মুম্বইয়ের বিরুদ্ধে জয়ের ধারা বজায় রইলো লখনৌয়ের, ১২ রানে ম্যাচ জিতলো পন্থ বাহিনী !! 1

সমাপ্ত হলো বহু প্রত্যাশিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫’এর (IPL 2025) ১৬তম ম্যাচ। দুরন্ত একটি ম্যাচে মুম্বাইকে ১২ রানে পরাস্ত করলো লখনৌ সুপার জায়ান্টস। আজকের ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রথমে বোলিং করতে এসে মুম্বইয়ের বোলারদের রিতিমতন নাস্তানাবুদ করে দেন লখনৌয়ের তারকা ওপেনার মিচেল মার্স (Mitchell Marsh)। দলের হয়ে পাওয়ার প্লের ভিতরেই অসাধারণ একটি সূচনা করেন তিনি। পাওয়ার প্লেতে লখনৌ দল ৬৯ রান বানিয়ে ফেলে লখনৌ। ব্যাট হাতে মার্স ৩১ বলে ৯টি চার ও ২টি ছক্কায় ৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন মার্স। আজকের ম্যাচে রান পেয়েছেন এইডেন মার্করামও (Aiden Markram)। আজকের ম্যাচে তিনি ৩৮ বলে দুটি চার এবং চারটি ছক্কায় ৫৩ রানের ইনিংস খেলেন তিনি। দলের বেশিরভাগ রান এসেছিল দুজনের ব্যাট থেকেই।

মুম্বইকে ২০৪ রানের টার্গেট দেয় লখনৌ

Ipl 2025
Aiden Markram and Nicholas Pooran | Image: Getty Images

আজকের ম্যাচে রান বানাতে ব্যার্থ হয়েছিলেন নিকোলাস পুরান। ব্যাট হাতে তিনি ৬ বলে মাত্র ১২ রান বানিয়ে মুম্বাই দলের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়ার বলে প্যাভিলিয়নে ফেরেন। লাগাতার চতুর্থ ম্যাচে ব্যার্থ হয়েছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ৬ বলে মাত্র ২ রান বানিয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। মধ্যে ওভারে পরস্পর বেশ কয়েকটি উইকেট হারালেও দলকে রানে ফেরান আয়ুশ বাদনী। ১৯ বলে চারটি চারের বিনিময়ে ৩০ রান বানান বাদনী। তাছাড়া ডেভিড মিলার (David Miller) ১৪ বলে ২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। মুম্বইয়ের হয়ে সর্বাধিক ৫ উইকেট নিয়েছেন ক্যাপ্টেন পান্ডিয়া। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার এবং ভিগনেশ পুথুর।

Read More: IPL 2025: “এত আত্মবিশ্বাস ভালো না..” ল‌খনউয়ের কাছে হেরে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে হার্দিক পান্ডিয়া !!

১২ রানে পরাজিত হলো মুম্বাই

Ipl 2025
LSG vs MI | Image: Getty Images

রোহিত শর্মার অনুপস্থিতিতে উইল জ্যাকস আজ ওপেনার হিসাবে ব্যাটিং করতে আসেন। লখনৌয়ের রানের পাহাড় তাড়া করতে এসে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলেন মুম্বইয়ের দুই ওপেনার। ৭ বলে ৫ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন উইল জ্যাকস এবং ৫ বলে ১০ রান বানিয়ে প্যাভিলিয়নে ফেরেন রিয়ান রিকেলটন। তিনে ব্যাটিং করতে আসেন নমন ধীর (Naman Dhir)। ২৪ বলে ৪টি চার এবং ৩ টি ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলেন। মুম্বই পল্টনের হয়ে সর্বাধিক ৪৩ বলে ৯টি চার এবং একটি ছক্কায় ৬৭ রানের ইনিংস খেলেন। তিলকের ব্যাট থেকে ২৩ বলে এসেছিল ২৫ রান এবং ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া ১৬ বলে ২টি চার ও ১টি ছক্কায় ২৮ রানের ইনিংস খেলে মুম্বাইকে ১৯১ রানে পৌঁছায়। যদিও ১২ রানে পরাজিত হতে হয়েছে মুম্বাই পল্টনকে। লখনৌয়ের হয়ে ১টি করে উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর, আকাশ দীপ, আবেশ খান ও দিগবেশ রাঠি।

Read Also: IPL 2025 LSG vs MI Match Highlights: শেষ রক্ষা হলো না মুম্বাইয়ের, টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ১২ রানে জয় ছিনিয়ে নিল ল‌খনউ!!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *