ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বেশ সম্মান অর্জন করেছেন ভক্তদের থেকে। পাশাপাশি ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তিনি তার সেরা প্রদর্শন দেখাচ্ছেন। ২০২৪ বিশ্বকাপ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ব্যাট হাতে দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিলেন রোহিত, এমনকি পুরো টুর্নামেন্ট জুড়ে তার অধিনায়কত্ব ছিল দেখবার মতন। মেগা ফাইনালে যেভাবে তিনি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন তারপর রোহিতকে নিয়ে তোলপাড় হয়ে ওঠে ক্রিকেট বিশ্ব।
মুম্বই ছাড়বেন রোহিত
![হঠাৎ করে দুঃখের পাহাড় ভেঙে পড়লো রোহিত শর্মার মাথায়, হাতছাড়া হলো ৫০ কোটি টাকা !! 2 ipl-2025-hardik-to-leave-mi-to-join-rr](https://bengali.sportzwiki.com/wp-content/uploads/2024/04/hardik-and-rohit-sharma-1024x576.png)
প্রসঙ্গত, আর মাত্র কয়েকদিন বাদেই আইপিএল ২০২৫ এর জন্য প্রতিটি ফ্রাঞ্চাইজিকে তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে হবে। ২০২৪ সালের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে অধিনায়কত্বের পদ হারিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। তার পরিবর্তে ২০২২ আইপিএলে বিজয়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya) মুম্বাই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক বানানো হয়। হার্দিককে অধিনায়ক বানানোর পর মুম্বাইয়ের প্রদর্শন ছিল খুবই সাধারণ, এমনকি পয়েন্ট তালিকায় একদম দশম স্থানে শেষ হয়েছিল মুম্বাইয়ের যাত্রা।
Read More: “আমি চাই যে…” সূর্যকুমারের প্রচ্ছন্ন হুমকি BCCI-কে, বাংলাদেশ সিরিজের আগে স্পষ্ট করে দিলেন ভবিষ্যৎ পরিকল্পনা !!
গতবারে রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানোর পর সমাজমাধ্যমের রোহিত শর্মাকে (Rohit Sharma) নিয়ে নানান গুজব ছড়াতে শুরু করে। জানা গিয়েছিল, রোহিত শর্মাকে আসন্ন মৌসুমীর জন্য ছাড়তে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত আইপিএল ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধিনায়ক, মুম্বাই ইন্ডিয়ান্সকে পাঁচবার আইপিএল শিরোপা জেতানো অধিনায়ক হলেন রোহিতই। তার নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ বছরের মধ্যেই পাঁচবার শিরোপা জয় করেছিল। কিছু দিন আগেই জানা গিয়েছিল এবারের আইপিএলে রোহিত শর্মাকে (Rohit Sharma) ছাড়তে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স।
৫০ কোটি টাকা পাওয়া হলো না রোহিতের
রোহিত শর্মা (Rohit Sharma) যদি নিলামের মঞ্চে ওঠে তাহলে তাকে দলে নিতে ঝাঁপাবে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি। আর তাদের মধ্যে একটি ফ্রাঞ্চাইজি ছিল লখনৌ সুপার জায়ান্টস। গত বছর লখনৌ দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে লোকেশ রাহুলের মাঠের মধ্যেই একটি বিবাদ হয়েছিল, যার পর থেকেই ভক্তরা মনে করে নিয়েছিলেন যে রাহুলকে আর লখনৌ দলের খেলতে দেখা যাবে না। তবে, কেএল রাহুলকে গতকাল নিজের কলকাতার অফিসে ডেকে পাঠান সঞ্জীব গোয়েঙ্কা, আর সেখানেই রাহুলের সঙ্গে আগামী মৌসুমীর চুক্তি সেরে ফেললেন তিনি। কয়েকদিন আগে জানা গিয়েছিল রোহিত শর্মাকে দলে সামিল করতে ৫০ কোটি টাকা খরচা করতেও রাজি ছিলেন দিল্লি ক্যাপিটালস ও লখনৌ সুপার জায়ান্টস এর মালিকরা। আর এই পরিস্থিতিতে রাহুলকে লখনৌ বলে টানার পর রোহিতের পক্ষে আর ৫০ কোটি টাকা টাকা পাওয়া হলো না।