IPL 2025: এবারের আইপিএলের আসরে লখনৌ সুপার জায়ান্টস দলের প্রদর্শন বেশ ভালো। চলতি আইপিএলের মঞ্চে লখনৌ মোট ৫টি ম্যাচ খেলেছে যেখানে তিনটি জয় সুনিশ্চিত করেছে। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পরাজিত হতে হয়েছিল লখনৌকে, এরপর সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিয়েছিল লখনৌ দল। ক্যাপ্টেন ঋষভ পন্থের (Rishabh Pant) নেতৃত্বে সঞ্জীব গোয়েঙ্কার এই দলটি বেশ দারুন ফর্মে রয়েছে। তবে, দলের এই ভালো ফলাফলের পিছনে ক্যাপ্টেন পন্থ কিংবা দলের স্টার ব্যাটসম্যান নিকোলাস পুরান (Nicholas Pooran) নন, হাত রয়েছে মালিক সঞ্জীব গোয়েঙ্কার।
ষষ্ঠ স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস

এবারের আইপিএলে লখনৌ দলের অধিনায়ক হিসেবে দেখতে পাওয়া যাচ্ছে ঋষভ পন্থ (Rishabh Pant)। ভারতীয় দলের তারকা ক্রিকেটার এবারের আইপিএলে সবথেকে দামি খেলোয়াড় হয়েছিলেন। তাকে ২৭ কোটিতে দলে শামিল করেছিল লখনৌ সুপার জায়ান্টস ফ্রাঞ্চাইজি। ক্যাপ্টেন হিসাবে পন্থকে বেশ স্বচ্ছন্দের মধ্যে দেখা যাচ্ছে। তবে, পন্থের ব্যাট থেকে আসেনি কোনো বড় স্কোর, ২৭ কোটির পন্থ সর্বকুল ৪.৭৯ গড়ে ১৯ রান বানিয়েছেন। লখনৌয়ের হয়ে সর্বাধিক রান হাঁকিয়েছেন নিকোলাস পুরান (Nicholas Pooran)। ৫ ইনিংসে পুরান ৭২ গড়ে ও ২২৫ গড়ে ২৮৮ রান বানিয়েছেন। এমনকি মিচেল মার্স দলের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান বানিয়েছেন। মার্স ওপেনিং করতে এসে এবারের আইপিএলে ৫ ইনিংসে ৫৩ গড়ে এবং ১৮০.২৮ স্ট্রাইক রেটে ২৬৫ রান হাঁকিয়েছেন।
Read More: IPL 2025, CSK vs KKR STATS REVIEW: চেপকে ভাঙলো CSK’এর গর্ব, নাইটদের কাছে ৮ উইকেটে পরাস্ত হতেই তৈরি হলো ৮ টি নয়া রেকর্ড !!
গোয়েঙ্কা যোগে জয় পাচ্ছে LSG

যদিও এই খেলোয়াড়দের প্রদর্শন নয় বরং দল মালিক সঞ্জীব গোয়েঙ্কার জন্যই ম্যাচ জিততে লখনৌ সুপার জায়ান্টস। আসলে, সঞ্জীব গোয়েঙ্কা একজন খেলা প্রেমী মানুষ, ক্রিকেট ও ফুটবল উভয় খেলতেই দল রয়েছে গোয়েঙ্কার। মোহন বাগান সুপার জায়ান্টস এবং লখনৌ সুপার জায়ান্টস- এই দুই ফ্রাঞ্চাইজির মালিক হলেন গোয়েঙ্কা। ফুটবলে শিরোপা অর্জন করলেও গোয়েঙ্কা পরিবার এখনও আইপিএল শিরোপা জিততে পারেনি। তবে, এবারের আইপিএলে তাঁর এক কর্মকান্ডের জন্য একের পর এক ম্যাচ জিতছে LSG। আসলে, সঞ্জীব তাঁর দলের খেলা দেখতে প্রায় সব স্টেডিয়ামে হাজির হন। যেখানে তাকে একটি সাদা কাগজ মাথায় ঠেকাতে দেখা যায়, আসলে সেই সাদা কাগজটি হনুমান চল্লিশা। গোয়েঙ্কা হনুমান জীর বড় ভক্ত। যে কারণে এবারের আইপিএলে তাঁকে হনুমান জীর ছবি সহ আসতে দেখা যাচ্ছে। আর এটিই LSG’এর জয়ের মূল কারণ।