গত রবিবার গৌহাটির বরসাপাড়া স্টেডিয়ামে আইপিএল ২০২৫-এর (IPL 2025) হাড্ডাহাড্ডি লড়াইয়ে চেন্নাই সুপার কিংসকে পরাস্ত করে এই মৌসুমের প্রথম ম্যাচে জয় সুনিশ্চিত করলো রাজস্থান রয়্যালস। রিয়ান পরাগের (Riyan Parag) নেতৃত্বে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৬ উইকেটে জয় সুনিশ্চিত করে। ম্যাচের কথা বলতে গেলে, টস হেরে প্রথমে ব্যাটিং করতে এসেছিল রাজস্থান রয়্যালস। প্রাক্তন কেকেআরিয়ান নীতিশ রানার (Nitish Rana) ব্যাট থেকে ৩৬ বলে ৮১ রানের ইনিংস দেখতে পাওয়া গিয়েছিল। যার দৌলতে চেন্নাইয়ের সামনে ১৮৩ রানের টার্গেট রেখেছিল রাজস্থান রয়্যালস।
মৌসুমের প্রথম জয় পেল রাজস্থান

বিগত চার মৌসুম ধরে চেন্নাই সুপার কিংস ১৭৫-এর বেশি রান তাড়া করতে ব্যর্থ হয়েছে। তার আবার একটি প্রমান পাওয়া গেল এদিন। নির্ধারিত ২০ ওভারে ঋতুরাজ বাহিনী ১৭৬ রানে তাদের নির্ধারিত ২০ ওভার সমাপ্ত করেছিল। ৬ রানে ম্যাচ জয় করে নেয় রাজস্থান। রাজস্থানের প্রথম জয়ের থেকে দর্শকাশনে বসে থাকা রাজস্থান দলের ক্রিকেট পরিচালক কুমার সাঙ্গাকারা (Kumar Sangakkara) এবং বলিউড অভিনেত্রী মালাইকা অরোরাকে (Malaika Arora) নিয়ে চর্চা এখন তুঙ্গে। এদিন দুজনকে পাশাপশি বসে ম্যাচ উপভোগ করতে দেখা গিয়েছে।
Read More: IPL 2025: ফিক্সড ছিল RR বনাম CSK ম্যাচ, আকাশ চোপড়া আগে থেকেই বলে দিয়েছিলেন ম্যাচের স্ক্রিপ্ট !!
রবিবার রাজস্থান রয়্যালসের ডাগআউটে হাজির ছিলেন বলি অভিনেত্রী মালাইকা অরোরাকে। এর আগে ক্রিকেট মাঠে তাকে খুবই কম দেখা গিয়েছে। তবে সমাজ মাধ্যমে সাঙ্গাকারা ও মালাইকাকে নিয়র বেশ জল্পনা শুরু হয়েছে। এদিন রাজস্থান রয়্যালস দলকে সমর্থন করতে এসেছিলেন মালাইকা এবং তার পাশেই বসে থাকতে দেখা গিয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারাকে। দুজনকে একসাথে দেখে অনেকে মনে করেছেন যে শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে মালাইকার কোনো সম্পর্ক রয়েছে।
শুরু হয়েছে মালাইকা ও সাঙ্গাকারার সম্পর্কের গুঞ্জন

এখনও পর্যন্ত মালাইকা অরোরা এবং কুমার সাঙ্গাকারার সম্পর্কের কোনো খবর প্রকাশ্যে আসেনি। গত বছরে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কে ইতি টেনেছিলেন মালাইকা অরোরা ও অর্জুন কপূর। বলিপাড়ার একাংশের মত অর্জুন কাপুরের জন্যই নাকি ভেঙেছিল আরবাজ খান ও মালাইকা অরোরার ১৭ বছরের বৈবাহিক সম্পর্ক। তবে, সবকিছু উপেক্ষা করে মালাইকাকে নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। যদিও, মালাইকাকে এই প্রথমবার রাজস্থানকে সমর্থন করতে দেখা গিয়েছে। অতীতে বেশির ভাগ সময় মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছিল তাঁকে।