নবম এশিয়া কাপ ট্রফি জয়ের উদ্দেশ্যে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে চলা ভারতীয় দলে থাকছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) মতন তারকারা। এটি এশিয়া কাপের ১৭তম আসর। এবার এই আসরে প্রথম শিরোপা জিততে চাইবে বাংলাদেশ পুরুষ দল। আসলে, এশিয়া কাপে বাংলাদেশের যাত্রা সবসময়ই লড়াই আর সম্ভাবনার গল্প। তিনবার ফাইনালে পৌঁছেও ট্রফি জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল শাকিব-মুশফিকুরদের। ২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে এবং ২০১৬ ও ২০১৮ সালে ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হারতে হয়েছিল টাইগারদের। বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন নেতৃত্বের ভার লিটন কুমার দাসের (Liton Kumer Das) হাতে। এবারও টাইগাররা চোখ রেখেছে সেই বহু কাঙ্ক্ষিত শিরোপার দিকেই।
এশিয়া কাপের আগে বড় সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটে

বাংলাদেশ ক্রিকেটে আসন্ন এশিয়া কাপ ঘিরে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। টুর্নামেন্টের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) নিতে চলেছে একটি বড় সিদ্ধান্ত। সূত্রের দাবি, আসন্ন এশিয়া কাপকে পাখির চোখ করতে এবার বড় সিদ্ধান্ত নিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে (Mahmudullah Riyad) দেওয়া হতে পারে বাংলাদেশের নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব।
Read More: দলের কোহিনূরকে হারাচ্ছে KKR, সঞ্জুকে দলে আনতে নেওয়া হলো চরম সিদ্ধান্ত !!
দীর্ঘ সময় ধরে মাহমুদউল্লাহ বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে দাপটের সঙ্গে খেলে এসেছেন। বাংলাদেশের অন্যতম সেরা খেলবারদের একজন হলেন রিয়াদ। একাধিক বার ম্যাচেই তিনি বাংলাদেশকে জিতিয়েছেন। সাদা বলের ক্রিকেটে তিনি ছিলেন অভিজ্ঞতার ভান্ডার। তবে, ক্যারিয়ারের শেষ দিকে সেভাবে ছন্দ দেখাতে পারেননি রিয়াদ। তবে, অভিজ্ঞতায় ভরা রিয়াদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে বিসিবি।
রিয়াদের আগমনে ভাগ্য খুলবে বাংলাদেশের

বোর্ডের একাধিক সূত্রে দাবি জানিয়েছে, এশিয়া কাপ ২০২৫-এর আগে জাতীয় দলে সঠিক সংমিশ্রণ তৈরি ও অভিজ্ঞতার ভারসাম্য রাখাটা দলকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ। আর তার জন্যই প্রয়োজন সঠিক দল গঠনের। এবার জাতীয় দলের জন্য নির্বাচক পরিবর্তন করতে চলেছে। তাঁর উপস্থিতিতে টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে বিশ্বাস অনেকের।
বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে নতুন প্রজন্মের একাধিক তরুণ ক্রিকেটার উঠে আসছে। তাদের মধ্যে সঠিক প্রতিভা চিহ্নিত করা এবং আন্তর্জাতিক মঞ্চে সুযোগ করে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব এখন নির্বাচক মণ্ডলীর হাতে। মাহমুদউল্লাহর দীর্ঘ অভিজ্ঞতা, শান্ত স্বভাব এবং ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি এই পদে তাঁকে আলাদা করে তোলে। যদিও, বিসিবি আনুষ্ঠানিক ভাবে তাঁর নাম এখনও ঘোষণা করেনি। বিসিবি সূত্রের দাবি, এশিয়া কাপের জন্য রিয়াদই বাংলাদেশ দল নির্বাচন করবেন। সব মিলিয়ে, মহমুদউল্লাহকে প্রধান নির্বাচক করার সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে।