IPL 2025: "পাঞ্জাব ট্রফি জিততে পারবে না..", শ্রেয়স আইয়ারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মনোজ তিওয়ারি !! 1

IPL 2025: পাঞ্জাব কিংস (Punjab Kings) এই বছর আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে। ফলে প্লে অফের দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছে তারা। এর সঙ্গেই নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) নেতৃত্বে ট্রফি জয়ের স্বপ্ন দেখছে পাঞ্জাব (PBKS)। অন্যদিকে গতকাল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) বিপক্ষে পাঞ্জাবের গুরুত্বপূর্ণ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। এইরকম পরিস্থিতিতে এবার ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary) প্রীতি জিন্টার (Preity Zinta) দলের বিষয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। পাঞ্জাব ট্রফি জয় করতে পারবে না বলেও জানিয়েছেন তিনি।

Read More: “মিথ্যা অপবাদ দিচ্ছে ভারত…” পহলগাঁও নাশকতার দায় এড়াতে মরিয়া পাক প্রাক্তনী শাহিদ আফ্রিদি !!

মনোজ তিওয়ারির ভবিষ্যতবাণী-

IPL 2025: "পাঞ্জাব ট্রফি জিততে পারবে না..", শ্রেয়স আইয়ারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মনোজ তিওয়ারি !! 2
Punjab Kings | Image: Getty Images

আইপিএলের অন্যতম হাইভোল্টেজ ম্যাচে শনিবার কলকাতা নাইট রাইডার্সের (KKR) বিপক্ষে ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংস (PBKS) মাঠে নামে। ম্যাচের প্রথম ইনিংসে ওপেনিং করতে নেমে এই দলের হয়ে প্রয়াংশ আর্য (Priyansh Arya) এবং প্রভসিমরান সিং (Prabhsimran Singh) দুরন্ত ব্যাটিং শুরু করেন। প্রয়াংশের ৩৫ বলে ৬৯ রানে এবং প্রভসিমরানের ৪৯ বলে ৮৩ রানে ভর করে পাঞ্জাব ২০২ রানের লক্ষ্যমাত্রা দেয়। তবে দ্বিতীয় ইনিংসে কলকাতা বৃষ্টির কারণে ব্যাটিং করতে পারিনি। ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়। অন্যদিকে এই ম্যাচের প্রসঙ্গ তুলে এনে মনোজ তিওয়ারি (Manoj Tiwary) পাঞ্জাবের (PBKS) বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন। তিনি নিজের এক্স অ্যাকাউন্টে লিখেছেন, “আমার মনে হচ্ছে পাঞ্জাব এই বছর আইপিএল ট্রফি জিততে পারবে না। কারণ কলকাতার বিপক্ষে তারা যখন ব্যাট করছিল কোচ রিকি পন্টিং (Ricky Ponting) ফর্মে থাকা নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) এবং শশাঙ্ক সিংকে (Shashank Singh) ব্যাটিং করতে পাঠাননি। তিনি ভারতীয়দের ওপর আস্থা না রেখে বিদেশি ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছেন। এইরকম চললে পাঞ্জাব ট্রফি অনেক দূরের কথা সেরা দুইয়ের মধ্যেই প্রবেশ করতে পারবে না।”

প্লে অফের দৌড়ে এগিয়ে পাঞ্জাব-

IPL 2025: "পাঞ্জাব ট্রফি জিততে পারবে না..", শ্রেয়স আইয়ারদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মনোজ তিওয়ারি !! 3
Punjab Kings | Image: Getty Images

এই বছর আইপিএলে পরপর প্রথম দুই ম্যাচে গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং লখন‌উ সুপার জায়ান্টসকে (Lucknow Super Giants) হারিয়ে যাত্রা শুরু করে পাঞ্জাব। তবে তৃতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫০ রানে হারের সম্মুখীন হয় তারা। এরপর চেন্নাই সুপার কিংসের (CSK) বিপক্ষে জয় পেলেও সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ৮ উইকেটে পরাজিত হয়ে ধাক্কা খায় শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) দল। বর্তমানে শেষ ৪ ম্যাচের মধ্যে ২ টি ম্যাচে জয় তুলে নিয়েছে পাঞ্জাব। একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার কারণে ১ পয়েন্ট পেয়েছ দলটি। ফলে তারা ৯ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে ১১ পয়েন্টের সঙ্গে পয়েন্ট তালিকায় ৪ নম্বরে অবস্থান করছে। বর্তমানে পাঞ্জাব কিংসের (PBKS) নেট রান রেট +০.১৭৭। পরবর্তী ম্যাচে ৩০ এপ্রিল তারা চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামতে চলেছে।

Read Also: ”চেন্নাইয়ের হারের জন্য দায়ী..”, সমালোচনার মধ্যে ধোনি পাশে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন সুরেশ রায়না !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *