IPL 2025: এক দুরন্ত ম্যাচের পরিসমাপ্তি ঘটলো লখনৌ সুপার জায়ান্টস ও পাঞ্জাব কিংসের মধ্যে (LSG vs PBSK)। আজকের হাই ভোল্টেজ ম্যাচে টস যেতেন পাঞ্জাব দলের অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়ার প্লের ভিতরে অসাধারণ প্রদর্শন দেখিয়ে তিনটি উইকেট তুলে নেন পাঞ্জাব কিংসের বোলাররা। প্রথম ওভারে মিচেল মার্স খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর, ক্যাপ্টেন ঋষভ পন্থ ৫ বলে ২ রান বানিয়ে আবার একবার গ্লেন ম্যাক্সওয়েলের বলে নিজের উইকেট হারিয়ে ফেলেন। আজকের ম্যাচে বেশ ভালো ফর্ম দেখাতে দেখা যাচ্ছিল এইডেন মার্করামকে (Aiden Markram)। ব্যাট হাতে ১৮ বলে ২৮ রান বানিয়ে উইকেট হারিয়ে ফেলেন তিনি। পাঞ্জাব কিংসের হয়ে অভিষেক করা লকি ফার্গুসন মার্করামকে প্যাভিলিয়নের পথ দেখান।
১৭১ রানে শেষ হয় লখনৌয়ের ব্যাটিং

দলের হয়ে আবার একবার অসাধারণ ফর্ম দেখালেন তারকা খেলোয়াড় নিকোলাস পুরান (Nicholas Pooran)। ব্যাট হাতে পুরান ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলেছিলেন। ব্যাট হাতে ৩৩ বলে ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন আয়ুশ বদানি এবং শেষের দিকে আব্দুল সমাদের ১২ বলে ২৭ এবং ডেভিড মিলারের ১৮ বলে ১৯ রানের ইনিংসে লখনৌ সুপার জায়ান্টস ৭ উইকেটে ১৭১ রান বানাতেই সক্ষম হয়েছিল। পাঞ্জাবের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন অর্ষদীপ এবং বাঁকি বোলাররা একটি করে উইকেট পেয়েছেন।
Read More: IPL 2025: বাবর আজমকে দলে নিয়ে বড়ো চমক দিলো RCB, খরচ করলো কোটি কোটি টাকা !!
দাপটের সাথে জয় ছিনিয়ে নিলো পাঞ্জাব

রান তাড়া করতে এসে পাঞ্জাবের সূচনা ছিল অসাধারন। শুরুতে অবশ্য প্রিন্স অর্যকে নিজের ফিরকির জালে ফসিয়েছিলেন দিগবেশ রাঠি। ৯ বলে ৮ রান বানিয়ে প্রিন্স প্যাভিলিয়নের ফেরেন। ব্যাট হাতে পাওয়ার প্লের ভরপুর ফায়দা তোলেন তারকা উইকেট কিপার ব্যাটসম্যান প্রভশিমরন সিং। ৩৪ বলে ৯টি চার এবং ৩টি ছক্কায় ৬৯ রানের ইনিংস খেলেন তিনি। ক্যাপ্টেন শ্রেয়স আইয়ারের ব্যাট থেকে আবার একটি অর্ধ-শতরানের ইনিংস দেখতে পাওয়া গিয়েছে। ব্যাট হাতে শ্রেয়স ৩০ বলে ৩টি চার ও চারটি ছক্কায় ৫২ রানের ইনিংস খেলেন এবং ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে মাঠে নেমে নেহাল ওয়াধেরা ২৫ বলে ৩টি চার এবং ৪টি ছক্কায় ৪৩ রান বানান তিনি। ২২ বল বাঁকি থাকতেই জয় সুনিশ্চিত করে নেয় পাঞ্জাব কিংস। আজকের জয়ের পর তারা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসলো।