IPL 2025: একাদশে একাধিক ব্যর্থ ব্যাটার, তবু এই অভিজ্ঞ তারকাকে নিয়ে মাথাই ঘামাচ্ছেন না KKR কর্মকর্তারা !! 1

IPL 2025: কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২ ম্যাচে জয় তুলে নিয়ে লড়াই চালাচ্ছে। তবে নাইট একাদশের একাধিক খামতি প্রতিটি ম্যাচেই সমালোচনার মুখে পড়ছে। ব্যাট হাতে ওপেনার হিসেবে সুনীল নারিন (Sunil Narine) এখনও ভরসা দিতে পারেননি। অন্যদিকে রিঙ্কু সিং (Rinku Singh), আন্দ্রে রাসেলের (Andre Russell) মতো ব্যাটসম্যান বড়ো ইনিংস গড়তে ব্যর্থ হচ্ছেন। কিন্তু একাদশে জায়গা করে নিতে পারছেন মনীশ পান্ডের (Manish Pandey) মতো অভিজ্ঞ তারকা। দলকে হতাশ করলেও ব্যর্থ ক্রিকেটারদের ওপরই ভরসা রাখছেন নাইট কর্মকর্তারা।

Read More: দুঃখের পাহাড় ভেঙ্গে পড়লো মুম্বই ইন্ডিয়ান্সের উপর, চোটের কারণে ছিটকে যাচ্ছেন রোহিত শর্মা !!

ব্যর্থ একাধিক নাইট তারকা-

IPL 2025: একাদশে একাধিক ব্যর্থ ব্যাটার, তবু এই অভিজ্ঞ তারকাকে নিয়ে মাথাই ঘামাচ্ছেন না KKR কর্মকর্তারা !! 2
Andre Russell | Image: Getty Images

শেষ ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (KKR) সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিপক্ষে ৮০ রানে জয় তুলে নিয়ে দুরন্ত কামব্যাক করেছে। কিন্তু ম্যাচে ওপেনার জুটি ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হয়। সুনীল নারিন (Sunil Narine) ৭ এবং কুইন্টন ডি কক (Quinton de Kock) মাত্র ১ রান করে মাঠ ছাড়েন। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৪৪ রান করেছিলেন নারিন। তারপর আর সেইভাবে ব্যাট হাতে ছন্দে নেই‌ তিনি। অন্যদিকে রিঙ্কু সিংও (Rinku Singh) ব্যাট হাতে দলকে ভরসা দিতে ব্যর্থ হয়েছেন। একমাত্র হায়দ্রাবাদের বিপক্ষে ১৭ বলে অপরাজিত ৩২ রানের উল্লেখ্যযোগ্য ইনিংসে খেলেছেন এই তারকা। অন্যতম নাইট তারকা ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকেও (Andre Russell) এখনও পর্যন্ত জ্বলে উঠতে দেখা যাইনি।

একাদশে জায়গা পাচ্ছেন না মনীশ পান্ডে-

IPL 2025: একাদশে একাধিক ব্যর্থ ব্যাটার, তবু এই অভিজ্ঞ তারকাকে নিয়ে মাথাই ঘামাচ্ছেন না KKR কর্মকর্তারা !! 3
Manish Pandey | Image: Getty Images

দলে একাধিক ব্যর্থ ব্যাটসম্যান থাকলেও মনিশ পান্ডের (Manish Pandey) মতো অভিজ্ঞ ক্রিকেটারকে নিয়ে খামখেয়ালী সিদ্ধান্ত নিচ্ছেন নাইট কর্মকর্তারা। একমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে ব্যাট করার সুযোগ পেয়েছিলেন এই অভিজ্ঞ তারকা। উল্লেখ্য ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ফাইনালে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৫০ বলে ৯৪ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেছিলেন মনীশ পান্ডে (Manish Pandey)। নাইটদের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের নায়ক তিনি। আইপিএলে এখনও পর্যন্ত মনীশের ব্যাট থেকে এসেছে ১৭২ ম্যাচে ৩৮৬৯ রান। ফলে তার মতো তারকা ব্যাটসম্যানের নাইট একাদশে ধারাবাহিকভাবে জায়গা পাওয়া উচিত বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

Also Read: IPL 2025: ভাগ্য খুলছে মুস্তাফিজুর রহমানের, এই খেলোয়াড়কে রিপ্লেস করে আইপিএলে নিচ্ছেন এন্ট্রি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *