IPL 2025: দিল্লী ক্যাপিটালস ছেড়ে মেগা নিলামে নাম লিখিয়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তরুণ উইকেটরক্ষক-ব্যাটারকে পেতে একাধিক ফ্র্যাঞ্চাইজি যে ঝাঁপাবে তা জানাই ছিলো। জেড্ডার মেগা নিলামে প্রত্যাশিত ভাবেই বেশ দড়ি টানাটানি চলে তাঁকে নিয়ে। ঋষভের জন্য মরিয়া হয়ে লড়াইতে নেমেছিলো সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH) ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস। দর ২০ কোটি পেরোনোর পর তাঁর পুরনো দল দিল্লী ক্যাপিটালসও যোগ দেয় লড়াইতে। রাইট টু ম্যাচ কার্ড ব্যবহারের চেষ্টা করেছিলেন কিরণ কুমার গ্রান্ধী, পার্থ জিন্দল’রা। সানরাইজার্স পিছু হটলেও হাল ছাড়তে রাজী ছিলো না লক্ষ্ণৌ। একধাক্কায় অনেকটা দর বাড়িয়ে দেয় তারা। শেষমেশ ২৭ কোটি টাকার বিনিময়ে সুপারজায়ান্টস শিবিরেই নাম লেখান ঋষভ। আইপিএল (IPL) ইতিহাসে সর্বোচ্চ দর পেয়ে তৈরি করে নতুন রেকর্ড।
Read More: ধোনি’কে রেখেই আগামী IPL-এর ছক সাজাচ্ছে চেন্নাই সুপার কিংস, বাদের খাতায় ৭ ক্রিকেটার !!
পন্থকে ‘রিলিজ’ করছে লক্ষ্ণৌ-

গত মরসুমে প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারে নি লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। ঘুরে দাঁড়াতে স্কোয়াডের ভোলবদলের পথে হেঁটেছিলো ফ্র্যাঞ্চাইজি। সরিয়ে দেওয়া হয় অধিনায়ক কে এল রাহুল’কে। তাঁর বিকল্প হিসেবেই পন্থের উপর বাজি ধরেছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা। কিন্তু ২৭ কোটির সেই বিনিয়োগ বিশেষ সাফল্য এনে দিতে পারে নি ‘নবাবের শহরের’ ফ্র্যাঞ্চাইজিকে। মরসুমের শুরুটা পন্থ (Rishabh Pant) করেছিলেন পুরনো দল দিল্লীর বিরুদ্ধে ব্যাট হাতে শূন্য রান করে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেন নি তিনি। চেন্নাইয়ের বিরুদ্ধে একটি মন্থর ৬৩ রানের ইনিংস ছাড়া উল্লেখযোগ্য কোনো রানই আসে নি ঋষভের ব্যাটে। চলতি আইপিএলে (IPL) এখনও পর্যন্ত ১২টি ইনিংস খেলেছেন তিনি। এরমধ্যে দশের গণ্ডী পেরোতে তিনি ব্যর্থ হয়েছেন ৭টিতে। শূন্য করেছেন তিন বার। ১২.২৭ গড় ও ১০০ স্ট্রাইক রেটে তাঁর মোট সংগ্রহ মাত্র ১৩৫ রান।
শুধুমাত্র ব্যাটিং নয়, অধিনায়ক হিসেবেও ঋষভের (Rishabh Pant) পারফর্ম্যান্স তথৈবচ। চাপের মুখে কোনো তফাৎ’ই গড়ে দিতে পারে নি তাঁর মগজাস্ত্র। দিল্লীর বিরুদ্ধে এক উইকেটে হেরে মরসুম শুরু করেছিলো তাঁর দল। এরপর হারতে হয়েছে আরও ছয়টি ম্যাচ। ১২ ম্যাচ খেলে এখনও পর্যন্ত সুপারজায়ান্টসদের ঝুলিতে মাত্র ১০ পয়েন্ট। প্লে-অফে পৌঁছানোর যে ক্ষীণ আশা বেঁচে ছিলো, তাও মুছে গিয়েছে গত সোমবার সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে লজ্জার পরাজয়ের পর। সূত্রের খবর যে ঋষভের হতাশাজনক পারফর্ম্যান্সে রীতিমত অসন্তুষ্ট লক্ষ্ণৌ থিঙ্কট্যাঙ্ক। ২৭ কোটির বিশাল প্রাইস ট্যাগের সাথে কোনো ভাবেই সুবিচার করতে পারছেন না দিল্লীর ক্রিকেটার, মনে করছেন কর্মকর্তারা। আগামী মরসুমে তাঁকে ধরে রাখা নিয়ে দ্বিধায় কর্মকর্তারা। ডিসেম্বরের মিনি নিলামের আগেই হয়ত ‘রিলিজ’ করে দেওয়া হতে পারে পন্থকে।
তীব্র সমালোচনার মুখে ঋষভ পন্থ-

ঋষভ পন্থের (Rishabh Pant) পারফর্ম্যান্সে সমালোচনার ঝড় বিশেষজ্ঞমহলেও। একটি ইউটিউব ভিডিওতে প্রাক্তনী আকাশ চোপড়া বলেছেন, “আইপিএল স্থগিত হওয়ার আগের ম্যাচে ঋষভকে একাধিক বার উত্তেজিত হয়ে হাত-পা ছুঁড়তে দেখা গিয়েছিলো। দেখেই মনে হচ্ছিলো যে ও খুব বিরক্ত বা হতাশ। এমন কাউকে কখনোই আপনি অধিনায়ক হিসেবে চাইবেন না যাঁকে কিনা মাঠে দেখেই হতাশ বলে মনে হয়। নেপথ্যে কি ঘটছে সেটা আপনি বা আমি কখনোই জানতে পারবো না। তবে একজন অধিনায়কের মুখ দেখে সে যে রেগে আছে তা কখনোই বোঝা যাওয়া উচিৎ নয়। কিন্তু সেদিন ওকে দেখেই বোঝা যাচ্ছিলো যে প্রচণ্ড রেগে রয়েছে।” “ঋষভ পন্থের উপর আমার ফোকাস থাকবে। তবে সত্যিই এই বছর ও ভালো খেলতে পারে নি,” সংযোজন তাঁর। “পাঁচ মিনিটে ওর সমস্যা ঠিক করা যাবে না,” বলেছেন যোগরাজ সিং-ও।