ তেওয়ারি (Manoj Tiwary)।

Read More: শেষ মুহূর্তে বন্ধের পথে ভারত-পাক এশিয়া কাপের ম্যাচ, দেশকে এগিয়ে রাখছেন তারকারা !!

রোহিত শর্মাকে নিয়ে চক্রান্ত-

Rohit sharma
Rohit Sharma | Image: Getty Images

টি-টোয়েন্টি এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করার পর বর্তমানে হিটম্যান ওডিআই ক্রিকেটে খেলা চালিয়ে যাবেন বলে নিজেকে প্রস্তুত করছেন। ২০২৭ ওডিআই বিশ্বকাপের আগে বিভিন্ন ওডিআই সিরিজগুলোকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে বিবেচনা করছেন তিনি। অক্টোবরে অস্ট্রেলিয়ার (IND vs AUS) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজ অনুষ্ঠিত হবে। তার আগে অজিদের বিরুদ্ধে ভারতীয় ‘এ’ দলের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন রোহিত (Rohit Sharma)।

এই সফরের আগেই কেএল রাহুল (KL Rahul) এবং রোহিত শর্মাকে ৩০ এবং ৩১ আগস্ট ফিটনেস পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। সূত্র অনুযায়ী ইয়ো-ইয়ো টেস্ট দিতে হবে এই দুই তারকাকে। কিন্তু সাম্প্রতিক সময় ভারতীয় ক্রিকেটে ফিটনেস পরীক্ষার জন্য ব্রঙ্কো টেস্ট চালু করার বিষয়ে খবর সামনে এসেছে। এর মধ্যমে রোহিত শর্মার মতো ক্রিকেটারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করে দেওয়ার চক্রান্ত চলছে বলে জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তেওয়ারি (Manoj Tiwary)।

মনোজের বিস্ফোরক মন্তব্য-

"চক্রান্ত চলছে..", রোহিত শর্মাকে সতর্ক করে বিস্ফোরক গোপন তথ্য প্রকাশ করলেন মনোজ তেওয়ারি !! 2
Rohit Sharma | Images: Getty Images

ব্রঙ্কো টেস্ট মূলত রাগবি বা ফুটবল খেলোয়াড়দের ফিটনেস যাচাই করার জন্য ব্যবহার করা হয়। এই টেস্টের মাধ্যমে একজন খেলোয়াড়কে না থেমে প্রথমে ২০ মিটার তারপর ৪০ মিটার এবং শেষে ৬০ মিটার দৌড়ে গিয়ে ফিরে আসতে হয়। না থেমে এইরকম ভাবে ৫ টি সেট সম্পূর্ণ করতে হয় তাদের। নিয়ম অনুযায়ী এইভাবে মোট ১২০০ মিটার ৫ মিনিটের মধ্যে না সম্পূর্ণ করতে পারলে তিনি ফিট নন বলে বিবেচিত হয়। ফলে এই রকম টেস্টের ভারতীয় ক্রিকেটে প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)।‌

তিনি বলেন, “আমি মনে করি ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনার মধ্যে বিরাট কোহলি (Virat Kohli) থাকবেন। কিন্তু রোহিত শর্মার (Rohit Sharma) বিষয় নিয়ে সন্দেহ রয়েছে। আমি ভারতীয় ক্রিকেটে ঘটে যাওয়া সাম্প্রতিক সময়ের ঘটনাগুলি পর্যবেক্ষণ করে দেখেছি। আমার মনে হয় যে ব্রঙ্কো পরীক্ষাটি ভবিষ্যৎ পরিকল্পনায় বিশেষ কিছু ক্রিকেটারকে না রাখার জন্য আনা হয়েছে।”

এই তারকা ক্রিকেটার আরও বলেন, “ব্রঙ্কো টেস্ট ভারতীয় ক্রিকেটে এখনও পর্যন্ত সবচেয়ে কঠিন ফিটনেস নির্ধারক পরীক্ষা হতে চলেছে। আমার প্রশ্ন হল এটি নতুন করে সংযোজন করার কারণ কী? আমার মনে হয় রোহিতকে (Rohit Sharma) যদি দলে থাকতে হয় তবে তাকে ফিটনেসের ওপর কঠোর পরিশ্রম করতে হবে। না হলে এই ব্রঙ্কো পরীক্ষাটি তার জন্য বাধা হয়ে দাঁড়াবে।”

Read Also: “দুটো ম্যাচেই জিতব..”, এশিয়া কাপের আগে ভারতের উদ্দেশ্যে হুঙ্কার দিলেন হারিস রাউফ‌‌‌ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *