কিছুদিন আগেই বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল (Tamim Iqbal) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আলবিদা জানিয়ে দিয়েছিলেন। তবে পরের দিনেই আবার ফিরেও এসেছিলেন অবসর ভেঙে। ঠিক আজ আবার, একই রকম কাজ করতে দেখা গেল বাংলার ক্যাপ্টেন মনোজ তিওয়ারির (Manoj Tiwary) থেকে। গত বৃহস্পতিবার তিনি ক্রিকেটকে আলবিদা ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার তিনি ইনস্টাগ্রাম-এ অবসরের খবর ঘোষণা করেছিলেন।
গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে মনোজ (Manoj Tiwary) জানিয়েছেন, “আজ থেকে ক্রিকেট জগত থেকে বিদায় জানালাম। এই ক্রিকেট আমাকে দিয়েছে সবকিছুই যা আমি স্বপ্নেও ভাবেনি। এখন জীবনে অনেক সমস্যার মধ্যে পড়েছি। কিন্তু আমি ক্রিকেট খেলার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। পাশাপাশি এটাও বলেন যে আমি সব থেকে বেশি কৃতজ্ঞ থাকবো ঈশ্বরের প্রতি যিনি আমার সব সময় পাশে দাঁড়িয়েছেন।”
অবসর ভাঙলেন মনোজ
তবে অবশেষে, অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরছেন মনোজ তিওয়ারি। বাংলার ক্রিকেটের স্বার্থেই এই সিদ্ধান্ত নিলেন মনোজ। সিএবি সভাপতির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করলেন প্রাক্তন বাংলার ক্যাপ্টেন। ৮ আগস্ট মঙ্গলবার বিকেলে সিএবি কর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন মনোজ । সূত্রের খবর, কিছুটা অভিমানী হয়েই অবসর ঘোষণা করেছিলেন মনোজ। তবে পুরানো ঘটনা নিয়ে মুখ খুলতে চাননা তিনি।
গতবছর তার নেতৃত্বে দল দীর্ঘ সময় পরে রঞ্জির ফাইনালে পৌঁছায় , যদিও সৌরাষ্ট্রের বিরুদ্ধে ফাইনালে জয় আসেনি বাংলার। মনোজ তিওয়ারি জাতীয় দলের হয়ে মোট ১২ টি ম্যাচ খেলেছেন। এই ১২ ম্যাচে তিনি ২৮৭ রান সংগ্রহ করেছেন।এর মধ্যে তার একটি শতরান এবং একটি অর্ধশত রানও রয়েছে। ছাড়া টি-টোয়েন্টিতে তিনি তিনটে ম্যাচ খেলে ১৫ রান সংগ্রহ করেছেন। এছাড়া আইপিএলে কলকাতা ছাড়াও আরো অনেক দলের হয়ে খেলেছেন তিনি।