টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 WC 2026) আগে অনেকটাই আত্মবিশ্বাসী ভারতীয় দল। নিউজিল্যান্ডের (India vs New Zealand T20 Series) বিপক্ষে চলতি সিরিজে একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে দুরন্ত ফর্মে রয়েছে ব্লু ব্রিগেডরা। নাগপুরে ৪৮ রানে জয় পেয়েছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। গতকাল রায়পুরে আরও একটি নতুন অধ্যায় যোগ করল গৌতম গম্ভীররা (Gautam Gambhir)। ম্যাচে অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ফর্মে ফিরে আসা দলকে ভরসা দিচ্ছে।
এর সঙ্গেই ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। এর ফলে নিউজিল্যান্ডকে দ্বিতীয় ম্যাচে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল ভারত। তবে এই ম্যাচের পর হর্ষিত রানাকে (Harshit Rana) নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন মনোজ তেওয়ারি (Manoj Tewari)।
Read More: ঈশান-সূর্যকুমারের বিধ্বংসী ব্যাটিং, রায়পুরে নিউজিল্যান্ডকে হারিয়ে দাপট বজায় রাখল ভারত !!
ভারতের দুরন্ত জয়-

শুক্রবার টসে জিতে ভারতীয় দল প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করতে নেমে ব্যর্থ হন ডেভন কনওয়ে (Devon Conway) এবং টিম শেফার্ট (Tim Seifert)। এইরকম পরিস্থিতিতে এসে হাল ধরেন রাচিন রবীন্দ্র (Rachin Ravindra)। তিনি ২৬ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে লড়াইয়ে ফিরিয়ে আনেন এবং বিপক্ষদের ওপর চাপ সৃষ্টি করেন। তারপর নিচের দিকে ব্যাট করতে নেমে মিচেল স্যান্টনার (Mitchell Santner) ২৭ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলকে শক্তিশালী জায়গায় পৌঁছে দেন।
এই রানের ওপর ভর করে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২০৮ রান সংগ্রহ করেন। এই রান তাড়া করতে নেমে দুরন্ত ফর্মে থাকা অভিষেক শর্মা (Abhishek Sharma) হাল ধরতে ব্যর্থ হন। সঞ্জু স্যামসনও (Sanju Samson) বড়ো ইনিংস গড়তে পারেননি। এইরকম পরিস্থিতিতে ঈশান কিষাণের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন সূর্যকুমার যাদব। ৪৮ বলে দুরন্ত ১২২ রানের পার্টনারশিপ গড়েন তারা। ঈশান ব্যাট হাতে ৩২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। অন্যদিকে ৩৭ বলে ৮২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন অধিনায়ক।
হর্ষিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য-

হর্ষিত রানা (Harshit Rana) নিউজিল্যান্ডের বিপক্ষে গতকাল দুরন্ত শুরু করেন। নিজের প্রথম ওভারেই হর্ষিত একটি মেডেনের সঙ্গে ১ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেন। তবে এরপর বাকি ২ ওভারে ৩৫ রান খরচ করে দলকে বিপদে ফেলে দিয়েছিলেন। আর কোনো উইকেট তুলতে পারেনি। এইরকম পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি হর্ষিতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।
তিনি ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে বলেন, “হর্ষিত রানাকে বারবার সুযোগ দেওয়া ভালো বিষয়। কিন্তু তিনি মহম্মদ শামি (Mohammed Shami) নন। রানাকে বোলিং ইকোনমি আরও উন্নতি করতে হবে। বল হাতে ৯০ রান খরচ করে ব্যাট হাতে ৫০ রান করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। এইভাবে কোনো ক্রিকেটারকে ম্যাচ খেলিয়ে তৈরি করা সম্ভব নয়। আমাদের কাছে অনেক দক্ষ বলার রয়েছেন। মহম্মদ শামি রয়েছেন। অবশ্যই এই বিষয়ে ভাবনাচিন্তা করা উচিত।”