LSG vs DC: বাদ শার্দুল ঠাকুর ও মোহিত শর্মা, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই অভিজ্ঞ তারকা !! 1

IPL 2025: দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এই বছর আইপিএলে ধারাবাহিকভাবে জয় তুলে নিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু শেষ কয়েকটি ম্যাচ অক্ষর প্যাটেলের (Axar Patel) কপালে ভাঁজ ফেলছে। শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৭ উইকেটে হারের সম্মুখীন হয় দিল্লি ক্যাপিটালস। ফলে আজ লখন‌উ সুপার জায়ান্টসের বিপক্ষে একাদশে একাধিক বদল করতে পারেন কর্মকর্তারা। দিল্লি ক্যাপিটালসের অন্যতম পেসার মোহিত শর্মা (Mohit Sharma) উইকেটের মধ্যে নেই। ইতিমধ্যেই তিনি দলের অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন। অভিষেক পোরেলের (Abhishek Porel) পারফর্মেন্সও দলের নজরে রয়েছে। অন্যদিকে ৮ ম্যাচের মধ্যে ৫ ম্যাচে জয় তুলে নিয়ে প্লে অফের দৌড়ে লড়াই করছে লখন‌উ। ঘরের মাঠে জয় তুলে নিতে তারাও শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে চাইছে।

IPL 2025 ম্যাচের সময়সূচি-

LSG vs DC: বাদ শার্দুল ঠাকুর ও মোহিত শর্মা, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই অভিজ্ঞ তারকা !! 2
LSG vs DC | Image: Getty Images

লখন‌উ সুপার জায়ান্টস (LSG) বনাম দিল্লি ক্যাপিটালস (DC)

ম্যাচ নং- ৪০

তারিখ- ২২/০৪/২০২৫

ভেন্যু- একানা ক্রিকেট স্টেডিয়াম, লখন‌উ

সময়- সন্ধ্যা ৭:৩০ টায় (ভারতীয় সময়)

Read More: CAB’র আর্জিতে ‘সায়’ BCCI’এর, ইডেনে নিষিদ্ধ হলেন দুই ধারাভাষ্যকার !!

একানা ক্রিকেট স্টেডিয়ামের পিচ রিপোর্ট-

LSG vs DC: বাদ শার্দুল ঠাকুর ও মোহিত শর্মা, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই অভিজ্ঞ তারকা !! 3
Ekana Cricket Stadium | Image: Getty Images

একানা ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটসম্যান এবং বোলার দুজনেই সুবিধা পেয়ে থাকেন। তবে এই পিচে পাওয়ার প্লেতে বড়ো শট খেলার আগে ব্যাটসম্যানদের সময় নিতে হবে। পেসার এবং স্পিনার দুজনেই এই পিচে প্রভাব বিস্তার করতে পারেন। এই বছর আইপিএলে লখন‌উ সুপার জায়ান্টস একানা ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ইনিংসে ১৬৬ রান সংগ্রহ করেছিল। এই ম্যাচে ৫ উইকেটে হারের সম্মুখীন হয় ঋষভ পান্থের দল। অন্যদিকে এখনও পর্যন্ত এই স্টেডিয়ামের আইপিএলের মোট ১৮ টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছে ৮ টি ম্যাচে। ৯ টি ম্যাচে জয়লাভ করেছে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করা দল। এই মাঠে আইপিএলের প্রথম ইনিংসের গড় রান ১৬৫।

লখন‌উ সুপার জায়ান্টস একাদশের শক্তিশালী দিক-

LSG vs DC: বাদ শার্দুল ঠাকুর ও মোহিত শর্মা, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই অভিজ্ঞ তারকা !! 4
Ayush Badoni | Image: Getty Images

শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে লখন‌উয়ের হয়ে এইডেন মার্করাম (Eiden Markram) এবং আয়ুশ বাদোনি (Ayush Badoni) দুরন্ত অর্ধশতরান করেন। আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে এই দুই ব্যাটসম্যান জ্বলে উঠতে পারেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। অন্যদিকে বল হাতে রাজস্থানের বিপক্ষে আবেশ খান (Avesh Khan) বিধ্বংসী ফর্মে ছিলেন। তিনি একাই ৪ ওভারে ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট সংগ্রহ করেছেন। আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে লখন‌উয়ের বোলিং বিভাগকে সাহায্য করতে পারেন এই তারকা পেসার।

দিল্লি ক্যাপিটালস একাদশের শক্তিশালী দিক-

LSG vs DC: বাদ শার্দুল ঠাকুর ও মোহিত শর্মা, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই অভিজ্ঞ তারকা !! 5
Ashutosh Sharma | Image: Getty Images

শেষ ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৭ উইকেটে পরাজিত হয়েছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে আশুতোষ শর্মা (Ashutosh Sharma) নিচের দিকে ব্যাট করতে নেমে ১৯ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। এছাড়াও চলতি টুর্নামেন্টে দলের প্রথম ম্যাচে লখন‌উ সুপার জায়ান্টসের বিপক্ষে ৩১ বলে অপরাজিত ৬৬ রান করে এই তারকা ব্যাটসম্যান অবিশ্বাস্য জয় ছিনিয়ে এনেছিলেন। ফলে আজকের ম্যাচেও আশুতোষ দিল্লির হয়ে ব্যাটিং অর্ডারকে ভরসা দিতে পারেন। অন্যদিকে মিচেল স্টার্ক (Mitchell Starc) দিল্লি ক্যাপিটালসের (DC) হয়ে এই বছর আইপিএলে এখনও পর্যন্ত ৭ ম্যাচে ১০ টি উইকেট সংগ্রহ করেছেন। লখন‌উ সুপার জায়ান্টসের বিপক্ষে এই বছর গুরুত্বপূর্ণ ম্যাচে সংগ্রহ করেছিলেন ৩ টি উইকেট। আজ‌ও দিল্লির হয়ে এই পেসার জ্বলে উঠতে পারেন।

লখন‌উ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ-

ওপেনার: এইডেন মার্করাম, মিচেল মার্শ

মিডল অর্ডার: নিকোলাস পুরান, ঋষভ পান্থ (অধিনায়ক),

ফিনিশার: ডেভিড মিলার, আব্দুল সামাদ

বোলার: রবি বিষ্ণোই, মায়াঙ্ক যাদব, প্রিন্স যাদব, দিগবেশ রাঠি, আবেশ খান

উইকেটকিপার: ঋষভ পান্থ

ইম্প্যাক্ট প্লেয়ার- আয়ুশ বাদোনি/শার্দুল ঠাকুর

গুজরাট টাইটান্সের সম্ভাব্য একাদশ-

LSG vs DC: বাদ শার্দুল ঠাকুর ও মোহিত শর্মা, দুই দলের একাদশে এন্ট্রি নিচ্ছেন এই দুই অভিজ্ঞ তারকা !! 6
DC | Image: Getty Images

ওপেনার: অভিষেক পোরেল, করুণ নায়ার

মিডল অর্ডার: কেএল রাহুল, অক্ষর প্যাটেল (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস

ফিনিশার: আশুতোষ শর্মা, ভিপরাজ নিগম

বোলার: মুকেশ কুমার, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, টি নটরাজন

উইকেটকিপার: কেএল রাহুল

ইম্প্যাক্ট প্লেয়ার- মোহিত শর্মা/ডোনোভান ফেরেইরা

Read Also: “করেছে লড়েছে হেরেছে…” গুজরাতের বিরুদ্ধে ৩৯ রানে হার KKR’এর, সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *