ক্রিকেট কেরিয়ারে ফ্লপ হলেও জীবনে সফল, স্বর্গের পরীর থেকেও সুন্দরী এই ভারতীয় ক্রিকেটারের স্ত্রী !! 1

বর্তমানে আন্তর্জাতিক মঞ্চে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া আইপিএল (IPL 2025) বিশ্বের সবচেয়ে সফল ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। ফলে ভারতের মতো দেশে ক্রিকেটারদের জনপ্রিয়তা কোন সিনেমার নায়কদের থেকে কম নয়। বর্তমানে বিরাট কোহলির (Virat Kohli) ইনস্টাগ্রাম ফলোয়ার ২৭৩ মিলিয়ন। এই তারকা ব্যাটসম্যানের সঙ্গে তার স্ত্রী অনুষ্কা শর্মা‌ও (Anuska Sharma) ক্রিকেট ভক্তদের চর্চায় থাকেন। তিনি বলিউডের অভিনেত্রী হিসেবে আলাদা পরিচয় তৈরি করলেও বিরাট কোহলির (Virat Kohli) স্ত্রী হিসেবে তার সৌন্দর্য এবং ফ্যাশন স্টাইল বেশি চর্চিত হয়।কোহলি ছাড়া‌ও ভারতীয় অনেক তারকা ক্রিকেটারদের সুন্দরী স্ত্রী রয়েছে। আজ এখানে এমন একজন ক্রিকেটারের স্ত্রীর বিষয়ে আলোচনা করা হলো যিনি সৌন্দর্যের দিক থেকে অনেক হলিউড অভিনেত্রীকেও পিছনে ফেলতে পারেন।

Read More: IND vs ENG 3rd Test: মুখোমুখি শুভমান ও জ্যাক ক্রলি, তুমুল বাগ্‌বিতণ্ডায় আগুন জ্বললো তৃতীয় দিনের লর্ডসে !!

মনোজ তেওয়ারির স্ত্রী সুস্মিতা রায়-

ক্রিকেট কেরিয়ারে ফ্লপ হলেও জীবনে সফল, স্বর্গের পরীর থেকেও সুন্দরী এই ভারতীয় ক্রিকেটারের স্ত্রী !! 2
Manoj Tewary and Susmita Roy | Images: Instagram

মনোজ তেওয়ারি (Manoj Tewary) বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন নিজের গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আইপিএল (IPL 2025) সহ আন্তর্জাতিক মঞ্চেও নিজের ছাপ ফেলার চেষ্টা করেছেন এই অভিজ্ঞ তারকা। তার স্ত্রী সুস্মিতা রায় (Susmita Roy) সৌন্দর্যের দিক থেকে বহু ক্রিকেটারের স্ত্রীকে পিছনে ফেলেছেন। তিনি বলিউড অভিনেত্রী হিসেবেও পরিচিত তৈরি করতে পারেন বলে ক্রিকেট ভক্তরা উল্লেখ করে থাকেন।

কলকাতার বাসিন্দা সুস্মিতা রায়ের (Susmita Roy) খুব বেশি ব্যক্তিগত জীবন সম্বন্ধে জানা যায় না। তবে তিনি মনোজ তেওয়ারির (Manoj Tewary) সঙ্গে ২০০৬ সালে প্রথম পরিচিত হন। তারপর দীর্ঘ সময় প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তারা। ২০১৩ সালে বিয়ে করেন সুস্মিতা ও মনোজ (Manoj Tewary)। তারা দুজনেই বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করেন। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করেন সুস্মিতা। ইনস্টাগ্রামে তার ৪০,০০০-এর বেশি ফলোয়ার রয়েছে।‌ উল্লেখ্য এই জনপ্রিয় জুটির একটি পুত্র সন্তান আছে।

মনোজ তেওয়ারির অবদান-

ক্রিকেট কেরিয়ারে ফ্লপ হলেও জীবনে সফল, স্বর্গের পরীর থেকেও সুন্দরী এই ভারতীয় ক্রিকেটারের স্ত্রী !! 3
Manoj Tewary and Susmita Roy | Images: Instagram

ভারতীয় ক্রিকেটকে দীর্ঘ সময় ধরে ব্যাট হাতে সমৃদ্ধ করেছেন মনোজ তেওয়ারি (Manoj Tewary)। বাংলা দলের অধিনায়ক হিসেবেও তিনি নিজের দায়িত্ব পালন করে একাধিক সম্মান এনে দিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটে এই তারকা ব্যাটসম্যানের ৫৪ গড়ে ১৪৮ ম্যাচে ১০,১৯৬ রান আছে। এছাড়া মনোজ তিওয়ারি (Manoj Tewari) ভারতের হয়ে ১২ টি একদিনের ম্যাচ এবং ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

আইপিএলেও (IPL 2025) এই তারকা ক্রিকেটারকে কলকাতা নাইট রাইডার্স (KKR), পাঞ্জাব কিংসের (PBKS) মতো দলের হয়ে খেলতে দেখা গেছে। ভারতের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ৯৮ ম্যাচে ১৬৯৫ রান সংগ্রহ করেছেন তিনি। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বর্তমানে মনোজ তিওয়ারি (Manoj Tewary) সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের একজন গুরুত্বপূর্ণ বিধায়ক এবং রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দেখুন সুস্মিতা রায়ের আরও ছবি-

Read Also: প্রতিবেশীকে বেধড়ক পেটালেন মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান, থানায় হলো FIR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *