ভারতীয় দল বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে। অজিদের বিরুদ্ধে ভারত সাদা বলের দুটি সিরিজ খেলবে, প্রথমেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা ওডিআই ফরম্যাট খেলবে। তারপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল। এই সিরিজের আগেই বদলে গেছে ভারতের অধিনায়ক। ওডিআই ফরম্যাটের নতুন নেতা হয়েছেন শুভমান গিল (Shubman Gill)। শুভমান নেতা হলেও দলে রেখে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে (Rohit Sharma)। ক্যাপ্টেন ও ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে এসেছেন হিটম্যান। তবে, তরুণ তারকা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) দলে সুযোগ পেতে বেড়েছে আরও ধোঁয়াশা। রোহিতের দলে জায়গা নিয়ে রয়েছে সংশয়। এই মুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন জয়সওয়াল। তারকা এই খেলোয়াড় যেভাবে এগিয়ে এসেছেন তাতে খুব জলদি তিন ফরম্যাটের খেলোয়াড় হয়ে উঠবেন তিনি।
জয়সওয়ালের প্রশংসায় পঞ্চমুখ মদন লাল

এবার জয়সওয়ালের প্রশংসায় পঞ্চমুখ হলেন ভারতের সাবেক তারকা অলরাউন্ডার এবং ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য মদন লাল (Madan Lal)। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন মদন। তাঁর মতে, জয়সওয়াল এমন এক প্রতিভা যাকে কোনও ফর্ম্যাটেই বাদ দেওয়া উচিত নয়। একটি সাক্ষাৎকারে মদন লাল বলেছেন, “আমি যদি একজন নির্বাচক হতাম, তাহলে কখনও জয়সওয়ালকে কোনও ফর্ম্যাট থেকে বাদ দিতাম না। তিনি একজন প্রকৃত ম্যাচ উইনার। তিনি অস্ট্রেলিয়ার মাটিতেও নিজেকে প্রমাণ করেছেন। ওয়ানডেতে সেভাবে সুযোগ না পেলেও, টেস্ট ও টি-টোয়েন্টিতে তিনি অনবদ্য। তাঁর মতো খেলোয়াড়কে সবসময় একাদশে থাকা উচিত।”
Read More: “হাল ছাড়িনি..”, চলবে না গম্ভীরের দাদাগিরি, ২০২৭ বিশ্বকাপ খেলবেন বলে বার্তা দিলেন বিরাট !!
নামের প্রতি সুবিচার করেছেন জয়সওয়াল

শুধু, মদন লালের মুখের কথা নয় জয়সওয়ালের পরিসংখ্যানও তাঁর পক্ষে সাক্ষ্য দিচ্ছে। মাত্র ২৬টি টেস্টে তিনি করেছেন ২,৪২৮ রান, গড় ৫১.৬৫। এই সময়কালে জয়সওয়াল সতটি সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছেন। ইংল্যান্ডে দুটি ও অস্ট্রালিয়ায় একটি সেঞ্চুরি আছে তাঁর নামে। তাঁর সর্বোচ্চ স্কোর ২১৪*, আর সাতটি সেঞ্চুরির মধ্যে পাঁচটি এসেছে ১৫০ রানের বেশি ইনিংসে। এই তরুণ বাঁহাতি ব্যাটার ইতিমধ্যেই বিশ্বমানের টেস্ট ব্যাটসম্যানদের কাতারে নিজের জায়গা করে নিয়েছেন। টি-টোয়েন্টিতেও সমান ভাবে কার্যকর জয়সওয়াল। ১৬৪’ স্ট্রাইক রেটে ও ৩৬’এর বেশি গড়ে ৭০০’এর বেশি রান করেছেন জয়সওয়াল। এমন পারফরম্যান্সই প্রমাণ করে যে, জয়সওয়াল ভারতের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ। রোহিতের কারণেই ওডিআই ফরম্যাটে সুুুযোগ মেলেনি যশস্বীর। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ভক্তদের নজরে থাকবেন জয়সওয়াল।