'পাগল হাতিকে কেউ থামাও..', গৌতম গম্ভীরকে কটাক্ষ ছুঁড়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার !! 1

রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) পর গৌতম গম্ভীর (Gautam Gambhir) ভারতীয় দলের প্রধান কোচ হিসেবে সফলতার সঙ্গে কাজ করবেন বলেই বিসিসিআই (BCCI) মনে করেছিল। তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার পর থেকেই একাধিক পরিবর্তন ঘটিয়েছেন। রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলি (Virat Kohli) তার সময়কালেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে সরে দাঁড়ান। তরুণ ক্রিকেটারদের উপর ভরসা রেখে ২০২৭ ওডিআই বিশ্বকাপের (ODI WC 2027) জন্য ইতিমধ্যেই দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছেন গম্ভীর। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ভারতীয় দলের ওডিআই সিরিজে হারের পর তার একাধিক সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়েছে। এবার নাম না করে প্রধান কোচকে কটাক্ষ ছুঁড়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার।

Read Also: ‘বিরাট থাকলে আটকাতে পারত না..’ BBL’এর ঘটনায় বাবার আজমকে কটাক্ষ করলেন বাসিত আলি !!

ভারতের লজ্জাজনক হার-

Ind vs nz
IND vs NZ | Image: Getty Images

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৩ ম্যাচের ওডিআই সিরিজে মাঠে নেমেছিল ভারতীয় দল। প্রথম ম্যাচে বরোদায় ৪ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে যাত্রা শুরু করে ব্লু ব্রিগেডরা। এরপর দ্বিতীয় ম্যাচে রাজকোটে ছবিটা সম্পূর্ণ বদলে গান ড্যারিল মিচেল (Daryl Mitchell)। তিনি অপরাজিত ১৩১ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেয়। সিরিজে সমতা ফিরিয়েই কিউইরা থেমে থাকেনি। রবিবার ইন্দোরে প্রথম থেকেই ব্লু ব্রিগেডদের চাপে রেখেছিল তারা।

গ্লেন ফিলিপসের (Glenn PhilIips) সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন মিচেল। তারা ১৮৬ বলে গুরুত্বপূর্ণ ২১৯ রান করে দলকে ভরসা দেন। মিচেল একাই ১৩৭ রান সংগ্রহ করে জ্বলে উঠেছিলেন। ফলে নিউজিল্যান্ড ৩৩৮ রানের বিশাল লক্ষ্যমাত্রা দেয়। এই রান তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে ওঠেন বিরাট কোহলি। তবে তিনি ১২৪ রানের দুরন্ত ইনিংস খেললেও দলকে জয় এনে দিতে পারেননি। ৪১ রানে জয় ছিনিয়ে নিয়ে সিরিজ নিজেদের দখলে করে কিউই বাহিনী।

গৌতম গম্ভীরকে কটাক্ষ-

গৌতম গম্ভীর
Gautam Gambhir | Image: Twitter

বর্তমানে ভারতের দলের প্রধান কোচ স্বাভাবিকভাবে সমালোচনা মুখে পড়েছেন। তার একাধিক সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। গিলকে অধিনায়ক হিসেবে নিয়ে আসা হলেও এই তরুণ তারকা নেতৃত্বের দায়িত্বে নিজের ছাপ ফেলতে পারছেন না। অন্যদিকে দুরন্ত ফর্মে থাকা রুতুরাজ গায়কোয়াড (Ruturaj Gaikwad) দলে জায়গা করেই নিতে পারেননি। মহম্মদ শামির (Mohammed Shami) মতো তারকাকেও দলের বাইরে রাখা হয়েছে। এর মধ্যেই এবার ভারতীয় দলের প্রধান কোচের নাম না করে কটাক্ষ ছুঁড়ে দিলেন মনোজ তেওয়ারি (Manoj Tewari)।

গতকাল ভারত সিরিজ হারের পর তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “যত তাড়াতাড়ি সম্ভব পাগল হাতিটাকে সরাও। না হলে অনেকটাই দেরি হয়ে যাবে।” এর আগে মনোজ তেওয়ারি সহযোগি কোচ র‌্যায়ান টেন দ্যুশখাতের (Ryan Ten Doeschate) রোহিতকে নিয়ে বিতর্কের মন্তব্যে জবাব দিয়েছিলেন। বাংলার প্রাক্তন অধিনায়ক বলেন, “আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই বলছি নেদারল্যান্ডসের হয়ে দ্যুশখাতে যা অর্জন করেছেন তা রোহিত শর্মার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫ শতাংশ‌ও নয়। ব্যাটসম্যান হিসেবে কেন অধিনায়ক হিসাবেও রোহিত অনেকটাই এগিয়ে আছেন।”

Read More: ‘কচু গাছে ফাঁসি দাও..’, নিউজিল্যান্ডের ‘B’ টিমের কাছে হেরে ভক্তদের নিশানায় গম্ভীরের ভারতীয় দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *