শোকের ছায়া ক্রিকেটমহলে, ম্যাচের মাঝেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু মুম্বইয়ের খেলোয়াড়ের !! 1

বড়দিনের আনন্দের মাঝেই এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো মহারাষ্ট্রের জালনা এলাকার ক্রিকেটপ্রেমীরা। উৎসব উপলক্ষ্যে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছিলো সেখানে। প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছিলো ক্রিসমাস ক্রিকেট ট্রফি। সেখানেই ব্যাটিং করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বছর ৩২-এর এক খেলোয়াড়। জানা গিয়েছে যে মৃতের নাম বিজয় প্যাটেল (Vijay Patel)। দুর্ঘটনার একটি ভিডিও’ও এসেছে প্রকাশ্যে। সেখানে দেখা গিয়েছে যে ২১ নম্বর জার্সিধারী বিজয় নন-স্ট্রাইকারের সাথে একপ্রস্থ আলোচনা সেরে ক্রিজে ফিরছিলেন। হঠাৎ’ই পিচের মাঝে বসে পড়েন তিনি। এরপর টলে পড়ে যান। কিছুক্ষণ কাঁপছিলো তাঁর শরীরটি। তারপর স্থির হয়ে যান বিজয় (Vijay Patel)।

Read More: ‘অপয়া’ কি গম্ভীর নাকি অন্য কেউ? ভারতীয় ক্রিকেটের অন্দরমহলে উঠছে প্রশ্ন !!

সঙ্গে সঙ্গে ছুটে আসেন মাঠে উপস্থিত অন্যান্য খেলোয়াড়রা। ওঠানোর চেষ্টা করেন বিজয়কে। কিন্তু শেষরক্ষা হয় নি আর। ঘটনাস্থলেই মৃত্যু হয় বিজয় প্যাটেলের। এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য সামনে আসে নি। তবে প্রাথমিক ভাবে অনুমাণ করা হচ্ছে যে হৃদরোগে আক্রান্ত হয়েই প্রাণ হারিয়েছেন ঐ ক্রিকেটার। পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। বিজয়ের (Vijay Patel) মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে সামনে আসবে সত্যিটা। পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার। এই মর্মান্তির দুর্ঘটনা স্তম্ভিত করে দিয়েছে জালনার ক্রিকেটপ্রেমীদের। ৩২ বর্ষীয় যুবকের অকালমৃত্যুতে শোকে মুহ্যমান সকলেই। বড়দিনের ঐ ক্রিকেট টুর্নামেন্ট সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেওয়া হয়।

এই প্রথম নয়, গত জুন মাসেও মহারাষ্ট্রেই ক্রিকেট খেলার সময় প্রাণ হারিয়েছিলেন বছর ৪২-এর রাম গণেশ তেওয়ার (Ram Ganesh Tewar)। মুম্বইয়ের থানে অঞ্চলের একটি ফার্ম হাউজে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছিলো একটি কোম্পানি। সেখানে দুর্দান্ত একটি ছক্কা হাঁকানোর পর মুহূর্তে মাঠে লুটিয়ে পড়েন গণেশ। জালনার বিজয় প্যাটেলের মত তাঁরও মৃত্যু হয় মাঠেই। একের পর এক এই জাতীয় ঘটনা স্থানীয় টুর্নামেন্টগুলির পরিকাঠামো ও প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে। আন্তর্জাতিক ক্রিকেটেও মাঠের মধ্যে খেলোয়াড়ের মৃত্যুর নজির রয়েছে। অস্ট্রেলিয়ার ফিল হিউজ (Phil Hughes) শেফিল্ড শীল্ডের ম্যাচে শন অ্যাবটের বাউন্সারে মাথায় আঘাত পান। বেশ কিছুদিন কোমায় থাকার পর হাসপাতালে প্রাণ হারান তিনি। ভারতের রমন লাম্বা, অঙ্কিত কেশরীরাও প্রাণ হারিয়েছে মাঠেই।

দেখে নিন দুঃখজনক ঘটনাটি-

Also Read: “রোহিতকে সিদ্ধান্ত নিতেই হবে…” অবসর নিন অধিনায়ক, প্রচ্ছন্ন ইঙ্গিত রবি শাস্ত্রীর !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *