IPL 2026: বাদ ডেভিড মিলার-রবি বিষ্ণ‌ই, আগামী আইপিএলের জন্য সম্পূর্ণ রিটেন তালিকা প্রকাশ করল লখন‌উ সুপার জায়ান্টস !! 1

আইপিএলে (IPL 2026) আত্মপ্রকাশ করার পর থেকেই লখন‌উ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) শক্তিশালী দল হিসেবে নিজেদের তৈরি করেছে। তবে এই দলটি এখন‌ও পর্যন্ত টুর্নামেন্টের ফাইনালে পৌঁছাতে সক্ষম হয়নি। এই বছর আইপিএলে ঋষভ পান্থকে (Rishabh Pant) রেকর্ড দামে দলে নিয়ে কৌশল সাজিয়েছিলেন সঞ্জিব গোলেঙ্কা (Sanjiv Goenka)। কিন্তু ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার সঙ্গে সঙ্গে দলকেও এগিয়ে নিয়ে যেতে পারেননি এই তারকা ব্যাটসম্যান। ভক্তদের রীতিমতো হতাশ করেছিলেন তিনি।

১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচে হারের সম্মুখীন হয়েছিল এল‌এসজি (LSG)। এই কারণে আগামী আইপিএলের আগে এখন থেকে দল গোছানোর কাজে মাঠে নেমে পড়েছেন কর্মকর্তারা। সবদিক থেকে দল গুছিয়ে নিজেদের তৈরি করতে চাইছেন তারা। আজ সম্পূর্ণ রিটেন তালিকা প্রকাশ করা হয়েছে। বেশ কিছু তারকার ক্রিকেটারকে ছেড়ে দিল লখন‌উ।

Read More: চমকের পর চমক KKR’এর, বোলিং কোচ হিসেবে এন্ট্রি নিলেন কিউই তারকা !!

LSG’এর রিটেন তালিকা-

IPL 2026: বাদ ডেভিড মিলার-রবি বিষ্ণ‌ই, আগামী আইপিএলের জন্য সম্পূর্ণ রিটেন তালিকা প্রকাশ করল লখন‌উ সুপার জায়ান্টস !! 2
Lucknow Super Giants | Image: Getty Images

ব্যাটসম্যান- ঋষভ পান্থ, এইডেন মার্করাম, আব্দুল সামাদ, আয়ুশ বাদোনি, হিম্মত সিং, ম্যাথিউ ব্রিটজকে, নিকোলাস পুরান

অলরাউন্ডার- মিচেল মার্শ, শাহবাজ আহমেদ, আরশিন কুলকার্নি

বোলার- মহম্মদ শামি (Trade In), আবেশ খান, মায়াঙ্ক যাদব, মহসিন খান, দ্বিগেশ সিং, এম সিদ্ধার্থ, আকাশ সিং, প্রিন্স যাদব

Read Also: আসন্ন আইপিএলের আগে বড় চাল লখনৌ শিবিরে, মোহম্মদ শামিকে করলো শামিল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *