আইপিএলের আগেই মাথায় হাত ভক্তদের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তারকা ক্রিকেটার !! 1

সামনেই শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2025) ১৮তম আসর। সদ্য আন্তর্জাতিক ওডিআই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বেশ কয়েক তারকা ক্রিকেটাররা। অজি দলের তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ (Steven Smith) ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল ম্যাচে পরাজিত হওয়ার পর এই ফরম্যাট থেকে অবসরে সিদ্ধান্ত নিয়েছেন পাশাপাশি বাংলাদেশ দলের প্রাক্তন অধিনায়ক মুশফিকুর রহিম চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই নিজের অবসরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই তালিকায় নাম লেখালেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা মিডিল অর্ডার ব্যাটসম্যান হলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি সমাপ্ত হওয়ার পরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা ব্যাটসম্যান।

অবসর নিলেন তারকা খেলোয়াড়

Ipl 2025
Mahmudullah | Image: Getty Images

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্স এর কারণে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রহিম। এবার সেই পথেই হাঁটলেন আর এক তারকা ক্রিকেটার মাহমদুল্লা রিয়াদও। তাছাড়া, ২০২১ সালে টেস্ট ফরম্যাট থেকে বিদায় নিয়েছিলেন রিয়াদ। এরপর, ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে সেই ফরম্যাট থেকে বিদায় জানিয়েছিলেন তিনি। সামনেই চ্যাম্পিয়ন ট্রফির কথা চিন্তা করে বাংলাদেশ দলের হয়ে খেলা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রীতিমতন ব্যর্থ হয়েছিলেন রিয়াদ। যে কারণে অবসরের পথ বেছে নিয়েছেন তিনি। আগেই টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।

READ MORE: IPL 2025: আইপিএল শুরুর আগে চোটের কবলে কোচ দ্রাবিড়, চিন্তায় রাজস্থান রয়্যালস !!

নিজের সোশ্যাল মিডিয়ায় অবসরের কথা ঘোষণা করলেন রিয়াদ। অবসরের প্রসঙ্গে মন্তব্য করে রিয়াদ লিখেছেন, “আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার সহকর্মী, কোচ, আমার ভক্তদের আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। যারা আমাকে আমার ক্যারিয়ারে সাহায্য করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার মা, বাবা, শ্বশুরমশাই, আমার ভাই ও কোচ ও পরামর্শদাতা সবাইকে ধন্যবাদ জন্যই। আমার শৈশব থেকে এঁনারা আমার পাশেই ছিলেন।

তারকা অলরাউন্ডার আরও লেখেন, “আমার স্ত্রী ও বাচ্চাদের ধন্যবাদ জানাতে চাই। তারা আমার ভালো ও খারাপ সময়ে পাশে ছিলেন। আমি জানি আমার ছেলে আমাকে লাল সবুজ জার্সিতে খুবই মিস করবে তবে সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না। তবে আপনাকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে।

মাহমুদুল্লাহর আন্তর্জাতিক ক্যারিয়ার

Mahmudullah
Mahmudullah । Image: Getty Images

২০২৭ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মাহমদুল্লার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি শেষবার ওডিআই ম্যাচ খেলেছিলেন। পাশাপশি, ২০২১ সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন রিয়াদ। ২০২৪ সালে শেষবার অক্টোবরে ভারতের বিরুদ্ধেই ক্যারিয়ারের শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন তিনি। ক্যারিয়ারে ২৩৯ টি ওডিআই ম্যাচ, ৫০টি টেস্ট এবং ১৪১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ক্যারিয়ার জুড়ে ৩১.৮৩ গড়ে মোট ১১,০৪৭ রান বানিয়েছেন এবং ৯বার শতরান ও ৫৬ বার অর্ধ-শতরান হাঁকিয়েছেন তিনি। পাশাপশি, তিন ফরম্যাটে তিনি ১৬৬টি উইকেট নিয়েছেন।

Read Also: IPL 2025: নতুন রুপে রাহানে, রাসেল, নতুন উদ্যমে প্রস্তুতি শুরু করলো KKR !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *