সামনেই এশিয়া কাপ, আর এই অবহে ক্রিকেট মহলে পরিবর্তনের জোয়ার। এবার, জয় শাহ, রোহন জেটলির পর ক্রিকেট প্রশাসনে যোগ দিলেন আরও এক রাজনীতিবিদের সন্তান। গুজরাত ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গে জয়েন্ট সেক্রেটারি ভূমিকা পালন করেছিলেন। তারপরেই বিসিসিআইয়ের অংশ হয়ে উঠেছিলেন জয়। বর্তমানে তিনি আইসিসির সভাপতি পদে রয়েছেন। অন্যদিকে, অরুণ জেটলির পুত্র রোহান জেটলি দিল্লি এসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়েছেন। এবার, মধ্যপ্রদেশের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ছেলে, ২৯ বছরের মহানার্যমান সিন্ধিয়া হয়েছেন এমপিসিএ-র (মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন) সভাপতি। এই বয়সে তিনিই সংস্থার সর্বকনিষ্ঠ সভাপতি হয়ে উঠলেন।
সিন্ধিয়া পরিবার বহুদিন ধরেই এমপিসিএ’র সঙ্গে জড়িয়ে রয়েছে। মাধবরাও সিন্ধিয়া থেকে শুরু করে জ্যোতিরাদিত্য সবাই এই আগে পদে বসেছেন। এবার সেই দায়িত্ব উঠল নতুন প্রজন্ম মহানার্যমানের কাঁধে। গত শনিবার ছিল সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন। যদিও, ক্রিকেট মহলের একাংশ অবশ্য একে সরাসরি ‘পরিবারতন্ত্র’ বলে কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন।
Read More: ৬,৬,৬,৬,৬,৬..’, ৩৮ বছর বয়সে CPL’এ অবিশ্বাস্য ইনিংস, তান্ডব রূপে ফিরলেন কাইরন পোলার্ড !!
এমপিসিএর নতুন সভাপতি হলেন মহানার্যমান সিন্ধিয়া

২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে, প্রার্থী না থাকায় ফলাফল প্রায় নিশ্চিত। মঙ্গলবার নতুন কার্যকরী সমিতি গঠন হবে। মহানার্যমানের কথা বলতে গেলে, তিনি লন্ডনের স্কুল অফ ইকোনমিকস থেকে পড়াশোনা করেছিলেন। এরপর, ২০২২ সালে গোয়ালিওরের ক্রিকেট সংস্থার সহ-সভাপতি হয়েছিলেন। অন্যদিকে, তিনি মধ্যপ্রদেশ ক্রিকেট লিগের প্রধান। অনেকেই মনে করছেন যে, ক্রিকেট প্রশাসনই হলো তাঁর ভবিষ্যতের রাজনৈতিক ক্যারিয়ারের প্রথম ধাপ।
পাশাপশি, নতুন কার্যনির্বাহীতে সহ-সভাপতি হিসাবে বিনীত শেঠিয়াকে নিয়োগ করা হয়েছে। সচিব হিসাবে সুধীর আসনানি, যুগ্ম সম্পাদক হিসাবে অরুন্ধতী খেরকিরে এবং কোষাধ্যক্ষ হিসাবে সঞ্জীব দুয়া অন্তর্ভুক্ত রয়েছে। সন্ধ্যা আগরওয়াল, প্রসূন কানামদিকার, রাজীব রিসোদকর এবং বিজয়েশ রানা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। তাছাড়া, ক্রিকেট কমিটিতে রয়েছেন প্রদীপ ব্যানার্জি, রমনিক প্যাটেল এবং অভয় লাগাতে। অন্যদিকে বিদায়ী এমপিসিএ সভাপতি অভিলাষ খান্ডেকার তার মেয়াদের কথা স্মরণ করে বলেছেন, “গত ছয় বছরে এমপিসিএ বেশ কয়েকটি মাইলফলক অর্জন করেছে। আমি আশা করি মহানার্যমান সিন্ধিয়ার নেতৃত্বে নবনির্বাচিত নির্বাহী কমিটি সমিতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।“