আইপিএলে (IPL 2025) আত্মপ্রকাশ করার পর থেকেই লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) ট্রফি জয়ের লড়াই চালাচ্ছে। এই বছর মেগা নিলামে তারা রেকর্ড দামে ঋষভ পান্থকে (Rishabh Pant) দলে নিয়ে রীতিমতো চমক দিয়েছিল। তার কাঁধে নেতৃত্বের দায়িত্ব পর্যন্ত তুলে দেন কর্মকর্তারা। কিন্তু ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে পান্থ দলকে টুর্নামেন্টে এগিয়ে নিয়ে যেতে পারেননি। এর ফলে তারা প্লে-অফে পৌঁছাতেই ব্যর্থ হয়। এই কারণে আগামী আইপিএলের আগে এবার প্রস্তুতিতে নেমে পড়েছে লখনউয়ের কর্মকর্তারা। মিনি নিলামের আগে একাধিক তারকা ক্রিকেটারকে তারা ছেড়ে দিতে পারে বলে খবর সামনে এসেছে।
Read More: IPL 2026: বাদ রোহিত-হার্দিক-বুমরাহ, ২০২৬ IPL’এর জন্য রিটেন লিস্ট প্রকাশ করল মুম্বাই ইন্ডিয়ান্স !!
লখনউ সুপার জায়ান্টসের পারফর্মেন্স-

ঋষভ পান্থের নেতৃত্বে লিগ পর্বে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে লড়াই করতে ব্যর্থ হয়েছিল লখনউ সুপার জায়ান্টস। তারা ১৪ ম্যাচের মধ্যে ৮ ম্যাচে হারের সম্মুখীন হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। পান্থের ব্যাট থেকে ১৪ ম্যাচে আসে ২৬৯ রান। ফলে ২৭ কোটি টাকা সম্পূর্ণ জলে গেল বলে ভক্তরা উল্লেখ করে কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন।
বছর অনুযায়ী LSG’এর পারফর্মেন্স-
২০২২- চতুর্থ
২০২৩- চতুর্থ
২০২৪- সপ্তম
২০২৫- সপ্তম
LSG’এর সম্ভাব্য রিটেন তালিকা-

এইডেন মার্করাম, আরিয়ান জুয়েল, নিকোলাস পুরান, মিচেল মার্শ, আব্দুল সামাদ, শাহবাজ আহমেদ, যুবরাজ চৌধুরী, রাজবর্ধন হাঙ্গারগেকর, আরশিন কুলকার্নি, আয়ুষ বাদোনি, আবেশ খান, আকাশ দীপ, রবি বিষ্ণোই, দ্বিগেশ সিং, এম সিদ্ধার্থ, যুবরাজ যাদব, উইলিয়াম ও’রোর্ক
LSG’এর সম্ভাব্য রিলিজ তালিকা-
ঋষভ পান্থ, ডেভিড মিলার, শার্দুল ঠাকুর, আকাশ সিং, শামার জোসেফ, হিম্মত সিং, আব্দুল সামাদ, ম্যাথিউ ব্রিটজকে