রোহিত শর্মা (Rohit Sharma) আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। বর্তমানে ভারতীয় দলের হয়ে শুধুমাত্র তিনি এই ফরম্যাটেই নিজের দায়িত্ব পালন করছেন। তার এক ঝলক ব্যাটিং দেখার জন্য এখনও স্টেডিয়ামে দর্শকদের উন্মাদনা লক্ষ করা যাচ্ছে। কিন্তু ২০২৭ ওডিআই বিশ্বকাপ (2027 ODI WC 2026) পর্যন্ত তিনি খেলা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কোচ এবং জাতীয় নির্বাচকদের আতশ কাঁচের তলায় রয়েছেন তিনি। এবার হিটম্যানের প্রসঙ্গে কোচদের তীব্র কটাক্ষ ছুঁড়ে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tewari)।
Read More: বাদ তিলক-সুন্দর, এন্ট্রি নিলেন শ্রেয়স-বিষ্ণু, প্রকাশ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড !!
রোহিতকে নিয়ে মন্তব্য-

বর্তমানে নিউজিল্যান্ডের (India vs New Zealand ODI Series) বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ভারতীয় দলের হয়ে নিজের ছাপ ফেল চেষ্টা করছেন রোহিত শর্মা। তবে প্রথম দুই ম্যাচে সেইভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। প্রথম ম্যাচে ২৯ বলে ২৬ রান এবং দ্বিতীয় ম্যাচে ৩৮ বলে মাত্র ২৪ রান সংগ্রহ করে ভক্তদের রীতিমতো হতাশ করেন। এরপরই রাজকোটে ম্যাচ শেষে ভারতীয় দলের সহকারী কোচ র্যায়ান টেন দ্যুশখাতে (Ryan Ten Doeschate) রোহিতকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
তিনি উল্লেখ করেন যে ভারতীয় দলের হয়ে প্রাক্তন অধিনায়ক সাবলীলভাবে ব্যাটিং করতে পারছেন না। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তার অনুশীলনের অভাব রয়েছে বলেই মনে করছেন এই কোচ। এই বিষয় নিয়ে এবার মনোজ তেওয়ারি বিস্ময়কর মন্তব্য করলেন। তিনি বলেন, “র্যায়ান টেন দ্যুশখাতের সঙ্গে আমি চার বছর কেকেআরে ছিলাম। তিনি খুবই ভালো মানুষ।
কিন্তু তিনি যে মন্তব্য করেছেন এটা নিয়ে তার আগে ভাবা উচিত ছিল। আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গেই বলছি নেদারল্যান্ডসের হয়ে দ্যুশখাতে যা অর্জন করেছেন তা রোহিত শর্মার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫ শতাংশও নয়। ব্যাটসম্যান হিসেবে কেন অধিনায়ক হিসাবেও রোহিত অনেক সফল।”
সাম্প্রতিককালে রোহিতের ব্যাটিং-

গত বছর রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) শিরোপা জয় করে। কিন্তু এরপরই ওডিআই দলের অধিনায়কের পদ থেকে হিটম্যানকে সরিয়ে দেওয়া হয়। নেতৃত্বের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও ব্যাটসম্যান হিসেবে দুরন্ত ফর্মে রয়েছেন এই তারকা। অস্ট্রেলিয়ার (India vs Australia ODI Series) মাটিতে ৩ ম্যাচের ওডিআই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী হয়েছিলেন।
তৃতীয় ম্যাচে অপরাজিত ১২১ রানের দুরন্ত ইনিংস খেলে ভক্তদের মন জয় করে নেন। এরপর বিজয় হাজারে ট্রফিতে (Vijay Hazare Trophy 2025) দীর্ঘদিন পর কামব্যাক করে মুম্বাইয়ের হয়েও ৯৪ বলে ১৫৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। উল্লেখ্য এখনও পর্যন্ত হিটম্যান আন্তর্জাতিক ওডিআই ক্রিকেটে ২৮১ ম্যাচে মোট ১১,৫৬৬ রান সংগ্রহ করেছেন।