ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি থেকে দুটি টি-২০ আর তারপর ২ মার্চ থেকে পাঁচটি ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে হবে। এর জন্য ভারতীয় দলের ঘোষণা হয়ে গিয়েছে। তার আগে এখন মহেন্দ্র সিং ধোনি সমেত সমস্ত ভারতীয় খেলোয়াড় ছুটি কাটাচ্ছেন। দল এই মুহুরর প্রায় তিন মাসের অস্ট্রেলিয়া আর নিউজিল্যাণ্ড সফর থেকে ফিরে এসেছে।
ধোনির ভিডিয়ো হচ্ছে ভাইরাল
ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনিওস্ট্রেলিয়া সিরিজের আগে নিজের লুক বদলে ফেলেছেন। এর সঙ্গেই ধোনি মুম্বাইতে ফুটবল খেলছিলেন।এর ভিডিয়ো আর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এতে ধোনিকে ফুটবল খেলতে দেখা যাচ্ছে। তার সঙ্গে ভারতীয় দলের বাইরে থাকা যুবরাজ সিংকেও দেখা যাচ্ছে। যুবরাজ এই বছর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য।
সিনে তারকারাও ছিলেন সঙ্গে
এটি একটি চ্যারিটি ম্যাচ ছিল আর এতে বেশ কয়েকজন সিনে তারকাও উপস্থিত ছিলেন।এই দুই খেলোয়াড়ের সঙ্গে আদর জৈন, অপারশক্তি খুরানা, দিনো মরিয়া,শশাঙ্ক খৈতানকেও ফুটবল খেলতে দেখা যায়। সেখানে এই তারকাদের খেলতে দেখে যথেষ্ট ভীড়ও জমা হয়ে যায়। সকলেই ধোনির সঙ্গে সেলফি নেওয়ার চেষ্টা করছিলেন।
এখানে ক্লিক করে দেখুন ছবি আর ভিডিয়ো