গত মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াড ঘোষণা করেছে ভারত। দুবাইগামী দলে জায়গা পেয়েছেন ১৫ জন আর স্ট্যান্ড-বাই হিসেবে থাকছেন আরও পাঁচ ক্রিকেট তারকা। স্কোয়াড প্রকাশের দিন থেকেই চলছে তীব্র বিতর্ক। ১৩ মাস পর টি-২০ দলে ফিরেই কেন সহ-অধিনায়কের পদ পেলেন শুভমান গিল (Shubman Gill)? কেনই বা সেই আসন থেকে সরিয়ে দেওয়া হলো অক্ষর প্যাটেলকে? নির্বাচকদের সিদ্ধান্তের ব্যাখ্যা চেয়েছেন অনেকেই। এছাড়া শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়ালরা নিয়মিত পারফর্ম করার পরেও কেন জায়গা পেলেন না এশিয়া কাপে (Asia Cup 2025), তা নিয়ে প্রশ্নবাণ উড়ে এসেছে আগরকারদের দিকে। বিশেষ করে শ্রেয়সের (Shreyas Iyer) বাদ পড়া নিয়ে চলছে তীব্র শোরগোল। এই বিতর্কের আগুনে ঘি ঢাললেন বাংলার প্রাক্তনী মনোজ তিওয়ারি। তিনি সরাসরি আঙুল তুললেন হেড কোচ গৌতম গম্ভীরের দিকে।
Read More: ভারত-পাক এশিয়া কাপ ম্যাচ নিয়ে কাটছে না জটিলতা, হবে না সরাসরি সম্প্রচার !!
মনোজের নিশানায় ‘গুরু’ গম্ভীর-

গৌতম গম্ভীরের সাথে মনোজ তিওয়ারির (Manoj Tiwary) সম্পর্ক যে বিশেষ মধুর নয়, তা জানেন সকলেই। আইপিএল চলাকালীন নাইট রাইডার্স (KKR) ড্রেসিংরুমের অন্দরে তরজায় জড়িয়েছিলেন তাঁরা। এছাড়া রঞ্জি ট্রফিতে দিল্লী বনাম বাংলা ম্যাচ চলাকালীনও জড়িয়েছিলেন তীব্র বাগ্বিতণ্ডায়। বর্তমানে অবসর নিয়েছেন দু’জনেই। লক্ষ্ণৌ ও কলকাতা ফ্র্যাঞ্চাইজির মেন্টরের দায়িত্ব পালন করেছেন গম্ভীর। এই মুহূর্তে তিনি ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ। আর মনোজ পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যান দপ্তরের প্রতিমন্ত্রী। কিন্তু রেষারেষি যে রয়েই গিয়েছে তা স্পষ্ট মনোজের সাম্প্রতিক মন্তব্যে। এশিয়া কাপ (Asia Cup 2025) স্কোয়াড ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তার দায় সরাসরি গম্ভীরের কাঁধে চাপিয়েছেন তিনি। যশস্বী জয়সওয়াল ও শ্রেয়স আইয়ারের বাদ পড়ার নেপথ্যে গম্ভীরই, ইঙ্গিত তাঁর।
সংবাদসংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে মনোজ (Manoj Tiwary) বলেছেন, “দু’জন যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হয়েছে দল থেকে। একজন শ্রেয়স আইয়ার, আরেকজন যশস্বী জয়সওয়াল। বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের পুরনো ভিডিও যদি দেখেন তাহলে দেখবেন উনিই বলেছিলেন যে যশস্বী এমন একজন খেলোয়াড় যিনি যে কোনো মুহূর্তে ভারতীয় টি-২০ দলে জায়গা করে নিতে পারবেন। কিন্তু তিনি (গম্ভীর) নিজে যখন কোচ হলেন, তখন দলে যশস্বীর জায়গা হলো না।” ধারাবাহিকতা দেখিয়েছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। রান করেছেন তিন ফর্ম্যাটেই। তাঁর বাদ পড়াও অবাক করছে মনোজ’কে। তিনি জানিয়েছেন, “গত আইপিএল ও ঘরোয়া ক্রিকেট মরসুমে শ্রেয়স আইয়ারের পারফর্ম্যান্স দেখুন। এই ফর্ম্যাটে ও অন্যতম সেরা খেলোয়াড় ছিলো। ৫০-এর বেশী গড় ছিলো। পাঞ্জাবকে আইপিএল ফাইনালে নিয়ে গিয়েছে।”
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা চান মনোজ-

ভারতীয় দলের নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা চান মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। শ্রেয়সের বাদ পড়া নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন, “আগের বছর ও (শ্রেয়স আইয়ার) অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি দিয়েছে। টি-২০ স্কোয়াড থেকে ওর বাদ পড়াটা চোখ খুলে দিয়েছে। এই কারণেই আমি বহু বছর ধরে বলে আসছি যে নির্বাচনী প্রক্রিয়া সরাসরি সম্প্রচারিত হওয়া উচিৎ যাতে ক্রীড়াপ্রেমীরা জানতে পারেন কাকে বেছে নেওয়া হলো আর কেনই বা তিনি সুযোগ পেলেন।” মনোজ এশিয়া কাপের (Asia Cup 2025) স্কোয়াড নিয়ে প্রশ্ন তুলেছেন ঠিকই, কিন্তু মুখ্য নির্বাচক অজিত আগরকারের অবস্থান আবার উলটো মেরুতে। শ্রেয়সের বাদ পড়া প্রসঙ্গে তাঁর ব্যাখ্যা, “ওর প্রতি সম্পূর্ণ সম্মান রেখেই প্রশ্ন করছি-ও কার বদলে খেলবে? ১৫ জনকে বাছতে হয় আমাদের। আপাতত ওকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।”
দেখে নিন মনোজের সাক্ষাৎকার-
#WATCH | Kolkata | On India Asia Cup 2025 squad announcement, Former Indian Cricketer & West Bengal Minister, Manoj Tiwary, said, “Two deserving candidates, Shreyas Iyer and Yashasvi Jaiswal, have not been able to make it to the team… If you see old videos of Gautam Gambhir, he… pic.twitter.com/EglnpTfLXy
— ANI (@ANI) August 21, 2025
Also Read: মাথায় আকাশ ভেঙে পড়লো ভারতীয় দলের, এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন শুভমান গিল !!