IPL 2025: "গোয়েঙ্কার হাত থেকে রক্ষা নেই...", প্নে অফের লড়াই থেকে ছিটকে গিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে LSG !! 1

IPL 2025: আইপিএলের লিগ পর্ব যত শেষের দিকে এগিয়ে যাচ্ছে ততই জমজমাট হয়ে উঠছে। সোমবার হাইভোল্টেজ মহারণে লখন‌উ সুপার জায়ান্টস সানরাইজার্স হায়দ্রাবাদের (LSG vs SRH) বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচের প্রথম ইনিংসে ব্যাট হাতে জ্বলে ওঠেন মিচেল মার্শ (Mitchell Marsh) ও এইডেন মার্করাম (Eiden Markram)। ফলে মার্শের ৬৫ এবং মার্করামের ৬১ রানে ভর করে শেষ পর্যন্ত ২০৫ রান সংগ্রহ করে লখন‌উ সুপার জায়ান্টস। এই রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে আবারও অভিষেক শর্মাকে (Abhishek Sharma) ছন্দে দেখা যায়।

Read More: “ঘাড় ধাক্কা দিয়ে বার করবে…” সানরাইজার্সের বিরুদ্ধে ৭ রানে উইকেট হারালেন ঋষভ পন্থ, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

এই তরুণ ব্যাটসম্যান মাত্র ২০ বলে ৫৯ রান সংগ্রহ করেন। এরপর হেনরিক ক্লাসেনের (Heinrich Klaasen) ব্যাট থেকে ২৮ বলে ৪৭ রান আসে। ফলে ১৮.২ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে করে নিয়ে ৬ উইকেটে জয় তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। এর ফলে এই বছর প্লে অফে পৌঁছাতে ব্যর্থ হলো লখন‌‌উ সুপার জায়ান্টস (LSG)। ২৭ কোটি টাকার ঋষভ পান্থ‌ও (, Rishabh Pant) দলের ভাগ্য ফেরাতে পারলেন না। ফলে লখনউ সুপার জায়ান্টস বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছে। “সঞ্জিব গোয়েঙ্কার (Sanjiv Goenka) টাকা বরবাদ হয়ে গেলো”, বলে উল্লেখ করেছেন ক্রিকেট ক্রিকেট ভক্তরা।

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখছেন, “২০২৫ সালের আইপিএল থেকে লখন‌উয়ের বাদ পড়ার মূল কারণ হলো ঋষভ পান্থের (Rishabh Pant) ধারাবাহিকভাবে ব্যর্থতা। কেএল রাহুল (KL Rahul) ৩ মরসুমের মধ্যে ২ মরসুমে লখন‌উকে প্লে অফে নিয়ে গিয়েছিলেন‌। ফলে সঞ্জিব গোয়েঙ্কাকে কর্মফল মেনে নিতে হবে।” “লখন‌উ অধিনায়ক ঋষভ পান্থ‌‌‌ (Rishabh Pant) ২০২৫ আইপিএলে মাত্র ১৩৫ রান সংগ্রহ করে দলকে প্লে অফে নিয়ে যেতে পারেননি। লখন‌উয়ের অধিনায়ক হিসেবে অভিষেক মরসুমেই ৬০০+ রান করেছিলেন কেএল রাহুল। দলকে দুবার প্লে অফে নিয়ে গিয়েছিলেন‌ তিনি। তাও সঞ্জিব গোয়েঙ্কা (Sanjiv Goenka) রাহুলকে লাইভ টিভিতে অপমান করেছেন। ফলে তার আজ প্রাপ্য জবাব পেলেন।”, বলে ক্ষোভ প্রকাশ করেছেন এক ক্রিকেট ভক্ত।

লখন‌উ সুপার জায়ান্টসকে নিয়ে ট্যুইট চিত্র-

Read Also: সাই সুদর্শন-শুভমান গিলের এন্ট্রি, বাদ জয়সওয়াল, প্রকাশ্যে এলো ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় দল !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *