ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের চাপা উত্তেজনা বর্তমানে প্রকাশ্যে বিভিন্ন মাধ্যমে আলোচিত হচ্ছে। গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রধান কোচ হিসেবে আসার পর থেকেই একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে দলে একাধিক পরিবর্তন ঘটিয়েছেন। তার সময়কালে একাধিক তারকা ক্রিকেটারের অবসরের সিদ্ধান্ত নেওয়ায় সমালোচনা সামনে উঠে আসে। সম্প্রতি অস্ট্রেলিয়া (India vs Australia ODI Series) সফরের আগে একদিনের দলের অধিনায়কের পদ থেকে রোহিত শর্মাকে সরিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের পিছনে গম্ভীরের পরিকল্পনা রয়েছে বলে জল্পনা সামনে উঠে এসেছে। এর মধ্যেই এবার তার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করলেন মনোজ তেওয়ারি (Manoj Tewari)।
Read More: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর বিরাট কোহলির, আজি’দের বিরুদ্ধে খেলবেন শেষ ম্যাচ !!
চাপের মুখে রোহিত-

এই বছরের শুরুতেই বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। বিসিসিআইয়ের (BCCI) চাপের মুখে দাঁড়িয়ে তারা এইরকম সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর সামনে উঠে এসেছিল। সময়ের আগেই এই দুই তারকা লাল বলের ক্রিকেটে যাত্রা শেষ করেছেন বলে উল্লেখ করেছেন অনেক বিশেষজ্ঞ। এর আগে রবিচন্দ্রন আশ্বিনও (Ravichandran Ashwin) টেস্ট ক্রিকেট থেকে চাপের মুখে দাঁড়িয়ে অবসর ঘোষণা করেছিলেন। এর মধ্যেই হিটম্যানকে ওডিআই ক্রিকেটের অধিনায়ক এর পদ থেকে সরিয়ে দেওয়া
আবারও একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) আগেই এই তারকা ব্যাটসম্যানকে অবসর নিতে বাধ্য হতে পারেন বলে সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি ক্রিকেটাররা আশঙ্কা প্রকাশ করেছেন। এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তেওয়ারি স্পষ্ট জানিয়ে দিলেন যে ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের অস্থিরতার জন্যেই রোহিত-বিরাটদের এইরকম পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে।
বিস্ফোরক মনোজ তেওয়ারি-

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তরকা ব্যাটসম্যান বলেন, “আমি লক্ষ্য করে দেখেছি যে গৌতম গম্ভীর (Gautam Gambhir) প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর অনেক বিতর্ক তৈরি হয়েছে। যা ঘটেছে তা ভারতীয় ক্রিকেটের জন্য ভালো নয়। তার সময়কালে রবিচন্দ্রন আশ্বিন অবসর নিয়েছেন। বিরাট ও রোহিতও সেই পথে হেঁটেছেন। এছাড়াও অপ্রত্যাশিতভাবে নির্দিষ্ট ক্রিকেটারকে দলে নিয়ে আসা এবং একাদশে স্থান দেওয়া ঠিক হয়নি। গম্ভীর ধারাবাহিক নন।
রোহিত-কোহলির মতো অভিজ্ঞ ক্রিকেটাররা থাকলে সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবেন। আপনি নিশ্চিত করতে চাইছেন তারা যেন দলে না থাকে। আমি বিশ্বাস করি যে যা পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য ক্রিকেটারদের ওপর চাপ রয়েছে। একজন ক্রিকেটার যদি মনে করেন তার ড্রেসিংরুমে প্রয়োজন নেই তাহলে তিনি অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। সাদা বলে ক্রিকেটে দুজনেই অসাধারণ ব্যাটসম্যান। ভারতীয় ক্রিকেটের তাদের অবদান অপরিসীম। গম্ভীর যদি পরবর্তী বিশ্বকাপের জন্য রোহিত এবং বিরাটকে নিয়ে বিবেচনা না করেন তাহলে সেটি বড়ো ভুল হবে।”