নন-স্ট্রাইকার প্রান্তে রান আউট’কে ক্রিকেটবিশ্ব চেনে ‘মানকাড’ নামে। এহেন আউটের পন্থা নিয়ে বারবারই চলে জোর আলোচনা। কেউ কেউ একে ক্রিকেটের স্পিরিটের পরিপন্থী বলেন। আবার কেউ কেউ সওয়াল করেন বোলারদের হয়ে। বলেন যদি ব্যাটাররা নিয়ম না মেনে ডেলিভারি সম্পূর্ণ হওয়ার আগেই ক্রিজ থেকে বেরিয়ে আসতে পারেন তাহলে বোলাররা কেনো তাঁদের রান আউট করার সুযোগ পাবেন না? এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছিলেন ২০১৯ আইপিএলে রবিচন্দ্রণ অশ্বিন (Ravichandran Ashwin)। রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যে চলছিলো ম্যাচ। রাজস্থান ওপেনার বাটলারকে (Jos Buttler) ‘মানকাড’ পদ্ধতিতে সাজঘরে ফেরান অশ্বিন। তারপর থেকেই এই ধরনের রান আউট নিয়ে জোর চর্চা চলছে ক্রিকেট দুনিয়ায়। গতকাল আরও একবার নন-স্ট্রাইকার প্রান্তে উইকেট খোয়াতে দেখা গেলো রোয়ান্ডার এক ব্যাটারকে। মেয়েদের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে পাকিস্তান-রোয়ান্ডা ম্যাচে এই ‘মানকাড’ আউট নিয়ে জোর আলোচনা সমাজমাধ্যমে।
জাম্পা থেকে শামি, আলোচনার কেন্দ্রবিন্দুতে ‘মানকাড’-

অশ্বিন বিতর্কের পর বেশ কিছুদিন ধামাচাপা থাকলে গত কয়েকদিন ধরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে নন-স্ট্রাইক্টার প্রান্তে রান আউট। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লীগ বিগব্যাশে মানকাডিং এর ব্যর্থ প্রচেষ্টা করে খবরের শিরোনামে এসেছিলেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা (Adam Zampa)। নতুন বছরের একদম গোড়ায় বিগব্যাশের মেলবোর্ন ডার্বিতে টম রজার্স’কে (Tom Rogers) ‘মানকাড’ পদ্ধতিতে আউটের চেষ্টা করেন জাম্পা। তিনি যখন নন-স্ট্রাইকার প্রান্তে রজার্সের বেল ফেলে দেন তখনও ক্রিজের বাইরেই ছিলেন তিনি। কিন্তু মেলবোর্ন স্টারের অধিনায়ক জাম্পার প্রচেষ্টা ব্যর্থ করে দেন তৃতীয় আম্পায়ার। ফুটেজ খতিয়ে দেখে বোঝা যায় যে বোলিং অ্যাকশন সম্পূর্ণ করে ফেলেছিলেন তিনি। তাই আউট হয়েও রক্ষা পান মেলবোর্ন রেনেগেডসের রজার্স। ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচেও ফেরে ‘মানকাডিং’এর স্মৃতি। ৯৮ রানে ব্যাট করা লঙ্কা অধিনায়ক দাসুন শানাকাকে (Dasun Shanaka) নন-স্ট্রাইকার প্রান্তে রান আউট করেন ভারতের মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় পেসার আম্পায়ারের কাছে উইকেটের জন্য আপিল করলেও তা ফিরিয়ে নেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পরের বলে চার মেরে শতরান সম্পূর্ণ করেন শানাকা।
এবার বিশ্বকাপের মঞ্চেও দেখা গেলো ‘মানকাডিং’-

রজার্স বা শানাকা বেঁচে গেলেও ভাগ্য অবশ্য ততটা সুপ্রসন্ন হলো না রোয়ান্ডার শাকিলা নিয়োমুহোজার (Shakila Niyomuhoza)। গতকাল মেয়েদের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিলো রোয়ান্ডা। পচেস্ট্রুমের মাঠে রোয়ান্ডা ইনিংসের শেষতম ওভারে তাঁকে নন-স্ট্রাইকার প্রান্তে রান আউট করেন পাক বোলার জেব-উন-নিসা (Zaib-Un-Nisa)। তিনি বল ডেলিভারি করার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে পড়েছিলেন শাকিলা (Shakila Niyomuhoza)। মাঝপথেই বোলিং থামিয়ে উইকেট ভেঙে দেন পাক বোলার। ম্যাচে রোয়ান্ডার দেওয়া ১০৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সহজেই ৮ উইকেটে জিতে যায় পাকিস্তান। তবে প্রতিপক্ষ ব্যাটারকে একবারও সতর্ক না করে সরাসরি ‘মানকাড’ পদ্ধতিতে আউট করা নিয়ে ফের একবার শুরু হয়েছে বিতর্ক। ফের একবার এই রান আউটকে ‘স্পিরিট’-এর পরিপন্থী বলে সরব হয়েছেন এক শ্রেণির বিশেষজ্ঞ। প্রসঙ্গত কয়েকদিন আগে ডেলিভারি সম্পূর্ণ করার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে পরায় দক্ষিণ আফ্রিকার থেনিস দে ব্রুইনি’কে (Theunis De Bruyn) সতর্ক করেছিলেন অস্ট্রেলিয়ার মিচের স্টার্ক (Mitchell Starc)। এর পরিপ্রেক্ষিতে অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) জানিয়েছিলেন, “এক বা দুইবার সতর্ক করে দেওয়া যেতে পারে, কিন্তু বারবার এমন চলতে থাকলে অবশ্যই আউট করার কথা ভাববো আমরা।”
দেখে নিন পাকিস্তান-রোয়ান্ডা ম্যাচের ‘মানকাডিং’ এর ঘটনাটি-
Pakistan’s Zaib-un-Nisa runs out the non-striker in the U19 World Cup match against Rwanda. Brilliantly done. That’s how it should be. Train them young! https://t.co/SsEjLGJxpZ
— Mazher Arshad (@MazherArshad) January 15, 2023